প্রিয় স্বাধীনতা Rose Good Luck Rose Good Luck Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৫ মার্চ, ২০১৬, ১২:৩৮:৩০ দুপুর



রক্ত দিয়ে কিনেছি মাগো তোমার স্বাধীনতা

লক্ষ্য আজও হয়নি পূরণ তাই তো মনে ব্যথা

তোমার জন্য দিয়েছিলো

রক্তে আগুন লেগেছিলো

বাংলা মায়ের দামাল ছেলে দিয়েছিলো ঝাঁপ

পালিয়েছিলো পাকসেনারা বিষাক্ত সেই সাপ।

..................

কান্দে কেন সাহেব আলী পায় না দু’মুঠো খেতে

হারিয়ে দু’পা জীবন তরী চলছে কোন মতে

দু’ বেলা অন্ন জোটে না

ঝরে পড়ে অশ্রুকণা

রক্ত দিয়ে কেনার দাম পায়নি আজও জনগণ

কেন তবে লড়েছিলো হাতে নিয়ে মেশিনগান।

.................

নেই তো এখন পাকসেনারা আজও ঝরে রক্ত

গুলিতে মরে স্বাধীন মানুষ স্বাধীনতার পরম ভক্ত

একাত্তরের কালো রাতে

লাশ ভাসতো ডোবা-ক্ষেতে

সেই সে রাতের কথা যখন মনের কোণে হয় স্মরণ

কেন আজও বন্ধ হয়নি সেই নির্মম নির্যাতন!

...............

শপথ নিলো তোমার ছেলে স্বাধীনতা রাখবো

সোনার স্বদেশ গড়বো মোরা মিলে মিশে থাকবো

হবে না কোন বিভেদ

মুছে যাবে সব বিবাদ

আগুনঝরা সেদিনগুলি নিভিয়ে সোনালী সুদিন

শোধতে হবে লাখো শহীদের রক্তমাখা ঋণ।

#######

বিষয়: সাহিত্য

১৪০৯ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363582
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাধিনতা দিয়া এখন পানি খান!
২৮ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৬
301807
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস সালামু আলাইকুম। কেমন আছেন?
363583
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি দেখার কথা দেখছি কি
কি বলার কথা কি বলছি
৪৫ বছর পেরিয়েও আমি
স্বাধীনতাকে খুঁজছি
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২১
301810
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হ্যাঁ। পুরোটাই আপনাকে উপহার দেয়া গেল।

তিরিশ বছর
-হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?

স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?

স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?

স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?

স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?

স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?

স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?

স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?

স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?

স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?

স্বাধীনতা কি মতা হরণে চলে বন্দুক যুদ্ধ?

স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?

স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,

আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?

আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?

আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।

হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?

স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?

স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?

স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?

স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?

স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?

স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?

স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?

স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?

স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?

স্বাধীনতা কি মতা হরণে চলে বন্দুক যুদ্ধ?

স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?

স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।



আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,

আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?

আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?

আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?

কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।

২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৮
301821
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসলেই একজন দেশপ্রেমিক গুণী শিল্পি। আপনাকে অনেক ধন্যবাদ
363587
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
স্বাধীনতা একটি বায়বীয় পদার্থ৷ ধরা ছোঁয়া যায়না, তাই কেউ তারে পায়না৷ যদি থাকে ইনসাফ, তাহলেই সব সাফ৷
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৩
301811
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ শেখ সাহেব, অসাধারণ মতামতের জন্য।
363616
২৫ মার্চ ২০১৬ রাত ১১:২১
সন্ধাতারা লিখেছেন : Salam. Freedom?? Victory! ......
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৩
301812
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : walaikum salam..thanks many many..
363618
২৫ মার্চ ২০১৬ রাত ১১:৩২
আফরা লিখেছেন : শেখের পোলা চাচাজান লিখেছেন : ধন্যবাদ৷
স্বাধীনতা একটি বায়বীয় পদার্থ৷ ধরা ছোঁয়া যায়না, তাই কেউ তারে পায়না৷ যদি থাকে ইনসাফ, তাহলেই সব সাফ৷
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৫
301814
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, চাচাজানের কন্ঠকে উচ্চকিত করার জন্য।
363641
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আজ দুপুরের আগেই মুক্তিযুদ্ধ বিষয়ক একটা লেখা পোস্ট করুন না প্লিজ! পুরনো হলেও অসুবিধা নেই
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৬
301619
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৬
301815
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সরি ভাইয়া সময়মত সাড়া দিতে না পারার জন্য। ব্যস্ত ছিলাম, ব্লগে বসতে পারিন।
363658
২৬ মার্চ ২০১৬ সকাল ১১:৩৬
আবু জান্নাত লিখেছেন : স্বাধীণতা এখন কিছু স্বার্থান্বেষি মহলের চেতনা মাত্র।
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:৩১
301816
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্বাধীনতার ব্যাখ্যা যে যার মত দিচ্ছে,
যে যেভাবে পারছে সুবিধা নিচ্ছে।
-ধন্যবাদ।
363665
২৬ মার্চ ২০১৬ দুপুর ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ ভাই। সঠিক বলেছেন
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:৩১
301817
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
363761
২৭ মার্চ ২০১৬ সকাল ০৯:৫৫
হতভাগা লিখেছেন : শিবিরের পোলাপানদের কাছ থেকে এরকম কবিতা বেরোচ্ছে - ভাবতে ভালই লাগে ।

