আমাদের শিশু Liar Liar

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৫ মার্চ, ২০১৬, ১০:০৯:৪৫ রাত



শিশুর প্রতি সহিংসতা,

ভুলুন্ঠিত মানবতা,

কিসের জন্য করো

নিজ সন্তান হত্যা?

নেই কিরে তোর

সৃষ্টিকর্তাকে ডর,

আমৃতু্্য জ্বলতে হবে

আগুনের ভিতর।

আমাদের শিশু ওরা

একটু বাঁচতে চায়,

মাতৃস্নেহে লালিত হোক

নিবিড় মমতায়।


একদিন বড় হয়ে

রাখবে সবার মান

যমদুত হয়ে তাদের

নিও নাকো জান।

*****

বিষয়: সাহিত্য

১১৮০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361530
০৫ মার্চ ২০১৬ রাত ১০:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, চমৎকার লিখেছেন। খুব সংক্ষিপ্ত অথচ যার মর্মার্থ অত্যন্ত গভীর।
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:১৬
299741
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার মন্তব্যটি আরো চমৎকার! ধন্যবাদ।
361534
০৫ মার্চ ২০১৬ রাত ১০:২৪
আহমেদ ফিরোজ লিখেছেন : .....
হিন্দি সিরিয়ালের আশীর্বাদে
সুদিন এখন পরকীয়ার
সন্তান মেরে নিচ্ছে প্রতিশোধ
স্ত্রীর নয়তো স্বামীর!!
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:১৮
299742
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসলেই হিন্দি সিরিয়াল হচ্ছে থিওরী এবং বাংলাদেশ তার প্র্যাকটিক্যাল ক্ষেত্র..ধন্যবাদ
361536
০৫ মার্চ ২০১৬ রাত ১০:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হায়রে কি দিন আইলো। নিজের মায়ের হাতেও খুন হতে হয়। ভাবতেই কলজে শুকায়ে যাইতেছে।
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২০
299743
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসলে সময় না মানুষগুলো কঠিন হয়ে যাচ্ছে দিন দিন!ধন্যবাদ..
361544
০৫ মার্চ ২০১৬ রাত ১১:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হিন্দি সিরিয়াল বন্ধ করলে সব ঠিক হয়ে যাবে
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২২
299744
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছোঁয়াচে রোগ সরতে সময় লাগবে। আর হিন্দি সিরিয়াল বন্ধ নয় আরো বেশি বেশি চলবে-সামনে যা দিন আসছে..কারণ বন্ধ করার গরজ কারো আছে? বন্ধ করার কথা বললেই অনেকের আঁতে ঘা লাগবে। অনেকের রুজি বন্ধ হয়ে যাবে।ধন্যবাদ
361547
০৫ মার্চ ২০১৬ রাত ১১:২৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২২
299745
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
361553
০৬ মার্চ ২০১৬ রাত ১২:১০
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:২২
299746
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও..
361555
০৬ মার্চ ২০১৬ রাত ১২:২৮
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ
মাতা যদি শত্রুহয়
কি করি উপায়,
দুনিয়া যতই এগোক
মানবতার হল পরাজয়৷
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৬
299749
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, অনন্য কাব্যগাঁথাটির হন্য..
361560
০৬ মার্চ ২০১৬ সকাল ০৫:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আহমেদ ফিরোজ লিখেছেন : .....
হিন্দি সিরিয়ালের আশীর্বাদে
সুদিন এখন পরকীয়ার
সন্তান মেরে নিচ্ছে প্রতিশোধ
স্ত্রীর নয়তো স্বামীর। একমত।
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৬
299750
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসলেই হিন্দি সিরিয়াল হচ্ছে থিওরী এবং বাংলাদেশ তার প্র্যাকটিক্যাল ক্ষেত্র..ধন্যবাদ..
361569
০৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৭
হতভাগা লিখেছেন : সন্তানদের হত্যা করার যুক্তি ছিল মায়ের কাছে. উনি সন্তানদেরে ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন ছিলেন বিধায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ।
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৭
299751
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনিও কি সে যুক্তির সমর্থক?
১০
362139
১০ মার্চ ২০১৬ রাত ১১:৫৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আরো খোলামেলা চলার যত কৌশল আছে উন্মুক্ত করে দিন
এখন সপ্তাহে দু একটা মা তাদের সন্তাদেরকে হত্যা করছে তখন প্রতিদিন কয়েকটা হত্যার ম্বিকার হবে
এখনই উপযুক্ত সময় এই সকল সিরিয়াল বন্ধ করার
ধন্যবাদ
১১ মার্চ ২০১৬ বিকাল ০৫:০৩
300150
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর সন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন..
১১
362171
১১ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩১
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মায়ের কাছে ই যদি সন্তান নিরাপদ না থাকে , তবে আর কোথায় এর শেষ?? Broken Heart
১১ মার্চ ২০১৬ বিকাল ০৫:০০
300149
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। সেটাই তো প্রশ্ন! সারা জীবন আমরা জেনে এসেছি, শুনে এসেছি মায়ের কোলই সবচেয়ে নিরাপদ সন্তানের জন্য-সেটা আজ প্রশ্নবিদ্ধ?ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File