প্রিয় ব্লগ কর্তৃপক্ষের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৩ মে, ২০১৬, ০৮:৫৭:০৭ রাত
আমি যাদের কাছে প্রিয় সর্বশেষ তেমন দু'জন হলেন:
ব্লগার সুজন কুতুবী
এবং
ব্লগার আলমগীর ইমন
তাদের ব্লগিং ইতিহাস দেখতে দিয়ে যা পেলাম:
ব্লগার সুজন কুতুবী-
পোস্ট করেছেন=৫টি
ব্লগ পঠিত হয়েছে=১০৪ বার
ব্লগে আছেন=২৮দিন
যেহেতু ব্লগ পেজে আসতে পারেননি তাই মন্তব্য ও প্রতি মন্তব্য করতে পারেন নি।
ব্লগার আলমগীর ইমন-
পোস্ট করেছেন=১১টি
ব্লগ পঠিত হয়েছে=১৬১ বার
ব্লগে আছেন=২৬দিন
যেহেতু তিনিও ব্লগ পেজে আসতে পারেননি তাই মন্তব্য ও প্রতি মন্তব্য করতে পারেন নি।
যেজন্য আমার ব্লগে লেখা: বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ তাদের ব্লগ পোস্ট করার সুযোগ দানের জন্য। কারণ তারা যদি হতাশ হয়ে যান তবে নতুন নতুন ব্লগার/লেখক তৈরি হবে না।
এ দু'জন ব্লগ লেখকের প্রতি অনুরোধ আপনার পোস্ট করা বন্ধ করবেন না। নিয়মিত পোস্ট করুন। দেখবেন আপনাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেছেন।
(যেহেতু তারা আমাকে প্রিয়তে রেখেছেন, তাই কিছুটা তো ঋণ শোধ করতেই হবে)
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা না বাধাহীন লিখার প্ল্যাটফর্ম ! তবে সবকিছুরই রাশ টেনে রাখা উচিত ।
আপনার প্রিয়জনেরা আসুক ভালভাবেই ।
আশাকরি ব্লগার জুলিয়া রবার্ট উনারাও একটিভ হবেন এবার থেকে , উনাদের জ্ঞান থেকে আমাদের আর বন্চিত করবেন না ।
১।
২।
??
ধন্যবাদ..
তবে আমার অনুরোধ...
অফিসের ব্যস্ততার মাঝেও যখন একটু সুযোগ পাই তখনিই ব্লগে আসার চেষ্টা করি। ব্লগে এসে প্রথমে "নোটিফিকেশন" দেখি, নতুন মন্তব্য আসলে সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, নতুন জবাব আসলে লেখক কি জবাব দিল তা দেখি, সর্বশেষ পড়ার আমন্ত্রণ টা দেখি। যারা পড়ার আমন্ত্রণ করেন, চেষ্টা করি যতটুকু হাতে সময় থাকে ঐ লিখাটা পড়ার ও মন্তব্য করার। এভাবে আমার টুডে ব্লগে আসা-যাওয়া চলতে থাকে। যখন হাতে বেশি সময় থাকে তখন চিন্তা করি, যারা আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করেন, সুখে দুঃখে খোঁজখবর নেন অথচ অনেক দিন উনাদের কোন নতুন লিখা পাচ্ছিনা! তখন চেষ্টা করি আমন্ত্রণ না করলেও উনাদের ব্লগ বাড়িতে যাওয়ার, গিয়েই অবাক হয়ে যাই।এত গুলো লিখা উনি পোষ্ট করলেন অথচ আমার পড়াই হয়নি! আমার কোন মন্তব্যও নেই!! আহারে উনি যদি একটু আমন্ত্রণ করতেন তাহলে হয়তো আমার মন্তব্যটাই আগে হতো!!!
আমন্ত্রণ করতে হলে যাদেরকে আপনার ভাল লাগে তাদেরকে প্রথমে প্রিয়তে রাখতে হবে। যখন কোন ব্লগারের লিখা পড়ে আমার কাছে ভাল লাগে তখন আমি ঐ ব্লগারকে প্রিয়তে এড করে নিই।আপনিও আপনার ভাল লাগা ব্লগারের ব্লগ বাড়িতে গিয়ে উপরের লাল বৃত্তে হাইলাইটস করা লিখায় ক্লিক করতে পারেন। এভাবে আপনি আপনার ইচ্ছেমত ভাল লাগা ব্লগারদের প্রিয়তে রাখতে পারেন। নতুন কোন লিখা পোস্ট করলে প্রত্যেক ব্লগার হয়তো আশাকরেন লিখাটা সবাই পড়বে, ভাল লাগলে মন্তব্যও করবে! কারণ যখন কোন লিখা অনেকবার পড়া হয় এবং কিছু মন্তব্যও করা হয়, তখন স্বাভাবিকভাবেই লেখক উৎসাহ বোধ করেন, ব্লগের চাঞ্চল্যতাও ফিরে আসে।
আপনি যখন কোন নতুন লিখা পোস্ট করবেন তখন অবশ্যই প্রিয়দের আমন্ত্রণ জানাতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। আমি মনে করি আন্তরিকতা বাড়বে।
কিছু ব্লগার আছেন দিনের মধ্যে কয়েকটা পোস্ট করবেন আবার আমন্ত্রণ ও জানাবেন! এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ থাকেনা। আপনি প্রতিদিন একটি করে পোস্ট করুন তাহলে ঐটার প্রতি আন্তরিকতাও থাকবে। আবার অনেকেই আছেন অন্যের লেখায় তেমন মন্তব্য করেন না, আবার কেউ উনার লিখায় মন্তব্য করলে তার প্রতিউত্তর ও করেন না। এই ধরনের ব্লগারগুলো যতই ভাল লিখুখ, উনাদের লিখায় মন্তব্য করতেও খুব অলসতা লাগে।
আমি হয়তো অন্য সবার মত অতটা ভাল লিখতে পারিনা, কিন্তু চেষ্টা করি সবার লিখা পড়তে, মন্তব্য করতে। তবে মন্তব্যের ক্ষেত্রে যারা আমার লেখায় মন্তব্য করেন তাদের পোস্ট গুলোতে আগে মন্তব্য করার চেষ্টা করি। আগের মত শত শত ব্লগান এখন না থাকলেও আমরা যা কয়জন আছি যদি উপরে উল্লেখিত ভাবে একে অপরকে কাছে টানার চেষ্টা করি তাহলে ব্লগটাকে জমিয়ে রাখা যাবে। ছোট মুখে অনেক কথা বলে পেললাম, কেউ আবার চেতনায় আঘাত খাইয়েন না।
পোস্ট লিখেছেনঃ ৩ টি মন্তব্য করেছেনঃ ০ টিপ্রতি মন্তব্য করেছেনঃ ০ টিব্লগ পঠিত হয়েছেঃ ৩৪ বারব্লগে আছেনঃ ৮ দিন ।
উনাকে ও পোস্ট ও কমেন্ট করার সুযোগ দেয়া হোক ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন