রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা ... Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২২ জুন, ২০১৬, ০১:২৮:২৮ দুপুর



বাবার জন্যে প্রার্থনা :

আমি আমার পরম শ্রদ্ধাভাজন জন্মদাতার কথা বলছি,

যিনি এই মায়ার সংসার, বিশ্ব চরাচর থেকে

পরিবার-পরিজনের সকল মায়া-মমতা ত্যাগ করে

মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে-

আজ হতে দু'দশক পূর্বে বিদায় নিয়েছেন।

যেখান থেকে কেউ আর কোনদিন ফিরে আসে না।

-----

সংসার, সন্ততিদের ভবিষ্যত নির্বিঘ্ন করতে

তিনি যা যা প্রয়োজন, না চাইতেই

একজন আদর্শ পিতা হিসেবে সবটুকুন দিয়েছেন।

তিনি আমাদের শিখিয়েছেন সত্য ও ন্যায়ের আদর্শ,

নীতি-নৈতিকতা, শিক্ষণীয় কতকিছু।

আরো শিখিয়েছেন মানুষের মাঝে ভেদাভেদ ভুলে,

ধনী-নির্ধন তফাৎ না করে, সেবা আর ত্যাগের মানসিকতা নিয়ে

লোভ-অহংকার আর হিংসা থেকে নিরাপদে থাকতে।

-----

তাঁকে কখনো ছুটতে দেখিনি

অঢেল ধন-সম্পদ, টাকা-কড়ি আর অর্থ-বিত্তের পিছনে।

তবে দেখেছি সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে

হাড়-ভাঙ্গা খাটুনি, রক্ত পানি করা শ্রমলব্ধ অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করতে।

মহান প্রভুর বান্দা হিসেবে গড়ে উঠতে শিক্ষা দিয়েছেন।

তাঁর প্রশংসা, কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং

এই জীবনের পরেও যে আরেক জীবন আছে

তা বার বার স্মরণ করিয়ে দিতেন।

-----

আজ আমাদের কাছে অফুরান প্রেরণার উৎস প্রাণপ্রিয় পিতা নেই,

রেখে গেছেন তাঁর অগাধ ভালবাসা আর সুমহান আদর্শ,

সত্য ও ন্যায়ের পথে চলার অমূল্য নসীহত।

তিনি আমাদের শুধু দিয়েই গেলেন,

আমরা তাঁকে কিছু দিতে পারি নি,

তাঁর জন্যে কিছু করতে পারলাম কই?

তাঁকে কিছুই দেওয়ার আগেই তো মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন।

ভাবি আজ তাঁকে যদি আরো কিছু আমাদের মাঝে পেতাম?

তবে আল্লাহ যা করেন তা আমরা ভাল বলেই মানি,

এটা দীপ্ত ঈমানের পরিচায়ক।

-----

যখন কোথাও যাই, বাবার পরিচয় দিই, অথবা লোকে চিনতে পারে

তখন অবস্থা না দেখলে কেউ বিশ্বাস করবে না

অমুকের ছেলে তুমি, দেখতে ঠিক বাবার মতো হয়েছো।

আহারে! কতভাল লোক ছিল, তোমার বাবা।

এমন সোনার মানুষ কি আর কয়টা আছে?

মানুষ তো পাগল পারা, তোমার প্রতি যে ভালবাসা ছিল

তা উপচে পড়ে আমাদের জন্যে।

একদিন এই নশ্বর ধরাধাম থেকে সবাইকে বিদায় নিতে হবে।

পরকালে প্রভুর দরবারে হাজির হতে হবে।

হিসাব-নিকাশের দিবস বড়ই কঠিন!

এ সত্যটা যথাযথভাবে মানুষ মানলে কি আর অমানুষের কাজ করতে পারে?

ওগো দয়াময় প্রভু জগতের অধিপতি,

জানি না পরম শ্রদ্ধেয় বাবা আমার কেমন আছেন?

অন্ধকার এই মাটির কবরে।

হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি

রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।

আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।

জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।


(পূন: পোস্ট)

=====

বিষয়: বিবিধ

৩০১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372833
২২ জুন ২০১৬ দুপুর ০৩:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৩
309614
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ আপনাকেও..
372841
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৩৮
কুয়েত থেকে লিখেছেন : ربي الرحمهما كما رباني صغيرا ধন্যবাদ অনেক ভালো লাগলো
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৪
309615
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ দোয়া শামিল হওয়ার জন্য..
372842
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

[q]হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি

রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।

আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।

জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।
[/q]

আমীন।
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৫
309616
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ, দোয়া শামিল হওয়ার জন্য..
372856
২২ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
হতভাগা লিখেছেন :


বাবার জন্য কোন মেডালটা দিতে চান ?
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৬
309617
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এত্ত দামী মেডেল!
372863
২২ জুন ২০১৬ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : [i]হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি

রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।

আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।

জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।
[/I
আমিন। দুনিয়ার সকল বাবা-মা জান্নাতী হোক।
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৭
309618
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন..সবার-মা-বাবাকে ক্ষমা করে দাও।অনেক ধন্যবাদ, দোয়া শামিল হওয়ার জন্য..
372885
২৩ জুন ২০১৬ রাত ১২:০৫
নাবিক লিখেছেন :
হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি
রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।
আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।
জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।
আমিন....
২৩ জুন ২০১৬ সকাল ১০:৪৭
309619
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ, দোয়া শামিল হওয়ার জন্য..
374465
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি
রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।
আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।
জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।
ছুম্মা আমিন, আমি ২০১১ তে বাবাকে হারিয়েছি।
ধন্যবাদ আপনাকে
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৯
310716
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার বাবার পরকালীন কল্যাণ কামনা করছি।সবার বাবা-মাকে প্রভু ক্ষমা করো। আমিন।..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File