শোকের অন্য নাম পিলখানা ***

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:০৪:৫২ রাত



২৫শে ফেব্রুয়ারী ২০০৯।

বাংলাদেশের রক্তাপ্লুত ইতিহাসে আরো একটি কালো দিনের নাম যুক্ত হলো

এক ভয়াবহতম নিষ্ঠুর, বর্বর, নারকীয় হত্যাযজ্ঞের জন্য।

এ জাতির প্রত্যেকের হৃদয়তন্ত্রীতে চিরজাগরূক থাকবে, অম্লান হয়ে থাকবে

এ বেদনাভরা শোকাবহ নজিরবিহীন ইতিহাস।

ভোলা যাবে না, ভোলা যাবে না কোনমতে

পিলখানা এক ভয়ঙ্কর মৃত্যুপুরীর নাম

শোকের অন্য নাম যেন পিলখানা।

নির্বাক জনতা, দেশ ও জাতি! স্তম্ভিত মানবতা!

কি শিশু! কি বৃদ্ধ-আবাল-বণিতা!

চারদিকে শুধু কান্না, আহাজারি!

তারা আজ হারিয়ে ফেলেছে ফেব্রুয়ারীর একুশ তারিখে অর্জিত মায়ের ভাষা!

রক্তের অক্ষরে লিখা কথামালা, চির দুঃখিনী বর্ণমালা।

মা গো, একদা একদল শত্রুসেনা তোমার ভাষাকে কেড়ে নিতে চেয়েছিলো

এখন আরেক দল তোমার স্বাধীন-সত্তাকে, ইজ্জতকে ছিনিয়ে নিতে

তোমার দামাল ছেলেদের হত্যা করেছে।

ওদের প্রয়োজন ছিল কিছু কুচক্রীর

ওদের প্রয়োজন ছিল আরেকটি ১/১১ এর?

কিন্তু ওদের পথে পাহাড়সম প্রতিরোধ হয়ে ছিলেন,

মেজর শাকিল, মেজর গাজ্জালী আর কর্ণেল গুলজারেরা..

তোমার মর্যাদার জন্য হাসিমুখে, নির্ভীক চিত্তে জীবন দিয়েছে।

এরা এক একজন ইতিহাস, এক একটি ইতিহাস রচনাকারী তোমার বীর সন্তান,

তুমি বীর প্রসবিনী, তাই তুমি সার্থক, তুমি ধন্য মা গো,

তুমি ব্যর্থ হলে, অকার্যকর হলে, পঙ্গু হলে, বন্ধ্যা হলে বীর সন্তান কেউ জন্ম দিতে পারে?



যারা চলে গেছে পরপারে মহামহিমের কাছে

তুমি তাদের জন্য অশ্রুপাত করো না, দোয়া করো শুধু।

ওরা তো জাতির কান্ডারী,

জাতির কর্ণধার, জাতির আশার আলো,

জাতির বীর সেনানী, সিপাহশালার

জাতির আকাশে এক একটি উজ্জ্বল নক্ষত্র,

তোমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র ওরা নস্যাৎ করে দিয়ে তোমাকে ফুলে ফলে সুশোভিত করেছে।

তাদের কোন অপরাধ ছিল না,

তারা তোমার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয় নি

তারা তোমার মর্যাদা ধুলো লুটোতে দেয় নি

ওরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, তোমার মান দেয় নি।

ওরা শত আকুতি জানিয়েও বাঁচতে পারে নি

ওরা কারা?

যারা ঐ সকল বীরদের হত্যা করেছে

তারা কোন্ কুচক্রী? কাদের ষড়যন্ত্রের ক্রোড়ে তারা লালিত?

তাদের স্বরূপ উদ্ঘাটিত কি হবে না?

সবাই বলছে এটা বিদ্রোহের ফসল,

আমি বলি না, এটা ষড়যন্ত্রের ফসল

ভাইয়ের বুকে ভাই এমনি করে গুলি চালাতে, লাশ গুম করতে,

লাশ পুড়িয়ে দিতে,

কেউ কি দেখেছে কখনো?



মা গো তোমার জন্ম কি কেবল কান্নারই জন্যে?

