ইদানীং লিটল ম্যাগের বিজয় দিবস-২০১৫ ও মিলাদুন্নবী (সা)সংখ্যা... Rose Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৭:১০ রাত



যাদের লেখায় সমৃদ্ধ ইদানীংএর “বিজয় দিবস ২০১৫ এবং মিলাদুন্নবী (সা)সংখ্যা” তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আমরা অভিভুত! এত্ত লেখা জমা পড়েছে যে, আমরা সবার লেখা স্থান দিতে পারিনি এবারের সংখ্যায়, পরবর্তী সংখ্যায় চোখ রাখুন। আশাকরি লেখনিগুলো লেখক এবং পাঠকদের সুখ পাঠ্য হবে। নিচে তাদের নাম সংযুক্ত করা হল। সৌজন্য সংখ্যা পাঠানোর জন্য ঠিকানা মেইল করার অনুরোধ রইল।



ধন্যবাদান্তে-

সম্পাদক

ইদানীং লিটল ম্যাগ


সূচিপত্র

প্রবন্ধ লিখেছেন :

কমরুদ্দিন আহমদ

জয়িতা বড়ুয়া

আবদুর রহিম

কবিতা লিখেছেন :

রুকুন-উদ-দৌলা সোহেল

শামীম খান যুবরাজ

সেলিম উদ্দিন

সৈয়দ রনো

আবদুস সামাদ

খোরশেদ মুকুল

পাপিয়া মেঘলা

ফারহানা হৃদয়িনী

কে এস এন নিশু

তপন কুমার বড়ুয়া

সৈয়দ আহমদ হাবীব

মোহাম্মদ আলী জিন্নাহ

ইসমাইল হোসেন প্রিন্স

মাহমুদুল হাসান বাদল

মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

দিঘী সেনগুপ্তা

মুহাম্মদ আবুল বায়ান

মো সবুজ ভুঁইয়া

হাসান বিন নজরুল

মো আনিসুর রহমান

সায়েন্স ফিকশন লিখেছেন :

রিদওয়ান কবির

অণুগল্প লিখেছেন :

সালু আলমগীর

ছড়া লিখেছেন :

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর

মেহেদী হাসান

ছোট গল্প লিখেছেন :

মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

আলমগীর ইমন

মনজুর ই খোদা

আলমগীর মুহাম্মদ সিরাজ

ভ্রমণ কাহিনী লিখেছেন :

রায়হান আজাদ

সাহিত্যাঙ্গনের খবর দিয়েছেন :

আহমদ রশিদ বাহাদুর বাহার

কবি কথা জানিয়েছেন :

বাদশা আতাউর রহমান

একান্ত অনুভুতি লিখেছেন :

সানজিদা আকতার সানজু



====

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354656
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শুভকামনা ইদানীং। ইদানীং সম্পাদকের কাছে একটা বিষয় পেয়েছি, তা হচ্ছে শুদ্ধ সাহিত্যের জন্য উদার দৃষ্টিভঙ্গি। আমি ‍অভিভূত। অনেক ধন্যবাদ ইদানীং পরিবারকে।
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৯
294500
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, প্রিয় ভাই আলমগীর। আপনার মত বিদগ্ধ লেখককে পেয়ে আমরাও আনন্দিত এবং অণুপ্রাণিত। আপনাকেইদানীংএর সাথে সামনের দিনগুলোতেও চাই..
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫০
294506
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : না থেকে যাবো কই!
354657
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসুক ইদানিং ফিরে বারবার।
২০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
294543
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ।
354672
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ইদানিং এর অভিযাত্রা অব্যাহত থাকুক এটাই কামনা ।ধন্যবাদ।
২০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
294544
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আপনাকেও। দেশে স্বাগতম..
354691
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:২০
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ সখবরের জন্য৷
তালিকায় যদি(আব্দুস সামাদ)আমার নামটাই হয় তবে ঠিকানা হল;-
বর্তমান--Abdus Samad Shaikh
70 Magnolia Ave,Toronto,Ontario,
Canada.M1k 3k4.(অপারগতায়)
স্থায়ী ঠিিকানা--আব্দুস সামাদ,সেনহাটী কাজুলী পাড়া, পোঃ সেনহাটী ফকীর বাড়ি,
খুলনা,বাংলাদেশ৷
২০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
294545
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জি, শেখ সাহেব। আপনি-ই আমাদের লেখক। ধন্যবাদ আপনাকেও..
354847
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জানলাম অনেক কিছু । আরো লিখুন । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
294655
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও..
354940
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২২
294722
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ, মুন্সী ভাই।
354951
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি নিছকই ব্লগার। গত ৪-৫বছর গোপনে গোপনে শুধু ব্লগ লিখেই গিয়েছি। আপনার মত একজন গুণী মানুষের দেখা পেয়ে খুব ভালই লাগছে।
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
294724
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি আমার সম্পর্কে বেশি বাড়িয়ে বলছেন। গুণী মানুষের কাতারে যেতে পারা অনেক বড় বিষয়। আপনি বড় মাপের বলেই সবাইকে বড় করে দেখেন, এটা মানুষের জন্য বড় একটি গুণ, সবার তা হয় না। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File