কেউ একজন এসেছিলো.. ..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৫:৪৬ রাত



ইদানীং একটি ভাবনা এসে আমার উপর ভর করেছে

নিরাপত্তা, সংশয়, বেদনাপীড়িত মনটা।


যখন অদম্য চলার ঈপ্সিত বাসনা পেয়ে যায়

ছুটে চলি শেকড়ের সন্ধানে।

তামাম দ্বিধা-সংকোচ ঝেড়ে ফেলে

কারো রক্তচক্ষু উপেক্ষা করে

বলি এই দেশ-মাটি, আকাশ-বাতাস আমার,

এই মাটিতে আমার জন্ম,

এই মাটির প্রতিটি ধূলিকণা আমার শরীরে-রক্তে মিশে আছে

আমার প্রতিটি হৃৎস্পন্দন জন্মভুমির চতুর্সীমানাকে ঘিরেই।

কেন আমার প্রতিটি পদক্ষেপে তোমার শ্যেন দৃষ্টি?

আমি তো পানিতে ভেসে আসা কোন শ্যাওলা নই!


মানুষের দীর্ঘশ্বাস বড়ই কষ্টের, কঠোর চাহনি

নিপীড়িতের হাহাকার, বঞ্চিতের বেদনা

হৃদয়ের আর্তনাদ, তোমান কর্ণকুহরে স্পর্শ করে নি।

তোমার কুৎসিত মনেবৃত্তি, জিঘাংসার লোলুপ দৃষ্টিতে

শান্তির শ্বেত-কপোত রক্তাক্ত।

বিভেদ বড়ই নিষ্ঠুরতা,

তোমার ভেবে দেখার অবকাশ কই?

আমার অক্ষমতা কাউকে অভিশাপ দিতে পারি না

কাউকে কষ্ট দিতে পারি না

কারো মনে ব্যথা দিতে পারি না।

ভেদ-অভেদ বুঝিনা,

মানুষের কল্যাণ কামনাই আমার ধর্ম।

জানি, হা-হুতাশ করে লাভ হবে না

ঝড়-ঝাপটা নিয়তিতে আছে-

কিন্তু এত কিছু সইবার মতো পাষাণ হৃদয় আমার চাই।


কেউ একজন এসেছিলো

ভাবলেশহীন মুখচ্ছবি তার

আমি দেখতে পাচ্ছি তার হৃদয়ের আর্তি

বলছে যেন এই মাটিই সবার ঠিকানা।


[মন্তব্য নিষ্প্রয়োজন (২০০৫) কাব্যগ্রন্থ থেকে]


=====

বিষয়: সাহিত্য

১১৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354878
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : না বললেও বুঝতে পারতাম, তা আগের লিখা!
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
294697
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম, ধন্যবাদ। ভাল থাকুন।
354880
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৬
হতভাগা লিখেছেন : ২০০৫ সালে তো আপনাদের পজিশন ভালই ছিল !
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৫
294696
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। হুম, ২০০৫ সালে পজিশন এত ভাল ছিল যে, এরপর থেকে অনেক কবিতা জমা হয়ে আছে কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থ এখনও প্রকাশ করতে পারিনি!
354906
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫২
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
294698
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
354912
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মুক্তো শব্দের যেন এক অনুপম কাব্যমালা। মুগ্ধ করার মতো। শুভকামনা রইলো। আমার কাছে বইটি থাকলেও এখনো শেষ করতে পারিনি।
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
294700
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আপনার মন্তব্যও তেমনি ঝকঝকে, সুন্দর। ভাল থাকুন।
354942
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাশাআল্লাহ খুব সুন্দর। কাব্য-কবিতায় বরাবরই আমি কাঁচা এসব আমার মাথায় ঢোকেনা। আচ্ছা ভাইয়া হিজাব পরা জাপানীজ কার্টুনটার সাথে কবিতার সম্পর্কটা কি??
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১১
294729
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। তবে এই কবিতার একটি ইতিহাস আছে।
....
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই
জানি না তো কেমন করে,কি দিয়ে সাঁজাই ।।
(জনপ্রিয় গান)
ধন্যবাদ..
355149
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৪
294943
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মুন্সী ভাই।
355180
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
ঝিঙেফুল লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে।
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫২
294979
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার ব্লগ বাগানে আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File