মুনাজাত .. Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ মার্চ, ২০১৬, ০৮:০৯:০০ রাত



হে প্রভু,

জগতের একমাত্র অধিপতি

তোমার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করা শিখি নি।

তুমি এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছ তোমার খলিফা হিসাবে,

সৃজন করেছ তোমার বন্দেগীর উদ্দেশ্যে

তুমি বিধান দিয়েছ মানবের তরে

ইচ্ছার স্বাধীনতা দিয়েছ,

মানলে পরে পাওয়া যাবে চির আকাঙ্খিত সুখের স্থায়ী নিবাস-জান্নাত,

যেখানে প্রয়োজনের আগেই মিলবে কাঙ্খিত বস্তু।

আমার মানব জীবন ধন্য-তোমার পেয়ারা হাবীব(স)এর উম্মত হতে পেরে।

তুমি আমায় রূপ দিয়েছ, গুণ দিয়েছ, দিয়েছ যৌবন

স্ত্রী-পুত্র,পরিবার-পরিজন, স্নেহ-মায়া-প্রীতি

প্রেম-ভালবাসা, দয়া-দাক্ষিণ্য

এই সুন্দর শরীর দিয়েছ, বিবেক-বুদ্ধি, জ্ঞান-গরিমা, আর প্রাণ উচ্ছল মনটা।

ভাল-মন্দ, সত্য-মিথ্যা পরখ করার ক্ষমতা

আমাদের কিসের অভাব? কিসের শূন্যতা?

কেন থাকবে আমাদের হতাশা?

পরম কায়মনোবাক্যে তোমাকে সিজদায় লুটিয়ে পড়ে বলি

হে আমার রব, হে আমার মালিক,

আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা

আমাকে সরল-সোজা পথে পরিচালিত করো।

আর যারা তোমার তোমার অনুগ্রহ প্রাপ্ত, রহমতের ধারা সিক্ত

তাদের দলে শামিল করো।

মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার আগে

তোমার হাবীবের নামাঙ্কিত কলেমা তৈয়্যেবা নসীব করো।

*****

বিষয়: সাহিত্য

১২৩৫ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360951
০১ মার্চ ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : আমিন৷ তিনিই বলেছেন,'তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়োনা'৷ ধন্যবাদ৷
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
299141
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ অনেক অনেক....
360958
০১ মার্চ ২০১৬ রাত ০৮:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন :
স্ত্রী-পুত্র,পরিবার-পরিজন, স্নেহ-মায়া-প্রীতি


তাহলে আসল কাজটা সেরেই ফেলেছেন, তাও আবার বাবা হয়েছেন। এইবার তো শুধু বই, সাথে মিষ্টিও পাঠাতে হবে!
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
299140
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহর দান,
আছে ৩ সন্তান।
360961
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৪৩
হতভাগা লিখেছেন : আমিন
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৫০
299142
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন, আমিন, আমিন। ধন্যবাদ।
360974
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৮
আফরা লিখেছেন : আমীন !
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২১
299146
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছুম্মা আমিন। ধন্যবাদ।
360976
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সর্বাবস্থায় আমরা আল্লাহর পানাহ চাই। হে আল্লাহ তুমি আমাদের মাফ করো।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৪
299156
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন, অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
360984
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩০
আবু জান্নাত লিখেছেন : এত নিয়ামত পাওয়ার পরও আমরা বড়ই অকৃজ্ঞ।
জাযাকাল্লাহ খাইর
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৬
299157
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই জন্য তো সূরা আর রাহমানে বার বার আল্লাহ মানুষ এবং জ্বীনকে উদ্দেশ্যে করে বলেছেন ! ‍"তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?"
ধন্যবাদ। জাযা কাল্লাহ।।
360999
০১ মার্চ ২০১৬ রাত ১০:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাহ্ বাহ্ বেশ সুন্দর অনুভূতি, আল্লাহ মহান দয়ালু, আমাদের ক্ষমা করে দিন আমিন।
০৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
299369
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে।
361004
০১ মার্চ ২০১৬ রাত ১১:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ছুম্মা আমিন, ধন্যবাদ আপনাকে
০৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
299370
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মামুন ভাই।
361019
০২ মার্চ ২০১৬ রাত ০১:২৭
সন্ধাতারা লিখেছেন : Salam. Amin. Chumma Amin.
০৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
299371
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আমিন-ভাল থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০
361026
০২ মার্চ ২০১৬ রাত ০২:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

সুন্দর কবিতা! শুকরিয়া। আমীন।

০৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
299372
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আমিন-ভাল থাকুন। মন্তব্যের জন্য অ-নে-ক ধন্যবাদ।
১১
361613
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৪
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
299664
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File