আহ্‌ ! এরকম উপলব্ধি যদি ৭১ এ তাদের নেতাদের হত ! তাহলে দেশটাতে আজ এরকম আরাজকতা দেখা দিত কি ?
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৩
301818
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কী যে কন মিঞা? দেশে আপনারা শিবির ছাড়া আর কিছু দেখেন না!
২৯ মার্চ ২০১৬ সকাল ০৯:৩১
301890
হতভাগা লিখেছেন :


এটা থেকে দেশবাশীকে সতর্ক থাকতে হবে
২৯ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301891
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে বিজ্ঞজন হিসেবেই চিন্তা করেছি, এখন দেখছি তার বিপরীত। আপনি অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনেছেন। যা মোটেই কাম্য নয়।
২৯ মার্চ ২০১৬ সকাল ১০:৫৬
301892
হতভাগা লিখেছেন : ৭১ এ বিরোধীতাকারীরা যদি এসময়ে এসে উল্টো স্বপক্ষে গলাবাজি করে তখন মনে খটকা লাগে ।
কি উদ্দেশ্য হতে পারে এদের ?
২৯ মার্চ ২০১৬ সকাল ১১:০৮
301893
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ও আচ্ছা, আপনি ৭১ চ্যানেলের মালিক! বুঝছি।তা বেশ ভালো।
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৬
302239
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শিবিরের পোলাপাইনদের কারনে এতদিন আপনার আমার মা বোনরা ইজ্জত নিয়ে রাস্তাঘাটো পথে প্রান্তরে স্কুল কলেজে যেতে পারছিল
যেই তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং অন্যায় আচরন শুরু করেছে এখন দেখেন কি অবস্থা ! শুধু ধর্ষন আর ধর্ষনের সেন্চুরী সাথে সাথে জীবননাস !!!
চমতকার চেতনাবাজরা এবং দোষররা !!!!
দুমুখো সাপটা নিজের অপকর্মের কথা প্রকাশ করলেন ?
মানুষকে ধোকা বহুত দিয়েছে আওয়ামিলীগ আগামীতে প্রস্তুত থাকেন
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৩
302372
হতভাগা লিখেছেন : শিবিরের পোলাপানরা মনে হয় এতদিন গার্ড দিয়ে নিয়ে যেত মা বোনদের ?

এতদিন মাইর খাইতে খাইতে এখন এই জিনিস চোখে আসতেছে ?
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৩
302373
হতভাগা লিখেছেন : শিবিরের পোলাপানরা মনে হয় এতদিন গার্ড দিয়ে নিয়ে যেত মা বোনদের ?

এতদিন মাইর খাইতে খাইতে এখন এই জিনিস চোখে আসতেছে ?
১০
363847
২৭ মার্চ ২০১৬ রাত ১০:০২
আবু তাহের মিয়াজী লিখেছেন : জাজাকাল্লাহ ভাইজান
২৮ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৩
301819
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, আবু তাহের ভাই। প্রবাস জীবনে নিরাপদে ও সুস্থ থাকুন।
১১
364189
৩০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলার স্বাধীনতা আজ ভারতের কাটাতারে ঝুলছে। ধন্যবাদ আপনাকে
৩০ মার্চ ২০১৬ রাত ০৮:১৩
302084
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অরক্ষিত স্বাধীনতাই যে পরাধীনতা!ধন্যবাদ আপনাকে।
১২
364378
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২২
302241
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File