Good Luck Good Luckঅণুকাব্য-ত্রয়ীRose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ মে, ২০১৬, ০২:৫৪:১০ দুপুর



১.

।। না-বোধক ।।

কন্যা যদি রাজি না থাকে, নেই প্রয়োজন

বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।

২.

।। কবিতা ।।

কলমের তুলিতে নিরন্তর লিখে যাওয়া সত্যের জয়টিকা

বিবেকের তাড়নায় মিথ্যার বিরুদ্ধে জ্বলন্ত আলোর শিখা,

তালে তালে তুমুল হাততালি আর সুন্দরের আহ্বান

মা-মাটি-মাতৃভাষা-জন্মভুমি আল্লাহর সেরা দান।

৩.

।। সময় ।।

এক.

নিষ্ঠুর সময় যায় চলে,

কাজে না লাগালে যাবে বিফলে

আমরা সবাই যাচ্ছি বুুড়োদের দলে!

দুই.

সময় হচ্ছে বরফের মত,

যতই গড়াচ্ছে গলে যাচ্ছে তত

জীবনায়ু হচ্ছে নিঃশেষ অবিরত।

------

বিষয়: সাহিত্য

১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369256
১৬ মে ২০১৬ বিকাল ০৪:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি বুড়ো হচ্ছেন না, হয়েই আছেন। আমি কিন্তু চির সবুজ।
অনুকাব্য অসম্ভব ভালো হয়েছে।
১৬ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
306502
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চির সবুজ না অবুঝ! পাজি কোথাকার?
(কেউ আবার মাইন্ড কইরেন না। তবে গাজী মাইন্ড করলে সেটা হবে কোকিলতাল মাত্র)!কাব্য তো ভাল লাগবে-এখন কবিতাদের আনাগোনা বাড়ছে নিশ্চয়ই!
369301
১৬ মে ২০১৬ রাত ০৮:০৫
আবু জান্নাত লিখেছেন : আপনি বয়সে বাহার ভাইয়ের সমান হবেন মনে হচ্ছে।
ধন্যবাদ
১৭ মে ২০১৬ দুপুর ১২:১৬
306577
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Man proposes and Allah disposes..thanks too.
369336
১৬ মে ২০১৬ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজি না থাকলে আয়োজন শুরু হইছিল কেন????
১৭ মে ২০১৬ দুপুর ১২:০২
306566
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জোর করেই গায়ে সবুজ হয়েছিল যে!
369862
২৩ মে ২০১৬ দুপুর ০১:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "কন্যা যদি রাজি না থাকে, নেই প্রয়োজন
বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।"
অভিবাবকেরা এখন টাকাওয়ালা কালাচান পাইলেও মেয়েকে জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয়। মতামত নেওয়ার কোন গরজ মনে করেনা। ধন্যবাদ আপনাকে
২৩ মে ২০১৬ বিকাল ০৪:৪০
306941
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১০০% সঠিক। ধন্যবাদ আপনাকেও..
369953
২৪ মে ২০১৬ সকাল ১১:৪৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধিরে ধিরে চমতকার হচ্ছে
ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৬ দুপুর ০১:১৬
307041
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আপনাকে কম পাচ্ছি মনে হয়, মুন্সী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File