সোনার কাঁকন.....
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৮ মে, ২০১৬, ০৬:২৭:১৫ সন্ধ্যা
মাকে আমি দেওয়ার কথা এক জোড়া সোনার কাঁকন
সেই সুযোগে চেয়েছিলাম নিতে দোয়া যে অগনন।
যত সাধ-আশা, সাধ্যের বাইরে ছিল, নাহি কুলোয়
দিন গেছে মা ’র উঠান, বারান্দা আর হাঁড়ি-চুলোয়।
সকাল-সাঁঝে ফুরসত ছিল না মায়ের একটু খানি,
চব্বিশ ঘন্টার বেশির ভাগ বাইরে থাকত তার স্বামী।
ছেলে-পুলে মানুষ করার তার ছিল তীব্র বাসনা
বড় হয়ে ছেলেরা কেউ তার খোঁজ-খবর নেয় না!
-----
আমার মায়ের এত দুঃখ-কষ্ট সহজে ভুলতে পারি না
দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা আর কান্না।
এ পৃথিবী ছেড়ে গেল একদিন তার প্রাণপ্রিয় স্বামী
প্রাণের চেয়ে প্রিয় ছিল যে, সোনার চেয়েও দামী
সকালবেলা ঘুম থেকে দেখি হাতে বাসন-কোসন
এমনি তরো চলছিল তার দৈনন্দিন জীবন যাপন।
ছেলে-মেয়েদের সুখ দেখে পিতা-মাতার সুখ
বিপদ-আপদে তারা পেতে দেয় অসীম সাহসে বুক।
-----
মাকে আমি কখন দেবো এক জোড়া সোনার কাঁকন,
সেই ভাবনায় ঘুম আসে না দু’চোখে আর এখন।
অসুখ-বিসুখ যখন হত, তখনকার কথা স্মরি,
কোলে কাঁধে করে নিয়ে যেত তখন ডাক্তারের বাড়ি।
সোনা-যাদু মনি ভাল হোক এই কামনা ছিল তার
বাড়ি ফিরতে তাড়াতাড়ি বাপেরে তাগিদ বারবার।
মায়ের হাসি মুখখানি আমি কেমনে দেখি বলো
সেই চিন্তায় আমার সবই হয়ে যায় এলোমেলো।
-----
খোদার কাছে দোয়া মাগি ওগো আল্লাহ আমার
মায়েরে আমার সুস্থ রেখো প্রার্থনা কাছে তোমার
মাকে ছাড়া আমি এখন তো আর কিছু বুঝি না,
বন্ধুদেরকে বলি মাকে কখনো দুঃখ দিও না।
সোনার কাঁকন কবে কিনে দেবো মাকে আমি
অর্থ-বিত্ত, শক্তি-সাহস দাও গো অন্তর্যামী
যদি বা না পারি সোনার কাঁকন মাকে দিতে কিনি
আমার অক্ষমতা ক্ষমা করে দিও ওগো মা-জননী।
=====
বিষয়: সাহিত্য
১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা ভাইয়া তাহলে এই দিবসে মাকে নিয়ে কবিতা পোষ্ট দিলেন এটা কি এই দিবসকেই সাপোর্ট দেয়া হল না ??
আমারা যা পছন্দ করি না যার সমর্থন করি না সেই সব বিষয়ে কি নিরব থাকাই ভাল নয় !!
আমার যদি সেই দিবসে তার বিপক্ষে ও পোষ্ট দেই সেটা কিন্তু সরাসরি না হলে ও (পরোক্ষ/ পত্যাক্ষ)ভাবে এটাকেই সাপোর্ট বা সেটার প্ররোরচনা হয়ে গেল ভাইয়া ।
ধন্যবাদ ভাইয়া ।
মাসুম ভাই জন্ম দিনের আয়োজন না করলেও সন্তানদের জন্মদিনেই সন্তানদের জন্য কবিতা লিখে দোয়া কামনা করেন।
ঐ যে যা বললেন আরকি
"আমারা যা পছন্দ করি না যার সমর্থন করি না সেই সব বিষয়ে কি নিরব থাকাই ভাল নয় !!
আমার যদি সেই দিবসে তার বিপক্ষে ও পোষ্ট দেই সেটা কিন্তু সরাসরি না হলে ও (পরোক্ষ/ পত্যাক্ষ)ভাবে এটাকেই সাপোর্ট বা সেটার প্ররোরচনা হয়ে গেল ভাইয়া"
তারপরও দৃষ্টি আকর্ষণ করে সচেতন করার জন্য অন্তরের অভ্যন্তরভাগ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে..
আসলে দিবসকে প্রাধান্য নয়, তবে আমাদের দেশে অনেক রাজনৈতিক দিবস আছে-যার জন্য আমরা সবসময় চিন্তা ও লিখালিখি করি-অনেক সময় অজান্তেই দিবস কেন জানি ভেতরে ঢুকে যায়। এটা আসলে স্বত:র্স্ফূত ব্যাপার।
মায়ের জন্য হৃদয় নিঃশেষিত শব্দগুলো প্রাণ ছুঁয়ে গেল
মহান রব আপনাকে উত্তম প্রতিদান দিন। সুন্দর লিখাটির জন্য।
আপনি কিছু বললেন না যে লেখার মোটিভ নিয়ে?
জাযাকাল্লাহ খায়ের!.. ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন