আর কোন তরিকা নাই..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৬ মে, ২০১৬, ০৯:০৯:২৪ রাত
আমি তো কতবার, কতভাবে সবাইকে বলেছি
আমি ঈমানদার নই, কিন্তু বেঈমানও নই, ভণ্ড নই!
আমি ধর্মের লেবাস পরে অধর্মের কাজও করিনা।
আমি ধর্মের নামে নতুন নতুন রসম রেওয়াজ উদ্ভাবন করে
মানুষকে বিভ্রান্তও করি না-মানুষের কাছে ভিক্ষার থলি নিয়ে
দ্বারে দ্বারে শয়তানরূপ বেশ ধারণ করি না!
একাকী বেগানা নারী পেয়েও লোভাতুর হই না।
হক মওলা বলে, তোর ক্ষতি হবে-তোর পরিবারের সর্বনাশ বলে
প্রতারণার জাল ফেলে মাছ শিকার করি না।
-----
আমি খাজা বাবার নাম ভাঙিয়ে, বড় পীরের গোর বানিয়ে
বছর বছর ওরশের নামে মদ-জুয়ার আসর বসিয়ে
কোন বনি আদমকে বলিনা, লালসালু কাপড়ে ঢেকে দাও।
সিজদা দাও, কবুল হবে তোমার মনোবাসনা।
এসো আমি তোমাকে মুক্তি দেব।
আমার ঈমান বলে, তুমি মুক্তি দেওয়ার কে?
তুমি সাহায্য করার কে?
তুমি ফরিয়াদ শোনার কে?
জগতের মালিক তাহলে আছে কি জন্যে!
তিনি কি সকল ক্ষমতার উৎস এবং সর্বশক্তিমান নন?
-----
মানুষের মুক্তির পথ, হেদায়েতের পথ
নবী-রাসূল-সালেহীনের দেখানো পথে হতে হবে।
আর কোন তরিকা নাই-একটাই তরিকা
নবী মুহাম্মদের (স) তরিকা-যারা নিত্য নতুন তরিকার কথা বলে
মানুষের ঈমান ধ্বংসের খেলায় মেতেছে
ধ্বংস হোক তার হস্ত সমূহ-আবু লাহাবের মতো।
যারা নবীর নামে কুৎসা রটায়, ব্যঙ্গ চিত্র বানায়
যারা তার প্রতিবাদ করে না, ঘৃণা করে না
তলে তলে তাদের সাথে বড় পিরিত,
তারা কি দ্বীনের শত্রু নয়?
আমি তাদের মাঝে কোন পার্থক্য কী আছে?
আমি অতি ঈমানদার বলে নিজেকে দাবী করি না
কিন্তু ধর্মের লেবাসে যারা দ্বীনকে বিকৃত করে হ্ক্ বলে দাবী করে,
খোদাদ্রোহীদের সাথে উঠা-বসা করে, বিভেদের প্রাচীর তৈরি করে
আমি তাদের ভন্ডামীকে কোনক্রমে মেনে নিতে পারি না।
=====
বিষয়: সাহিত্য
১৪৫৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে অসাধারণ হয়েছে। ধন্যবাদ।
ইনশাল্লাহ..আবারও ধন্যবাদ।
জ্বী ভাই তরিকা একটাই। অন্য ধান্দাবাজি করে পাপ কামানো ছাড়া কোনই ফায়দা নাই।
এক কথায় ঈমানী চেতনায় উজ্জ্বীবিত ও স্বতঃস্ফূর্ত অন্তরের দৃপ্ত উচ্চারণ। লিখাটি অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
“যে ব্যক্তি কোন বিদআতকারীকে সম্মান করল, সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করল। (বায়হাকী)..
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য ও উপস্থিতির জন্য।
মন্তব্য করতে লগইন করুন