ভালবাসার ফাঁসি চাই-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০৯:০৯ সন্ধ্যা
ভালবাসার ফাঁসি চাই-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে কিছু কথা :
কাব্য সংকলনটির সম্পাদক : মাহমুদুল হাসান বাদল
মোট কবিতা সংখ্যা : ১০৫
কবি : ২১ জন
পাওয়া যাচ্ছে : একুশে বই মেলা-২০১৬
সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
রাতুল গ্রন্থ প্রকাশ-স্টল নং ৫৯২
সংকলনটিতে আমার ৫টি কবিতা আছে।
কবিতাগুলোর নাম :
১. এই বুকে অনেক কষ্ট
২. তোমার হাসি যেন কাশফুল
৩. বরণের অপেক্ষায়
৪. নারী
৫. এখনো আমি
-আমার কবিতা গুলো মোটামুটি ভাবে রোমান্টিক প্রকৃতির।
একটি কবিতা ব্লগ বন্ধুদের জন্য উপহার দিচ্ছি।
"এই বুকে অনেক কষ্ট"
এই বুকে অনেক কষ্ট চাপা দিয়ে রাখি!
যত দু:খ আসুক না কেন হাসি মুখে থাকি।
যন্ত্রণার পাহাড় থেকে অঝোর ধারায় ঝর্ণা
প্লাবিত হয় জীবন নদীটা অশ্রুর বন্যা।
সুন্দর এই জীবনে যদি বাড়ে কখনো যাতনা!
অনেক সময় বেঁচে থাকার সাধ আর হয় না
ছু্ঁড়ে ফেলে জীবনের তিক্ত স্মৃতি-হতাশা
অশান্ত সংসার সাগরে বাঁচার ক্ষীণ আশা!
কারো জন্য জীবন ধ্বংস করার নেই মানে
দু:খ-কষ্ট-যাতনা থাকুক তার যথাযথ স্থানে
বেঁচে থাকার তরে চাই প্রেরণা অদম্য সাহস,
চাই নিরন্তর ভালবাসা আর সুখের পরশ।
------------------------------------
আমার একক আরেকটি কাব্যগ্রন্থ শীঘ্রই প্রকাশ হবে। এছাড়া সম্পাদিত ১টি এবং যৌথ আরো ১টি বই আলোর মুখ দেখার প্রত্যাশায় রইলাম।
বইগুলোর সাফল্য কামনা করছি।।
=====
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্য কবিদের পরিচয় থাকলে আরও ভাল হতো।
বই রিভিউটি বেশ আকর্ষণীয় হয়েছে।
আপনার উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করছি। সৃষ্টিশীল এই মহতী উদ্যানে।
আমি ভুলে গেছি!
কি লাভ মনে রেখে
খালি দুঃখ বাড়ে
-সুন্দর প্রকাশ। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন