ইদানীং ঈদ সংখ্যা-২০১৬ এর জন্য লেখা আহ্বান..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ এপ্রিল, ২০১৬, ০২:৪২:৫০ দুপুর
ঈদ সংখ্যা-২০১৬এর জন্য লেখা আহ্বান :
-------------------------------------------
সুপ্রিয় লেখক ও ব্লগারবৃন্দ,
আস্ সালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় এবং লেখক-পাঠক নন্দিত ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত “ইদানীং” লিটল ম্যাগের ঈদ সংখ্যা-২০১৬ বর্ধিত কলেবরে প্রকাশিত হতে যাচ্ছে। সময় আর বেশি দিন নেই। কাজেই হাতে কলম নিয়ে বসে পড়ুন। আপনার প্রিয় লেখাটি আজই নিচের ই-মেইল আইডিতে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
লেখার বিষয় : ঈদ স্মৃতিচারণ, কবিতা, ছড়া, ছোট গল্প, ধারাবাহিক গল্প, রম্য, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী ও বই আলোচনা ইত্যাদি।
লেখা পাঠানোর শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০১৬।
[লেখা আকার যত সম্ভব ছোট হয় তত আমাদের জন্য ভাল হবে]
নিবেদক-
সম্পাদক
ইদানীং লিটল ম্যাগ।
e-mail :
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরেও চেষ্টা করে দেখব ভিতর থেকে কিছু বাইর হয় কিনা
১৪দিন বাকি ]
"(!)" এতটুকু হলে চলবে তো??
অল্প একটু বড় হতেও পারে.
ভাল পদক্ষেপ গুণী ভাইয়া।
আর লেখকদের ২ কপি করে সৌজন্য দিয়ে এসেছি। আগামীতেও দেব। ইনশাল্লাহ।
চেষ্টা করব
মন্তব্য করতে লগইন করুন