এবার তুমি এই মহাশোককে শক্তিতে পরিণত করে উঠে দাঁড়াও

আমরা তোমার কান্না জড়িত মুখটি আর দেখতে চাই না।

(শোকগাঁথাটি ২০০৯ সালের ফেব্রুয়ারীতে লেখা-সময়ের প্রয়োজনে পোস্টটি সংক্ষেপ করা হল)

=====

বিষয়: সাহিত্য

৩২৬২ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360355
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর কতকাল কাঁদবে এই জাতি?
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১১
298814
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কে দেবে এই উত্তর? ধন্যবাদ।
360358
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৫
কুয়েত থেকে লিখেছেন : আমার প্রিয় বাংলাদেশে এরচেয়ে দূঃখজনক আর কোন গঠনা ঘঠেনাই। স্বাধীনতা যুদ্ধেও আমরা এত ক্ষতিগ্রস্থ হইনি। পৃথিবীর ইতিহাসেও এরকম গঠনা ঘঠেনি। কারা এই গঠনার নায়ক? হে আল্লাহ..!যারা এই ঘঠনার সাথে জড়িত তাদের বিচার এই জমিনে তুমি করে আমাদের কে দেখাও। ধিক্কার জানাবার ভাষ আমার জানা নেই। লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১২
298815
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।জাযাকাল্লাহ খায়ের।
360360
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারো কারো কাছে সেই দিন আনন্দের। কারন সেই দিন এই দেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১২
298816
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম!Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
360367
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : বড়ই করুন এ দৃশ্য৷ ঐ দিন কাছেই ছিলাম কিন্তু বুঝিনি ওখানে কি হচ্ছে৷ আল্লাহ ওদের সকল গনাহ মাফ করে জান্নাত দিক৷
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১২
298817
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। ধন্যবাদ আপনাকে।
360370
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩০
তবুওআশাবা্দী লিখেছেন : কত কিছুর জন্য আমরা শোক দিবস পালন করি কিন্তু সাতান্নজন মানুষের, যারা সরকারী কর্মচারী আরো স্পেসিফিকাল্লি যারা না থাকলে দেশের নিরাপত্তা আর অস্তিত্বই থাকে না তাদের, মৃত্যুতে কোনো শোক দিবস নেই, কোনো দাবিও নেই বরং মনের আনন্দে ক্রিকেট খেলে যাচ্ছি এটাই আশ্চর্য !
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৯
298818
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আশায় থাকুন প্রিয় ভাই। ধন্যবাদ।
360376
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পটভূমিটা থাকলে আরো ভালো হতো..........
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩২
298822
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ।
360388
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫০
আবু জান্নাত লিখেছেন : যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা,
কিন্তু জালিমরা কি করে বুঝবে সে আত্মচিৎকারের ভাষা?
নিজের স্বার্থ নিয়েই তো জালিমরা মহা খুশিতে মুহ্যমান।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৯
298823
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কাঁদো বাংলাদেশ কাঁদো!!!ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
360390
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

পিলখানার সেই বর্বরোচিত ঘটনার কথা মনে হলেই কষ্ট ও যন্ত্রণার বারুদ দাউ দাউ করে জ্বলে। এই নৃশংস নাশকতার একদিন না একদিন বিচার হবেই হবে ইনশাল্লাহ।

অতীব গুরত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
298824
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম..
"এই নৃশংস নাশকতার একদিন না একদিন বিচার হবেই হবে ইনশাল্লাহ।"
ধন্যবাদ।
360407
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। স্বার্থপর হয়ে গেলে সব মানবতা যেন ঘুমিয়ে পড়ে।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩২
298821
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম,ধন্যবাদ আপনাকে।
১০
360426
২৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সত্য একদিন প্রকাশিত হবেই, সেইদিন শহীদদের আত্মা শান্তি পাবে।
ধন্যবাদ আপনাকে
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩১
298820
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই।
১১
360490
২৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
হতভাগা লিখেছেন : সেনাবাহিনীর প্রতি সরকারের সহানুভূতি আছে । তাদের বাড়ি দেওয়া হচ্ছে , বেতন বাড়ানো হচ্ছে , প্রমোশন দেওয়া হচ্ছে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩১
298819
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য..
১২
360956
০১ মার্চ ২০১৬ রাত ০৮:২৪
রাশেদ বিন জাফর লিখেছেন : ধন্যবাদ
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৪৫
299138
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৩
361178
০২ মার্চ ২০১৬ রাত ১১:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আর কতকাল কাঁদবে এই জাতি?
১১ মার্চ ২০১৬ রাত ০৮:০৪
300154
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ জাতির সৃষ্টি তো কেবল ক্রন্দনেরই জন্য! ধন্যবাদ।
১৪
361205
০৩ মার্চ ২০১৬ সকাল ১১:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটা অপ্রিয় সত্য এই যে, আমার সাপোর্ট এখনো বিডিআর এর দিকেই। যদিও আর্মিদের হত্যা মানতে পারিনি, পারিনি মানতে বিডিয়ার দের উপর ইতিহাসের শ্রেষ্ঠতম জেল জুলুম নির্যাতন, জেলে বসে খুব কাছ থেকে শুনেছি তাদেত হৃদয়ের কথা।
১১ মার্চ ২০১৬ রাত ০৮:০৫
300155
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওকে, সুন্দর মতামত।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File