আমাদের শিশু
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৫ মার্চ, ২০১৬, ১০:০৯:৪৫ রাত
শিশুর প্রতি সহিংসতা,
ভুলুন্ঠিত মানবতা,
কিসের জন্য করো
নিজ সন্তান হত্যা?
নেই কিরে তোর
সৃষ্টিকর্তাকে ডর,
আমৃতু্্য জ্বলতে হবে
আগুনের ভিতর।
আমাদের শিশু ওরা
একটু বাঁচতে চায়,
মাতৃস্নেহে লালিত হোক
নিবিড় মমতায়।
একদিন বড় হয়ে
রাখবে সবার মান
যমদুত হয়ে তাদের
নিও নাকো জান।
*****
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিন্দি সিরিয়ালের আশীর্বাদে
সুদিন এখন পরকীয়ার
সন্তান মেরে নিচ্ছে প্রতিশোধ
স্ত্রীর নয়তো স্বামীর!!
মাতা যদি শত্রুহয়
কি করি উপায়,
দুনিয়া যতই এগোক
মানবতার হল পরাজয়৷
হিন্দি সিরিয়ালের আশীর্বাদে
সুদিন এখন পরকীয়ার
সন্তান মেরে নিচ্ছে প্রতিশোধ
স্ত্রীর নয়তো স্বামীর। একমত।
এখন সপ্তাহে দু একটা মা তাদের সন্তাদেরকে হত্যা করছে তখন প্রতিদিন কয়েকটা হত্যার ম্বিকার হবে
এখনই উপযুক্ত সময় এই সকল সিরিয়াল বন্ধ করার
ধন্যবাদ
মায়ের কাছে ই যদি সন্তান নিরাপদ না থাকে , তবে আর কোথায় এর শেষ??
মন্তব্য করতে লগইন করুন