অণুকাব্য-ত্রয়ী
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ মে, ২০১৬, ০২:৫৪:১০ দুপুর
১.
।। না-বোধক ।।
কন্যা যদি রাজি না থাকে, নেই প্রয়োজন
বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।
২.
।। কবিতা ।।
কলমের তুলিতে নিরন্তর লিখে যাওয়া সত্যের জয়টিকা
বিবেকের তাড়নায় মিথ্যার বিরুদ্ধে জ্বলন্ত আলোর শিখা,
তালে তালে তুমুল হাততালি আর সুন্দরের আহ্বান
মা-মাটি-মাতৃভাষা-জন্মভুমি আল্লাহর সেরা দান।
৩.
।। সময় ।।
এক.
নিষ্ঠুর সময় যায় চলে,
কাজে না লাগালে যাবে বিফলে
আমরা সবাই যাচ্ছি বুুড়োদের দলে!
দুই.
সময় হচ্ছে বরফের মত,
যতই গড়াচ্ছে গলে যাচ্ছে তত
জীবনায়ু হচ্ছে নিঃশেষ অবিরত।
------
বিষয়: সাহিত্য
১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুকাব্য অসম্ভব ভালো হয়েছে।
(কেউ আবার মাইন্ড কইরেন না। তবে গাজী মাইন্ড করলে সেটা হবে কোকিলতাল মাত্র)!কাব্য তো ভাল লাগবে-এখন কবিতাদের আনাগোনা বাড়ছে নিশ্চয়ই!
ধন্যবাদ
বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।"
অভিবাবকেরা এখন টাকাওয়ালা কালাচান পাইলেও মেয়েকে জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয়। মতামত নেওয়ার কোন গরজ মনে করেনা। ধন্যবাদ আপনাকে
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন