।।অ মা নু ষ।।
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১২ জানুয়ারি, ২০১৬, ০৯:০৫:০৮ রাত
অন্যের ভাল কাজের সাফল্যে যে হয় না প্রীত
অকল্যাণকামী হয় সে, আরো হয় ঈর্ষান্বিত
এহেন মনুষ্য স্বভাব বোঝা বড় যে কঠিন
সহজে হয় না মন থেকে ক্রোধ বিলীন।
সারাক্ষণ ভাবে মন, বদ মেজাজ মাথা গরম
অচিন্তা কুচিন্তায় তার চলে যায় লাজ-শরম
সংসারের কাজেতে নেই কোন সদগতি
বিবেকের বাধাতে সে মানে নাকো নতি।
দুশ্চিন্তায় তার সারা রাতি যায় নিদ্রাহীন
মন-দিল সবই থাকে কুধারণার অধীন,
সময় বয়ে চলে তার ইহধামের যন্ত্রণায়
মাথার চুল পেকে পেকে সাদা হয়ে যায়।
সৃষ্টির সেরা জীব হয়েও সে কাজে নরাধম
মনেতে আসে না একদিন আসবে মৃত্যুযম।
মানুষের পরিচয়ে নিবাস মানব সমাজে
এমন মানুষেরা আসে না মানবতার কাজে।
=====
বিষয়: সাহিত্য
১২০১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন