প্রিয় স্বাধীনতা
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৫ মার্চ, ২০১৬, ১২:৩৮:৩০ দুপুর
রক্ত দিয়ে কিনেছি মাগো তোমার স্বাধীনতা
লক্ষ্য আজও হয়নি পূরণ তাই তো মনে ব্যথা
তোমার জন্য দিয়েছিলো
রক্তে আগুন লেগেছিলো
বাংলা মায়ের দামাল ছেলে দিয়েছিলো ঝাঁপ
পালিয়েছিলো পাকসেনারা বিষাক্ত সেই সাপ।
..................
কান্দে কেন সাহেব আলী পায় না দু’মুঠো খেতে
হারিয়ে দু’পা জীবন তরী চলছে কোন মতে
দু’ বেলা অন্ন জোটে না
ঝরে পড়ে অশ্রুকণা
রক্ত দিয়ে কেনার দাম পায়নি আজও জনগণ
কেন তবে লড়েছিলো হাতে নিয়ে মেশিনগান।
.................
নেই তো এখন পাকসেনারা আজও ঝরে রক্ত
গুলিতে মরে স্বাধীন মানুষ স্বাধীনতার পরম ভক্ত
একাত্তরের কালো রাতে
লাশ ভাসতো ডোবা-ক্ষেতে
সেই সে রাতের কথা যখন মনের কোণে হয় স্মরণ
কেন আজও বন্ধ হয়নি সেই নির্মম নির্যাতন!
...............
শপথ নিলো তোমার ছেলে স্বাধীনতা রাখবো
সোনার স্বদেশ গড়বো মোরা মিলে মিশে থাকবো
হবে না কোন বিভেদ
মুছে যাবে সব বিবাদ
আগুনঝরা সেদিনগুলি নিভিয়ে সোনালী সুদিন
শোধতে হবে লাখো শহীদের রক্তমাখা ঋণ।
#######
বিষয়: সাহিত্য
১৪২৩ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি বলার কথা কি বলছি
৪৫ বছর পেরিয়েও আমি
স্বাধীনতাকে খুঁজছি
তিরিশ বছর
-হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি মতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।
হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি মতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি-
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।
স্বাধীনতা একটি বায়বীয় পদার্থ৷ ধরা ছোঁয়া যায়না, তাই কেউ তারে পায়না৷ যদি থাকে ইনসাফ, তাহলেই সব সাফ৷
স্বাধীনতা একটি বায়বীয় পদার্থ৷ ধরা ছোঁয়া যায়না, তাই কেউ তারে পায়না৷ যদি থাকে ইনসাফ, তাহলেই সব সাফ৷
যে যেভাবে পারছে সুবিধা নিচ্ছে।
-ধন্যবাদ।
আহ্ ! এরকম উপলব্ধি যদি ৭১ এ তাদের নেতাদের হত ! তাহলে দেশটাতে আজ এরকম আরাজকতা দেখা দিত কি ?
এটা থেকে দেশবাশীকে সতর্ক থাকতে হবে
কি উদ্দেশ্য হতে পারে এদের ?
যেই তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং অন্যায় আচরন শুরু করেছে এখন দেখেন কি অবস্থা ! শুধু ধর্ষন আর ধর্ষনের সেন্চুরী সাথে সাথে জীবননাস !!!
চমতকার চেতনাবাজরা এবং দোষররা !!!!
দুমুখো সাপটা নিজের অপকর্মের কথা প্রকাশ করলেন ?
মানুষকে ধোকা বহুত দিয়েছে আওয়ামিলীগ আগামীতে প্রস্তুত থাকেন
এতদিন মাইর খাইতে খাইতে এখন এই জিনিস চোখে আসতেছে ?
এতদিন মাইর খাইতে খাইতে এখন এই জিনিস চোখে আসতেছে ?
মন্তব্য করতে লগইন করুন