প্রিয় ভাষা বাংলা ভাষা.. Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫২:০৩ বিকাল



প্রিয় ভাষা বাংলা ভাষা, মোদের প্রিয় মাতৃভাষা

এই ভাষাতে কথা বলে, জুড়াই মনের সকল আশা।

এই ভাষাতে কথা বলি, এই ভাষাতেই হাসি।

এই ভাষাতে স্বপ্ন মোরা দেখতে ভালবাসি।

এই ভাষাতে লেখা লেখি, এই ভাষাতে আঁকা আঁকি

ভাষার জন্য এমন ভালবাসা, কোথাও আছে কি?

আমার মায়ের বোনের ভাষা, পিতা এবং ভাইয়ের

বাংলা ভাষা তোমার আমার কুলি মজুর সকলের।

এই বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক,

বায়ান্নের একুশে ফেব্রুয়ারীতে হয়েছিল শহীদ।

এমনি ভাবে ভাষার জন্য কেউ দেয় নি প্রাণ,

জীবন দিয়ে রেখেছে তারা মায়ের ভাষার মান।

এমন মধুর ভাষার লাগি অনেক গর্ব করি।

বাংলা ভাষা দানের জন্য খোদা তোমায় স্মরি।

=====

বিষয়: সাহিত্য

১৩৫৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359219
১১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাংলা ভাষার প্রতি মমত্ববোধ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তুলেছেন কবি সাহেব। ধন্যোবাদ নেবেন।
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
297935
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে ধন্যবাদ, প্রিয় গাজী সাহেব।
359227
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : ভাষা আসলেই আল্লাহর দান৷ মাতৃ ভাষার উপর ভাষা নাই৷ আসুন সেই ভাষাকে সঠিক ভাবে ব্যবহার করি৷ ধন্যবাদ৷
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
297936
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ শেষ সাহেবকে।
359245
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

মাতৃভাষার মমতা, মর্যাদা এবং টানই আলাদা।

চমৎকার হয়েছে মাশাআল্লাহ!!
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
297937
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনার প্রেরণাদায়ক মন্তব্যটির জন্য। জাযাকাল্লাহ..
359258
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হোয়াট এ ফাইন পোয়েম!!!
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
297938
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুয়াট এ নাইস কমেন্ট টু!Good Luck Good Luck
359268
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৯
আফরা লিখেছেন : কি সুন্দর করে কবিতা লিখেছেন ভাইয়া !! Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
297939
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর হয়েছে! খুশী হলাম অ-নে-ক...ধন্যবাদ।
359273
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:২৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাষা আন্দোলনের অপরাধে প্রফেসর গোলাম আজম ৪ মাস কারাবরণ করেছিলেন, তিনি পাকিস্তান সরকারকে স্মারকলিপি দিয়েছিলেন। তখন তিনি ডাকসুর সভাপতি ছিলেন, নতুন বিবাহিত এই মানুষটি শুধুমাত্র মাতৃভাষার জন্য জেল জুলুমের শিকার হয়েও আজ বাংলার বেইমান ইতিহাস লোকটির নাম মুখে নিতেও লজ্জাবোধ করে!! ধন্যবাদ আপনাকে
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
297940
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ডাকসুর সেক্রেটারী ছিলেন মামুন ভাই।..আর উনি ভাষা সৈনিক না ভাষা আন্দোলনের সেনাপতি ছিলেন!
359319
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
হতভাগা লিখেছেন : ভাষা আন্দোলনের ব্যাপারে জামায়াতের বেশ আগ্রহ দেখা যায় । কিন্তু ৫২ এর ফলস্বরুপ যেটা এল - ৭১ , সেটাতে জামায়াতের এত এলার্জি ছিল কেন ?
১২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
297941
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার লেখার সাখে কি কোন পলিটিক্যাল রিলেশনস্ আছে বড় ভাই?
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
297949
হতভাগা লিখেছেন : গোলাম আযম সাহেবের সাথে শুধু পলিটিক্স না বাংলাদেশের স্বাধীনতার বিষয়টিও রিলেটেড - শক্তভাবেই রিলেটেড।
359480
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন কবিতা লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
298065
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুন্সী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File