প্রভু হে আমার.... Thumbs Up Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ মে, ২০১৬, ০৭:৫৩:৩০ সন্ধ্যা



রাত জেগে জেগে একটা কিছু লেখার, পড়ার অভ্যাসটা

আরো পাকাপোক্ত হতে চলেছে।

অনেকের কাছে নিদ্রার চাইতে আর প্রিয় কিছু নেই

আমি কিন্তু কোন্ দলে পড়ি জানি না

তবে মাঝে মাঝে দু’আঁখিতে একবার নিদ্রা চলে আসলে

আর কোন খবর থাকে না!

-----

হিসাব করে দেখলাম মানুষের এক জীবনের মধ্যে

এক-তৃতীয়াংশ নিদ্রায় চলে যায়

ভবিতব্য জীবনকে অনেকেই খেলাঘর ভেবে

বেপরোয়া হয়ে অনায়াসে কাটিয়ে দেয়

একটিবারও ভাবেনা কোথা থেকে এসেছি

কোথায় চলে যাব?

কার কাছে যাব? কি নিয়ে যাব?

-----

প্রত্যুষে রাত পোহালে স্রষ্টার কাছে সমর্পিত হতে

কি যে এক দুর্ণিবার আকর্ষণ তৈরি হয়!

মালিকের শাহী দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বলি

আমি গুনাহগার, আমি পাপী-তাপী

আমার তওবা কবুল করো হে প্রভু,

তুমি আমায় ক্ষমা করো।


-----

প্রার্থনা শেষে নদীর তীর ঘেঁষে এগিয়ে চলি

বন-বনানী, পাহাড়-পর্বত পেরিয়ে যেন গন্তব্য জানা নেই।

দিগন্তে রাঙ্গা রবি, প্রকৃতির কী অপরূপ সৌন্দর্য!

নীল আকাশ, আকাশে রবির কিরণ, ক্ষেতে শিরশির করে বইছে হাওয়া

এত সুন্দর অন্তমিল তাঁর এই ভুবনে!

আমার আল্লাহ কত মেহেরবান, তাঁর এই নগণ্য গোলামকে

সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানবের অনুসারী হিসাবে বাছাই করেছেন।

সেই মহান প্রভুর কথা মনে পড়লে

সৃষ্টির প্রতি, সুন্দরের প্রতি তাকালে

আপন-আপনি মস্তকখানা অবনত হয়ে যায়।

=====

বিষয়: সাহিত্য

১১০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370496
৩০ মে ২০১৬ রাত ০৮:০০
শেখের পোলা লিখেছেন : সময় সমুদ্রে আমরা অনন্তর সাঁতরে চলেছি, কিন্তু এটাই সত্য যে আমরা সেই সময়ের মূল্য বুঝিনা, সঠিক ব্যবহার করিনা। রসু সঃ বলেছেন দুটি দিন সমান গের যার সে লোকসান করল। ধন্যবাদ।
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৪
307447
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শোকরিয়া সুন্দর মন্তব্যটির জন্য।
370504
৩০ মে ২০১৬ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : সুব'হানাল্লাহি ওয়া আল'হামদুলিল্লাহি ওয়া লা.....ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৬
307449
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

-জাযাকাল্লাহ!
370505
৩০ মে ২০১৬ রাত ০৯:৫২
আবু জান্নাত লিখেছেন : আমার মত আলসে কেউ নেই রে.............
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৬
307450
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আলসেমি ঝেড়ে ফেলুন অতিসত্ত্বর..
370506
৩০ মে ২০১৬ রাত ১০:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ হিসেবে কিন্তু কাজের কাজ তো করি নিকৃষ্টের মত। Sad
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৭
307451
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
অনুবাদ : "আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।"
আল্ কুরআন : সূরা আত্ তীন (৪-৫)..
অনেক ধন্যবাদ আপনাকে।
370508
৩০ মে ২০১৬ রাত ১১:১৮
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৮
307452
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শোকরিয়া জনাব।
370616
০১ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম
লেখাটা রেডি করে ফেলেন। আগামী কাল সন্ধ্যা সাতটায়
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
307527
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গাজী ভাই ২৮শে মে পোস্ট করেছি। দেখেন নি, এটা চলবে তো-নাকি আরেকটা লিখব? জানান..এ পর্বের জন্য সময় আমার হাতে খুবই কম। তাই একটু কনসিডার করা যায় কিনা?
০২ জুন ২০১৬ সকাল ১০:২৬
307609
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেই লেখাটাই আবার দিতে পারেন
০২ জুন ২০১৬ সকাল ১০:৩১
307612
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গাজী ভাই, আমার পেজ থেকে ২৮মে'র টা কালেক্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ..
370920
০৪ জুন ২০১৬ রাত ১২:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই পৃথিবীর সব মানুষ যদি প্রতিদিন একবার করে মৃত্যু কে স্মরণ করতো তাহলে এই পৃথিবীটা ভিন্ন রকম হতো।
ধন্যবাদ আপনাকে
০৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৬
307821
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এবসলিউটলি রাইট। আখেরাতের অনুভুতি ছাড়া মানুষ পিউরিফাইড হতে পারেনা।..ধন্যবাদ আপনার সুন্দর শিক্ষণীয় মন্তব্যটির জন্য,,
377306
০৭ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চালিয়ে যান মিয়া ভাই
অনেক ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৪৫
313773
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জনাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File