রাতের আঁধারে জায়নামাজে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জানুয়ারি, ২০১৬, ০৯:৩৪:৪০ রাত
বিশ্ব সংসার, সমাজে দাবদাহ ছড়িয়ে পড়েছে সবখানে
অশান্ত প্রকৃতি-বিভীষিকা, পরিস্থিতিতে যে পড়েছে সেইজানে।
রাতের আঁধার কালো হতে হতে ফর্সা হওয়ার পথে প্রবাহমান
রক্তগন্ধি শ্বাপদসঙ্কুল বাতাসের জোয়ার দূরীভুত ম্রিয়মান।
জীবন্ত জ্বলোচ্ছাসে হৃদয়ের উত্তপ্ত লাভা অবিরত বরফ হিম
বুকের কন্দরে তীব্র বজ্রপাত দামামা বাজে দ্রিম দ্রিম।
সেই কঠিন সঙ্কটময় সময়ে কেউ নেবে না কারো খোঁজ
দ্বীনের তরে শাহাদাতের পেয়ালা নাও, তুমি নও তো অবুঝ।
নীরব সাক্ষী স্রষ্টার অস্তিত্ব, কারো কারো হীন নিকৃষ্ট বিবৃতি
জীবনের খেলাঘরে, সেই দেয়া বিবেক, সত্ত্বা, বিশ্ব প্রকৃতি।
তার খবর ইথারে-পাথারে, বনে-বাদাড়ে সবখানেই আছে
অন্তরভেদী, পাহাড়-নদী, অতল গুহা গহ্বরের ভেতর পাছে।
এই গ্রহে জীবনের অস্তিত্ব, সেতো তাঁর মহা মহাপরিকল্পনা
আমরা ক্ষুদ্র জীব, মানুষ জাতি তার খবর কিচ্ছু জানি না।
তাঁর সাথে কথা বলো গহীন রাতের আঁধারে জায়নামাজে
প্রশান্ত আত্মা, সুমিষ্ট হাসির বারতা, রয়েছে এরই মাঝে।
মহাসমুদ্রের মহামিলনের চির সুখশান্তির সেই কাঙ্খিত ঘর
সাজিয়ে রেখেছেন মু’মিনের তরে পরম দয়ালু বিশ্ব কারিগর।
=====
বিষয়: সাহিত্য
১২০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন