বিডি টুডে ব্লগে আজ আমার ১ বৎসর পূর্ণ হলো
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ মে, ২০১৬, ০৬:০৩:৩৩ সন্ধ্যা
বিডি টুডে ব্লগে আজ আমার ১ বৎসর পূর্ণ হলো..
-আল্হামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামীনের শাহী দুয়ারে পেশ করছি অগণিত সিজদা, যার একান্ত মেহেরবানী ব্যতীত এক বৎসর কলম চালানো সম্ভবপর হতো না।
-এরপর ধন্যবাদ জানাতে হয়, বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষকে। যাদের পূর্ণ সহযোগিতা না পেলে ব্লগে লেখা প্রকাশ করা সম্ভব হতো না।
-শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই-সেসকল ভাই ও বোনদেরকে যারা কলম যুদ্ধের অক্লান্ত সৈনিক, জাহেলিয়াতের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব অটুট রাখার লক্ষ্যে তাদের লেখনি চালিয়ে যাচ্ছেন। অথচ বিপরীত দিকে দেখি, অনেকে আছেন নির্লজ্জ পেটের জন্য বিবেক, বুদ্ধি এবং মাথাকে বিক্রি করে দেশ, জাতি ও ধর্মের বিরুদ্ধে কলম চালাচ্ছে।
-কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি সকল ব্লগারদেরকে, যারা সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে এ অধমকে নিরবচ্ছিন্ন ভাবে সাপোর্ট দিয়েছেন।
-তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার সাদামাটা লেখায় মন্তব্য করার সুযোগ পাননি। ভবিষ্যতে তাদের সহযোগিতা ও সহমর্মিতা পাওয়ার আশা ব্যক্ত করছি।
*****
আমার সংক্ষিপ্ত ব্লগ পরিসংখ্যান :
পোস্ট করেছি : ১৪৫টি
মন্তব্য করেছি : ১৯৭৭টি
উত্তর দিয়েছি : ১৪০৩টি
ব্লগ পঠিত হয়েছে : ৩৩,৭২৫ বার
ব্লগে আছি : ১২ মাস বা ১ বৎসর।
*****
সবার কাছে একান্ত আবেদন জানাই-আমি আসলে ব্লগের “ব”ও বুঝি না! পরিসংখ্যানই তার সাক্ষী। বলতে পারেন একজন কলাম লেখকই আমার পরিচয়। স্থানীয়, জাতীয় এবং বিভিন্ন ম্যাগাজিনে বেশ লেখালেখি করেছি। কবিতা লেখাও এক প্রকার শখ। পরিচিত ব্লগবন্ধুদের “নাছোড় বান্দা” অবস্থান এবং সহযোগিতায় ব্লগে পদার্পণ। তাই ব্লগের লেখালেখির ব্যাপারে উদার চিত্তে যেকোন পরামর্শ এবং সহযোগিতা সবসময়-ই চাই।
---------
পরম করুণাময়ের কাছে দু’হাত তুলে মুনাজাত করছি, সকল ব্লগার ভাই ও বোনদের যাতে হায়াতে তৈয়্যেবা দান করেন। সকলের লেখনিকে কবুল এবং শক্তি আরো বৃদ্ধি করে দিন। সকলের পরিবারের সর্বাঙ্গীন সুখ, শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। কাল-কিয়ামাতের ময়দানে আমাদের পরস্পরের ভালবাসার প্রতিদানস্বরূপ “আরশের ছায়ায়” স্থান দিন। (কারণ এখানে কোন স্বার্থ জড়িত নেই। একে অপরকে ভ্রাতৃত্ববোধের কারণেই ভালবাসি এবং শ্রদ্ধা করি)
সবাইকে সালাম ও মোবারকবাদ জানিয়ে লেখার ইতি টানছি। আল্লাহ হাফেজ।
*******
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
১ বছরে অনেক সুন্দর ও শিক্ষনীয় অনেক লিখা আমাদের উপহার দিয়েছেন । তার জন্য জাজাকাল্লাহ খায়ের !
আল্লাহ আপনার নেক হায়াত ও আপনার লিখায় বারাকাহ দান করুন যাতে আমরা আপনার কাছ থেকে আরো ভাল ভাল লিখা পেতে পারি ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আপনার দোয়া আমাদের মনিব কবুল করুন। আমিন। সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন।
আসলে ভাই বাৎসরিক শুভেচ্ছা জানানো যেমন আনন্দের, তেমনি জীবন থেকে একটি বছর চলে যাওয়া বেদনার।
বাকি হায়াতটুকু যেন আমরা মহান আল্লাহর আনুগত্যে কাটাতে পারি। এটাই কামনা করছি।
জাযাকাল্লাহ খাইর
দোয়া করি, জাযাকাল্লাহ..
যাক! আমিও শুধু দুয়া করলাম আপনার ব্লগ ও লিখার ক্ষমতা আল্লাহতায়ালা বৃদ্ধি করে দিন।
আমার কি ডায়াবেটিস নাকি????
ব্লগার শব্দের ব বুঝেন না! কোপানি খাইলে ঠিকই বুঝে নিতেন!
আপনারা ভাই বিশাল মাপের লেখক। আপনাদের জুড়ি নাই নাই নাই নাই নাই! ব্লগার, সাহিত্যিক, কবি, বিয়াতি, প্রতিবাদী, কত কি উপাধি। এর একটাও কি আমার কপালে জুটেছে? জুটেনাই! তাহলে কথা এইটাই, আপনিই আসল ব্লগার।
আমার জন্যই লেখাটাকে ছট করে ফেললেন!!!!
ফুলেল শুভেচ্ছান্তে শুভেচ্ছা।
সফল ও সমৃদ্ধ একটি বর্ষপূর্তির ফুলেল শুভেচ্ছা......
সুস্থ ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন