কৃতজ্ঞতা প্রকাশের সেই ভাষা....(১৫০ তম পোস্ট)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১০ মে, ২০১৬, ০৭:৫১:২৪ সন্ধ্যা
আল্লাহর রহমত এই মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে
সমস্ত প্রাণীকুলকে অনাদিকাল থেকে-তাঁরই অনুগ্রহে।
কতিপয় দুরাচারীর কৃতকর্মে এই পৃথিবী নামক সবুজাভ গ্রহটি
সামীহীন স্বাধীনতার ভোগ-স্পর্শে রক্তাভ করে চলেছে।
প্রতিটি প্রান্তরে আজ শোনা যাচ্ছে মজলুমের ফরিয়াদ
পাপের গলিত লাভায় পরিপূর্ণ, অনাবিল নিঃশ্বাসের জো নেই।
-------
হে প্রভু! শাহানশাহ। রাজাধিরাজ!
যারা তোমার নিরীহ বিশ্বাসী বান্দাদের রক্ত নিয়ে খেলছে
ইচ্ছা করলে তুমিই তো পারো উপযুক্ত পাওনা কড়া-গণ্ডায় মিটাতে
তুমি তারপরও ফিরে আসার জন্যে অবকাশ দাও।
হে মালিক! তুমি নিশ্চয় অবগত আছো,
হেদায়াত তাদের থেকে যোজন-যোজন মাইল দূরত্বে।
নির্যাতিতদের জন্য তোমার রহমতের ছায়া প্রসারিত করো
অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনার পাহাড়সম যন্ত্রণা প্রস্তুত করো।
তোমার অনুগ্রহের সাগরে আমি ভেসে চলছি
তোমার নাফর মানির কারণ, ক্রোধের সেই বহ্নিশিখা থেকে রক্ষায়
এবং কৃতজ্ঞতা প্রকাশের সেই ভাষা শিখিয়ে দিয়েছো
যাতে সর্বদা তোমার স্মরণে সিক্ত থাকি।
=====
বিষয়: সাহিত্য
১১৫১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা তোমার নিরীহ বিশ্বাসী বান্দাদের রক্ত নিয়ে খেলছে
ইচ্ছা করলে তুমিই তো পারো উপযুক্ত পাওনা কড়া-গণ্ডায় মিটাতে
তুমি তারপরও ফিরে আসার জন্যে অবকাশ দাও।
আপনি কবিতায় যা বলেছেন, কথাগুলো আমারও
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন