সিনিয়র-দক্ষ-অভিজ্ঞ ব্লগারদের কাছে খোলা চিঠি..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ এপ্রিল, ২০১৬, ০১:৪৬:৩৪ দুপুর
আসুন নতুন কলম যোদ্ধা তৈরি করি:
আস্ সালামু আলাইকুম,
সম্মাণিত সিনিয়র ব্লগার ভাই ও বোনেরা।
এটাকে ঠিক খোলা চিঠি নয়, একজন জুনিয়র ব্লগারের অনুরোধ বা আহ্বান বলা যেতে পারে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিডি টুডে ব্লগে আমার আগমন আর ক'দিন হলে এক বৎসর পূর্ণ হবে। ব্লগে পদাপর্ণ "চাটিগাঁ থেকে বাহার" ভাইয়ের মাধ্যমে, ব্লগে কলম যোদ্ধা বৃদ্ধি করার অভিপ্রায়ে এটা করেছেন-যা খুবই প্রশংসনীয়। সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। সেই স্কুল লাইফ থেকে লেখালিখি করি। এই পর্যন্ত সম্পাদনাসহ ১৬টি বই প্রকাশিত হয়েছে আমার। প্রথম বই প্রকাশিত হয় ২০০২ সালে। যাক, সেদিকে যাচ্ছি না। এই এক বৎসরে ব্লগের প্রতি আমাদের অনেকের অনুযোগ-অভিযোগ ছিল এবং আছে। ভবিষ্যতেও থাকবে-যা বলার দরকার নেই। আমি দেখলাম আমার পরে খুব বেশি ব্লগাররা একাউন্ট খুলেন নি, একেবারে নিতান্ত হাতে গোনা তাও। অনেকে আবার নিষ্ক্রিয়, অনেকে আছেন ফরমায়েমীভাবে। অন্যান্য ব্লগ সাইটের কথা এখানে বলার অবকাশ রাখে না। কিন্তু ব্লগার সংখ্যা তাদের সাইটে ঠিকই বৃদ্ধি পাচ্ছে। নানা বাধার কারণে ব্লগ সঠিকভাবে চালাতে বা পরিচালনা করতে পারছেন না ব্লগ কর্তৃপক্ষ। এর কারণও আমাদের অজানা নয়। এই ব্লগটি আছে এক প্রকার খড়গের উপর। বারবার ডোমেইন পরিবর্তন করে টিকে আছে। আল্ হামদুলিল্লাহ! এত কিছুর পরও মহান আল্লাহ দুয়ারে শোকরিয়া, তিনি দয়াপরবশ হয়ে ব্লগটি সচল রেখেছেন।
যে কারণে কলম ধরেছি তা হল এই : যারা সিনিয়র ব্লগার আছেন তারা যদি নতুন নতুন ব্লগার তৈরি করি তাহলে সবার জন্য কল্যাণ হবে, কলম যোদ্ধা বাড়বে। সত্য ও সুন্দরের পক্ষের লোক বাড়ানো আজ সময়ের দাবী। ফেসবুকে ভাল লেখেন এমন অনেককে আমরা চিনি, জানি। তাদের থেকে বাছাই করে যারা ভাল লেখা পোস্ট করেন, ব্লগে প্রয়োজনে তাদের আইডি খুলে উৎসাহ দিই, সহযোগিতার হাত বাড়াই। প্রতিজনে যদি ২ জনকে আইডি খুলে দিতে পারি তাহলে ব্লগটি আরো জমজমাট, সক্রিয় এবং গতিশীল হবে। আমরা আরো বেশি আনন্দের সাথে লেখালিখি করতে পারব। মনের ভাব শেয়ার করতে পারব। আদর্শের লোক সংখ্যা বৃদ্ধি পাবে-এর ইতিবাচক প্রভাবও লেখার জগৎসহ সকল ক্ষেত্রে পড়বে।
ছোট অথচ গুরুত্বপূর্ণ এই আহ্ববানটি বিবেচনা করার জন্য সিনিয়র ব্লগারদের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ।
নিবেদক-
এক অধম গুনাহগার আল্লাহর বান্দা
-----------------------------------------------------------------
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ে করলে মনে হয় সিনিয়র হওয়া যায়, আমার এখনো তা করা হয়নি!
আপনার এই আহবান রাখতে তো টাকা লাগবেনা। আশা করব সিনিয়র ব্লগাররা সে আহবান রাখবেন।
অনেকেই ব্লগে আইডি খুলে, কিন্তু নানান জটিলতার কারণে আর এ মুখো হতে চায়না।
আমি অসংখ্য লোককে আইডি খুলে দিয়েছি, মাগার তাদের অধিকাংশই ব্লগে আসেন না অথবা আসতে পারেন না। কেন, তা কারও অজানা নয়।
ঈদ স্মৃতি নিয়ে এই ব্লগেই আমার একখান লেখা আছে। দিয়া দিমুনি
আমার মত হলঃ ভিন্নমতাদর্শের লোকদের সরাসরি আঘাত না দিয়ে নির্দিষ্ট পয়েন্ট নিয়ে দরদের সাথে কমেন্ডিং করলে ভালো হয়।
ভিন্ন মতের মানুষকে ছুড়ে না ফেলে, বাহবা দিয়ে আপন করে নেয়া বেশি প্রয়োজন। সময় সাপেক্ষে প্রয়োজন মত বুঝানো যেতে পারে।
এতে করে যেমন নতুনরা সাহস হারাবে না। ভেঙ্গেও পড়বে না, বরং উৎসাহিত হবে।
ছদ্মনামে ব্লগিং করি বলে কাউকেও বলিও না ব্লগার হতে।
একেক জনের একেক রকমের মানসিকতা থাকবে । ব্লগে ব্লগার আসা ব্লগের জন্য ভালই । তবে তারা যেন দুষ্টু পোলা বা জুলিয়া রবার্টদের মত না হয় ।
আমি জানিনা আমি জুনিয়ার না সিনিয়ার
তবে অবশ্বই পরামর্শ দেই এবং ভবিষ্যতেও দিব
ধন্যবাদ
যখন তোমার ফেইসবুক ছিলনা
তখন ছিলাম আমি,
এখনযে তোমার ফেইসবুক হয়েছে
পর হয়েছি আমি।
-ব্লগ
্িাআপনার পরামর্শ খুবই সময়োপযোগী।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ....
মন্তব্য করতে লগইন করুন