মাতাল হাওয়া.. .. Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৪২:২৩ সন্ধ্যা



এসেছে ফাগুন

মনেতে আগুন

মাতাল হাওয়া

কৃষ্ণচুঁড়া লাল

আলোর মশাল

যৌবনের ধাওয়া।

-----

শুধু নয় আগুন

ভ্রমরের গুনগুন

চুড়ান্ত সর্বনাশ

তরঙ্গ উদ্দাম

ব্যর্থ পরিণাম

গলার ফাঁশ।

-----

স্রোত অবিরত

হও সংযত

করো না ছলনা।

ভালবাসার নামে

কলা ও কামে

ইতরের কামনা।

=====



বিষয়: সাহিত্য

১১৯৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359525
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
বাকপ্রবাস লিখেছেন : Love Struck Rose Thumbs Up Bee Cook
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১১
298114
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck শুভেচ্ছাসহ ধন্যবাদ।
359529
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১১
298115
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফুলেল শুভেচ্ছা রইল।Good Luck Good Luck Good Luck
359533
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বসন্তকালে ভাদ্র মাস আসল কেমনে!!!
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১২
298116
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন, স্যার।
359534
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বসন্তকালে ভাদ্র মাস আসল কেমনে!!!
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১২
298117
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন, স্যার।
359535
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
মো সারোয়ার হোসেন লিখেছেন : ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
298118
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার ব্লগ বাগানে আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ।
359539
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
298119
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ অনেক অ-নে-ক।
359540
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫১
শেখের পোলা লিখেছেন : অপসংস্কৃতি নিপাত যাক, ইসলাম মুক্তি পাক৷
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
298121
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এসব দিবস সাম্রাজাবাদী ব্যবসায়ীদের অপকৌশল-এগুলো রুখতে হবে।ধন্যবাদ।
359546
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৯
আবু জান্নাত লিখেছেন : Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
298120
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় ভাই।Good Luck Good Luck Good Luck
359698
১৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আরবি ১২ মাসের ১২ রকমের ফজিলত আছে, যা মুসলিম তথা মানবতার জন্য কল্যানকর.. আর বাংলা বারো মাসের যে ফজিলত গুলো দেখতে পাই তা মুসলিমদের ঈমান আকিদার জন্য ও হুমকি
১৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৭
298206
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অপসংস্কৃতির ছোবল আর কি? সংস্কৃতির নামে আজ সাংস্কৃতিক দাসত্ব করছি আমরা-ব্রাক্ষ্ণন্যবাদের দৈত্য জাতির আষ্ঠেপৃষ্টে চেপে বসেছে। উত্তরণ অনেক কঠিন!ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০
359733
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১১
হতভাগা লিখেছেন : বিয়ে না করে প্রেম ভালোবাসা করে গেলে মেয়েদেরই লাভ । কারণ এখানে সে একাধিক প্রেম করে বয়ফ্রেন্ডদের ঘোরে রেখে ভালই মাস্তি করে নিতে পারবে ।


১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৪
298223
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতি মন্দ প্রস্তাব-এর নিন্দা জানাই!
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
298224
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্যার , প্রোফাইল পিক.টা চেইণ্জ করলে ভাল হয়।
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১০
298327
হতভাগা লিখেছেন : প্রো-পিক চেন্জ করার চিন্তা আমার মাথাতেও বেশ কয়েকদিন যাবত ঘুরপাক খাচ্ছে
০১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৭
302161
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়ার জীবনে মেয়ে নিয়ে ফূর্তি করার স্বাদের প্রজেক্টগুলোর. সবকটাই লস প্রজেক্ট
মেয়েদের দুহাতে টাকা বিলিয়ে এখন নিজেই ফকির!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File