ইদানীং লিটল ম্যাগের বিজয় দিবস-২০১৫ ও মিলাদুন্নবী (সা)সংখ্যা...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৭:১০ রাত
যাদের লেখায় সমৃদ্ধ ইদানীংএর “বিজয় দিবস ২০১৫ এবং মিলাদুন্নবী (সা)সংখ্যা” তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।
আমরা অভিভুত! এত্ত লেখা জমা পড়েছে যে, আমরা সবার লেখা স্থান দিতে পারিনি এবারের সংখ্যায়, পরবর্তী সংখ্যায় চোখ রাখুন। আশাকরি লেখনিগুলো লেখক এবং পাঠকদের সুখ পাঠ্য হবে। নিচে তাদের নাম সংযুক্ত করা হল। সৌজন্য সংখ্যা পাঠানোর জন্য ঠিকানা মেইল করার অনুরোধ রইল।
ধন্যবাদান্তে-
সম্পাদক
ইদানীং লিটল ম্যাগ
সূচিপত্র
প্রবন্ধ লিখেছেন :
কমরুদ্দিন আহমদ
জয়িতা বড়ুয়া
আবদুর রহিম
কবিতা লিখেছেন :
রুকুন-উদ-দৌলা সোহেল
শামীম খান যুবরাজ
সেলিম উদ্দিন
সৈয়দ রনো
আবদুস সামাদ
খোরশেদ মুকুল
পাপিয়া মেঘলা
ফারহানা হৃদয়িনী
কে এস এন নিশু
তপন কুমার বড়ুয়া
সৈয়দ আহমদ হাবীব
মোহাম্মদ আলী জিন্নাহ
ইসমাইল হোসেন প্রিন্স
মাহমুদুল হাসান বাদল
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
দিঘী সেনগুপ্তা
মুহাম্মদ আবুল বায়ান
মো সবুজ ভুঁইয়া
হাসান বিন নজরুল
মো আনিসুর রহমান
সায়েন্স ফিকশন লিখেছেন :
রিদওয়ান কবির
অণুগল্প লিখেছেন :
সালু আলমগীর
ছড়া লিখেছেন :
মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
মেহেদী হাসান
ছোট গল্প লিখেছেন :
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
আলমগীর ইমন
মনজুর ই খোদা
আলমগীর মুহাম্মদ সিরাজ
ভ্রমণ কাহিনী লিখেছেন :
রায়হান আজাদ
সাহিত্যাঙ্গনের খবর দিয়েছেন :
আহমদ রশিদ বাহাদুর বাহার
কবি কথা জানিয়েছেন :
বাদশা আতাউর রহমান
একান্ত অনুভুতি লিখেছেন :
সানজিদা আকতার সানজু
====
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তালিকায় যদি(আব্দুস সামাদ)আমার নামটাই হয় তবে ঠিকানা হল;-
বর্তমান--Abdus Samad Shaikh
70 Magnolia Ave,Toronto,Ontario,
Canada.M1k 3k4.(অপারগতায়)
স্থায়ী ঠিিকানা--আব্দুস সামাদ,সেনহাটী কাজুলী পাড়া, পোঃ সেনহাটী ফকীর বাড়ি,
খুলনা,বাংলাদেশ৷
মন্তব্য করতে লগইন করুন