প্রেমের সৌধ .......
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ এপ্রিল, ২০১৬, ০৯:৩০:১৮ রাত
যুবতীর রূপের আগুনে ঝলসে গেছে যুবকের বুক
সেই থেকে যুবকের মনে চলে সীমাহীন দুঃখ!
মার্কেট, শপিংএ সবখানে প্রেমের পসরা সাজাও
শিকার করতে কেন তোমরা নানা বাদ্য বাজাও?
----
এত উগ্র সাজ গোছ ডোন্ট কেয়ার টাইপ চলা
ময় মুরব্বীর নিষেধ মানো না, করো অবহেলা।
মুরব্বীদের কথা সত্য হয় সবই তোমরা খোয়ালে
তাদের কথা পুরনো হলেও যায় না তা বিফলে।
----
রূপের ভেলকি দিয়ে যুবকের ঘুম নষ্ট করো না,
নিজেকে ধ্বংস করতে শয়তানের পাল্লায় পরো না।
জ্ঞান, চরিত্র, বিদ্যা-বুদ্ধির জোরে দুনিয়া করো জয়
সচ্চরিত্র গঠন করো, করো না নিজের অবক্ষয়।
-----
রূপ সে তো দু’ দিনের তরে, হয়ে যাবে ফিকে
যৌবনের ভাটা, ক’দিন পর আফসোস, আক্ষেপে।
তোমার কীর্তি অমর হবে, দেখো মেয়েটি কত ভালো
ছলনা নয়, ভালবাসা দিয়ে জগৎ করো আলো!
----
শিকার ধরে স্বার্থ ফুরালে সরে পড়ো ধীরে ধীরে
কত স্বপ্ন সাধ রচনা করে তারা তোমাদের ঘিরে।
তোমাদের ছলনায় কত পুরুষের হয়েছে সর্বনাশ,
প্রতিশোধ মত্ত হয়ে তারা করছে এসিড সন্ত্রাস!
----
কখনো দেখি প্রেমে ব্যর্থ হয়ে করো আত্মহত্যা,
বিপদে ফেলে হেসে উঠে শয়তানের প্রেতাত্মা।
ভালবাসা শেখো, ভালবাসতে শেখো, হে সুন্দরীতমা
তোমার জীবনেও কখনো ভালবাসার অভাব হবে না।
----
সুন্দর সমাজ গড়ে হলে আলোকিত নারী চাই
যেদিকে সুন্দর, এসো সেদিকে কদম বাড়াই।
রূপ নয় শুধু, গুণও যে চাই হে প্রিয়ংবদা নারী
চরিত্র মাধুর্য দিয়ে এসো প্রেমের সৌধ গড়ি।
(কবিতাটির সাথে বাস্তবতার কোন মিল নেই-মিলে গেলে দু:খিত হওয়া ছাড়া আর কোন গত্যন্তর নেই!)
"হৃদয় গোলাপের পাপড়িগুলো "কাব্যগ্রন্থ থেকে(২০১৬)
বিষয়: সাহিত্য
১১৮৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেমের বুঝি??
আচ্ছা প্রিয়, এখন তো আপনার ভাটা চলছে, যখন তাগড়া জোয়ান ছিলেন,তখন কি ইয়ে টিয় ...মানে কিছু করেন নাই?
আচ্ছা, কত পুরুষ যে ছলনার আগুনে পুড়েছে, সেই ছ্যাঁকা খাওয়াদের দলে প্রিয় ছিলেন নাতো?
মন্তব্য করতে লগইন করুন