।।অ মা নু ষ।। Skull Skull

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১২ জানুয়ারি, ২০১৬, ০৯:০৫:০৮ রাত



অন্যের ভাল কাজের সাফল্যে যে হয় না প্রীত

অকল্যাণকামী হয় সে, আরো হয় ঈর্ষান্বিত

এহেন মনুষ্য স্বভাব বোঝা বড় যে কঠিন

সহজে হয় না মন থেকে ক্রোধ বিলীন।

সারাক্ষণ ভাবে মন, বদ মেজাজ মাথা গরম

অচিন্তা কুচিন্তায় তার চলে যায় লাজ-শরম

সংসারের কাজেতে নেই কোন সদগতি

বিবেকের বাধাতে সে মানে নাকো নতি।

দুশ্চিন্তায় তার সারা রাতি যায় নিদ্রাহীন

মন-দিল সবই থাকে কুধারণার অধীন,

সময় বয়ে চলে তার ইহধামের যন্ত্রণায়

মাথার চুল পেকে পেকে সাদা হয়ে যায়।

সৃষ্টির সেরা জীব হয়েও সে কাজে নরাধম

মনেতে আসে না একদিন আসবে মৃত্যুযম।

মানুষের পরিচয়ে নিবাস মানব সমাজে

এমন মানুষেরা আসে না মানবতার কাজে।

=====

বিষয়: সাহিত্য

১২০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356785
১২ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালই লিখেছেন কবি সাহেব।
১২ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৫
296141
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় গাজী ভাই।
356786
১২ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরশ্রিকাতর এবং পরস্ত্রিকাতর উভয় শব্দই বাংলা ছাড়া আর কোন ভাষায় নাই!
১২ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৬
296142
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হযরত রাবেয়া বসরী বলেছেন, পরশ্রী কাতর এবং লোভী কখনো শান্তি লাভ করে না। ধন্যবাদ মন্তব্যটির জন্য।
356790
১২ জানুয়ারি ২০১৬ রাত ১০:০২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে Excellent Excellent Thumbs Up Thumbs Up
১২ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৭
296143
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লেখাটি পড়ে প্রীত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ।
356800
১২ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩০
আফরা লিখেছেন : পরশ্রী কাতরতা শুধু কষ্ট বাড়ায় ।ভাল লাগল কবিতা ধন্যবাদ ভাইয়া ।
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২০
296159
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও মনোযোগ সহকারে পড়ার জন্য..
357260
১৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৯
296505
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File