প্রভু হে আমার....
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ মে, ২০১৬, ০৭:৫৩:৩০ সন্ধ্যা
রাত জেগে জেগে একটা কিছু লেখার, পড়ার অভ্যাসটা
আরো পাকাপোক্ত হতে চলেছে।
অনেকের কাছে নিদ্রার চাইতে আর প্রিয় কিছু নেই
আমি কিন্তু কোন্ দলে পড়ি জানি না
তবে মাঝে মাঝে দু’আঁখিতে একবার নিদ্রা চলে আসলে
আর কোন খবর থাকে না!
-----
হিসাব করে দেখলাম মানুষের এক জীবনের মধ্যে
এক-তৃতীয়াংশ নিদ্রায় চলে যায়
ভবিতব্য জীবনকে অনেকেই খেলাঘর ভেবে
বেপরোয়া হয়ে অনায়াসে কাটিয়ে দেয়
একটিবারও ভাবেনা কোথা থেকে এসেছি
কোথায় চলে যাব?
কার কাছে যাব? কি নিয়ে যাব?
-----
প্রত্যুষে রাত পোহালে স্রষ্টার কাছে সমর্পিত হতে
কি যে এক দুর্ণিবার আকর্ষণ তৈরি হয়!
মালিকের শাহী দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বলি
আমি গুনাহগার, আমি পাপী-তাপী
আমার তওবা কবুল করো হে প্রভু,
তুমি আমায় ক্ষমা করো।
-----
প্রার্থনা শেষে নদীর তীর ঘেঁষে এগিয়ে চলি
বন-বনানী, পাহাড়-পর্বত পেরিয়ে যেন গন্তব্য জানা নেই।
দিগন্তে রাঙ্গা রবি, প্রকৃতির কী অপরূপ সৌন্দর্য!
নীল আকাশ, আকাশে রবির কিরণ, ক্ষেতে শিরশির করে বইছে হাওয়া
এত সুন্দর অন্তমিল তাঁর এই ভুবনে!
আমার আল্লাহ কত মেহেরবান, তাঁর এই নগণ্য গোলামকে
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানবের অনুসারী হিসাবে বাছাই করেছেন।
সেই মহান প্রভুর কথা মনে পড়লে
সৃষ্টির প্রতি, সুন্দরের প্রতি তাকালে
আপন-আপনি মস্তকখানা অবনত হয়ে যায়।
=====
বিষয়: সাহিত্য
১১০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-জাযাকাল্লাহ!
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
অনুবাদ : "আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।"
আল্ কুরআন : সূরা আত্ তীন (৪-৫)..
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখাটা রেডি করে ফেলেন। আগামী কাল সন্ধ্যা সাতটায়
ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন