অমঙ্গলের প্রতীক Skull Skull Skull.।

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ এপ্রিল, ২০১৬, ০৮:১৭:০১ রাত



চোর-ডাকাত, চোরাকারবারী, ত্রাস সমাজের কীট

সুদখোর-মদখোর-ছিনতাইকারী নিকৃষ্ট জীব।

হেরোইন, গাঁজা, ইয়াবা, পতিতালয় নষ্ট চক্র

শয়তানী রসম-রেওয়াজ, নকলবাজ হৃদয় বক্র।

বদমাইশ, ভন্ড, দালাল ভিনদেশি চর প্যাদানি,

ধর্মাপরাধী, দ্বীন বিরোধী ছদ্মবেশী কাদিয়ানী।

করে হিংসা-বিদ্বেষ, বহি:শক্তির চর নাদান গং

দিনকে রাত বানাতে ওস্তাদ খবরে মেখে রং।

---------

লালাসক্ত জিভ ভয়ানক প্রবল জগদ্দল পাথর

শুধু চায়, লুটে পুটে খায়, বেশরম-বেশ্যা ইতর।

অপসংস্কৃতির সয়লাব বয়ে যায়, সংস্কৃতির নামে

আকাম-কুকামে পরিচয় দেয়, ডানে নয় বামে।

জঘন্য কারবারী তোদের তরে শত লক্ষ ধিক,

অমানুষ দানব ধ্বংস মানবতা অমঙ্গলের প্রতীক।

(বি.দ্র : লেখা ও ছবির সাথে মিল না খুঁজলে কৃতার্থ হবো)

=====

বিষয়: সাহিত্য

১১৬৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366323
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:২৪
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ বয়ান সঠিক Happy
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
304002
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব।
366325
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মঙ্গল প্রদিপ জ্বালান!!
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৩
304003
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জন্ম থেকে জ্বলছে যে!
366334
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৬
আবু জান্নাত লিখেছেন : জাতকি কবি মনে হচ্ছে। সঠিক কথাই লিখেছেন। ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৪
304004
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি? ধন্যবাদ।
366346
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিছুই বুঝিনাই।

কে আছ জোয়ান
হও আগুয়ান
কবিতা খানি মোরে
বুঝাই দিয়া যান
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৮
304005
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : না মানে মঙ্গলযাত্রায় শামিল না হলে সবাই অমঙ্গলের যাত্রী। ওরা ছাড়া আমরা যে জাতির জন্য বোঝা!
366357
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৯
আফরা লিখেছেন : খুব কঠিন লাগল ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৮
304007
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাস্তবতা যে আরো কঠিন..! কথায় বলে-কঠিনেরে ভালবাসিলাম। রবীন্দ্রনাথ বলেছেন-
"সহজ করে লিখতে আমায় কহ যে,
সহজ করে যায় লিখা সহজে?"
ঠিক আছে। আপনার জন্য সহজ কবিতা পোস্ট করবো।
366363
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:০৩
শেখের পোলা লিখেছেন : আপাততঃ আমিই কৃতার্থ হলামম৷ ধন্যবাদ৷
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৯
304008
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কিভাবে শেখ ভাই?
366369
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:১৪
সন্ধাতারা লিখেছেন : Salam. Beautiful realisation n presentation. Jajakallahu khair.
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০১
304009
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। যেখানে থাকুন সুস্থ ও নিরাপদে থাকুন। দোয়া করবেন।
366389
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২১
হতভাগা লিখেছেন : আমেরিকান প্রতীকগুলোকে কি মঙ্গলের প্রতীক হিসেবে চিত্রিত করতে চেয়েছেন ?
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০২
304010
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : না, বড় ভাই-আসলে মাথায় কোন ছবির কথা কাজ করছিল না, দিয়ে দিলাম। এজন্য তো বিশেষ দ্রষ্টব্য দিয়েছি।
366421
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দারুন কবিতা, ধন্যবাদ আপনাকে
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৩
304011
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
304038
শেখের পোলা লিখেছেন : এ ভাবে," (বি.দ্র : লেখা ও ছবির সাথে মিল না খুঁজলে কৃতার্থ হবো)"
১০
366515
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : কবিতার মাধ্যমে বাস্তবতা উঠে এসেছে। চমৎকার!
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১০
304128
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন লোকমান ভাই।
১১
366574
২১ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : চরম বাস্তবতা।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১০
304129
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১২
366724
২২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

গালিগালাজ করা ভালো কাজ নয়- যদিও ওরা সেসবের উপযুক্ত!

২৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৬
304316
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম,ধন্যবাদ
১৩
367052
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব ভাল
অনেক ধন্যবাদ
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
304575
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৪
369719
২১ মে ২০১৬ দুপুর ০১:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর কবিতা। Happy
২২ মে ২০১৬ দুপুর ০১:৫৮
306885
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ-আপনার বেশি বেশি উপস্থিতি কামনা করছি..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File