প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৪:১৭ সন্ধ্যা
যাঁর নামে, আগমনে আলোকিত তামাম জগত
যিনি করবেন পাপী-তাপীর কাঙ্খিত শাফায়াত।
যাঁর প্রশংসা করেন তাবৎ সৃষ্টি কুল-কায়েনাত
ধরায় এসে যিনি বিনাশে উজ্জা-লাত-মানাত।
যিনি অন্ধকারের পথ পেরিয়ে মুক্ত আলোর ভুবনে
যত অসত্য ভয়ে কেঁপে উঠেছিল সেই শুভ লগনে।
মিথ্যাকে ধ্বংস সাধন, করলেন প্রতিষ্ঠিত সত্যকে
সেই থেকে চরম শত্রু শয়তান পড়েছে মহাবিপাকে।
আমরা তাঁর উম্মত, সে তো প্রিয়তম মোদের নবী
তাঁরই স্মরণে গুণ-গান মোরা ক্ষণে ক্ষণে জপি।
মুহাম্মদ (সা) তাঁর নাম, জানাই দরূদ ও সালাম
আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
=====
বিষয়: সাহিত্য
১২০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ জনাব।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন