প্রেমের নগ্ন কাঙালপনার দিকে
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৫ মার্চ, ২০১৬, ০৯:০৯:০৮ রাত
ঠিক এইখানে, কোনকালে কেউ একজন দাঁড়িয়েছিল
কারো জন্যে, নীরব বদনে অপেক্ষমান ছিল।
হাতে ফুল ছিল না
অপেক্ষায় ক্লান্তি ছিল না, অনেকক্ষণ।
এক ঘন্টা, দুই ঘন্টা.. তার চেয়েও বেশি। সে আসে না
মনের ভুলে নাকি অন্য কোন কারণে।
দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিল
সেলফোনে মেয়েটি, কান্না জড়িত কন্ঠ।
সর্বনাশা প্রেমের বাঁধ উপছানো তীব্রতায়
জড়িয়ে ছেলে-বুড়ো, কিশোর-তরুণী সবাই।
প্রগতির না অধগতির হাওয়া!
ফোনটা কানের কাছে, ছাড়ার কোন লক্ষণ নেই
দিন বা রাতে, চব্বিশ ঘন্টা না, অবশ্য আরো কম।
যদি বলি দিন বদলে গেছে, আসলে দিন না
মানুষ বদলে গেছে, যান্ত্রিক হয়ে গেছে।
হাওয়ায় হাওয়ায় মাতাল হয়ে গেছে
উতলা মন, প্রেম-পিরিতির সংজ্ঞাও বদলে গেছে।
দেহসংযোগ-সর্বস্ব, মনের চেয়েও দৈহিক মনোযোগ অত্যধিক,
এ কি প্রেম না ক্ষণিকের আকর্ষণ-উত্তেজনা!
শুনেছি, মানুষ প্রেমের দুর্নিবার আকষর্ণে
অনেক সময় ঘর ছাড়া হয়?
ভুলে প্রাণের স্বামী, ছেলে সন্তান সবই।
এ কেমন প্রেম? নাকি লালসা বৃত্তি?
পরকীয়ার কারণে? পরনারীর আকর্ষণে
কত সংসারে আজ লেলিহান অনল।
দেহসর্বস্ব প্রেম মানুষকে পশুর স্তরে নামাচ্ছে
মানব-মানবী ভুলে তাদের আসল পরিচয়
তাবৎ সৃষ্টির সেরা হিসাবে তাদের করণীয় ভুলে গেছে।
দু’দিনের এ নশ্বর পৃথিবীতে
প্রেমের নামে আর কত প্রতারণার শিকার হবে তারা।
কত শক্তি, সময়, অর্থ-বিত্ত নষ্ট হচ্ছে
তার হিসাব যদি মানুষ করত,
দায়িত্ববোধ, নৈতিকতাবোধ জাগ্রত হত
পরিণতির চিন্তা একটিবার মনে করত
তাহলে কি আর এমন পথ মাড়াত?
দুনিয়ার জীবন সামান্য ক’দিনের
স্রষ্টার কথা, জবাবদিহিতার কথা স্মরণ করলে
তার অপরাধ বৃত্তি রোধ হত!
পরকালীন জীবনের সন্ধান যে পেয়েছে
সেই পেয়েছে সঠিক পথের দিশা।
দুনিয়ার এইসব তথাকথিত প্রেমের নগ্ন কাঙালপনার দিকে
তার দৌড়ান সাজে না।
[কাব্যগ্রন্থ : "হৃদয় গোলাপের পাপড়িগুলো" থেকে]
@@@@@
বিষয়: সাহিত্য
১১৫৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্যায় কাজে টাকা পয়সা খরচ হিসেব করে হয়না বা হিসেব করলে চলেনা। হিসেব চলে যত ভালো কাজে।
যাই হোক, কবি সাহেব চমৎকার লিখেছেন। আমি এখনো একটা স্থায়ী ঠিকানায় যেতে পারলাম না, আর আপনার সোউজন্য কপিটাও পেলাম না।
যে পরকালের খোঁজ পেয়েছে, তার এইসব অন্তসারশূণ্য কাজে দৌড়ানো মানায় না। সহমত কবি সাহেব
সেই পেয়েছে সঠিক পথের দিশা
গাফেলে পড়ে আছি ভাই পরকালের নেশায় এখনো ধরেনি। আমি এক পাপি বান্দা।
মন্তব্য করতে লগইন করুন