চাই করুণা তোমার অবারিত রহমত..... Thinking? Thinking? Thinking?

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৩ মার্চ, ২০১৬, ০৮:৩১:৫১ রাত



ওগো দয়াময় আল্লাহ, হে রাহমানুর রাহীম

দেখাও আমাদের তুমি সিরাতুল মোস্তাকিম।

আমরা হতে চাই তোমার বান্দা, রাসূলের উম্মত

দূর করো যতো বাধা-বিপদ, কুফরী জুলমাত।

তুমি মোদের সৃজন করেছ কেবল ইবাদতের তরে

জগতের সবাই তোমার তাসবীহ নামে করে।


গুনাহের কারণে প্রভু মোদের প্রতি রুষ্ট হয়ো না

হেদায়েতের পথ থেকে কখনো বিচ্যুত করো না।

কেমনে দেখাব রোজ হাশরে পাপক্লিষ্ট এই মুখ

মৃত্যুদূত কখন আসবে না জানি, ভয়ে কাঁপে বুক।

ঈমানের সাথে এই জীবন যেন মোর শেষ হয়

মৃত্যুর সময় কলেমা মুখে আসে ওগো করুণাময়।

তোমার রাসূল, মদিনার ফুল, বিশ্ব জাহানের গৌরব

সারা পৃথিবীময় ছড়িয়ে গেল ইসলামেরই সৌরভ।

সেরা সৃষ্টি আল্লাহর, হে আত্মভোলা মানুষ

ধ্বংসের পথে আর কত চলবে, কখন হবে হুশ!

চালাও আমাদের তুমি সঠিক, সহজ-সরল পথ

আমরা চাই করুণা তোমার, অবারিত রহমত।


@@@@@

বিষয়: সাহিত্য

১১৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361254
০৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : আমিনন সুম্মা আমিন৷ চমৎকার হয়েছে৷ ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
299540
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। ধন্যবাদ শ্রদ্ধেয় শেখ সাহেব।
361258
০৩ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Rose Good Luck Rose Thumbs Up Rose Good Luck Good Luck
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
299539
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck ধন্যবাদ।
361261
০৩ মার্চ ২০১৬ রাত ১০:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আমিনন সুম্মা আমিন৷ চমৎকার হয়েছে৷ ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
299541
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
361276
০৪ মার্চ ২০১৬ সকাল ১০:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসাধারণ কবিতা, হৃদয় ছুঁয়ে গেলো। জাযাকাল্লাহু খাইর
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
299543
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ খায়ের, গাজী সাহেব।
361285
০৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৩
আফরা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আমিনন সুম্মা আমিন৷ চমৎকার হয়েছে৷ ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
299545
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ খায়ের-ধন্যবাদ আপনাকেও।
361387
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ছুম্মা আমিন, ধন্যবাদ আপনাকে।
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
299547
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
361825
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
১১ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫২
300146
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন,ধন্যবাদ আপনাকে।
361893
০৯ মার্চ ২০১৬ রাত ০৩:০২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

চমৎকার ভালোলাগাময় কবিতা! শুকরিয়া, আরো লিখুন!
১১ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৪
300147
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। দোয়া করবেন, ভাল থাকবেন।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File