“ইদানীং” লিটল ম্যাগের বিজয় দিবস-২০১৫ সংখ্যার জন্য লেখা আহ্বান : (দ্বিতীয়বার পোস্ট )
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৫ নভেম্বর, ২০১৫, ০৬:২৮:২৬ সন্ধ্যা
[কৈফিয়ত : অনলাইনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুক" বন্ধ থাকার কারণে ইদা্নীং সাহিত্য চর্চা কেন্দ্রের পাতায় অনেক বন্ধুরা ঢুকতে পারছেন না। কেউ কেউ অনুরোধ করেছেন লেখা জমা দেওয়ার সময় বাড়িয়ে দেওয়ার জন্য। সার্বিক বিবেচনায় সম্পাদনা/পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত লেখা পাঠানোর সময় বৃদ্ধি করা হয়েছে]
ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত “ইদানীং” লিটল ম্যাগের পরবর্তী সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। আপনার প্রিয় লেখাটি আজই মেইল করুন।নিচে মেইল এড্রেস দেয়া গেল :
ইদানীং এর শ্লোগান হল :শুদ্ধ সাহিত্য চর্চার আঙ্গিনা।
আগামী ১৬ই ডিসেম্বর ২০১৫এর আগেই প্রকাশিত হবে এবং লেখা মনোনীত হলেই ছাপা হবে।
বিষয় : কবিতা, ছড়া, ছোট গল্প, রম্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, বই আলোচনা, স্মৃতিচারণ (লেখা অবশ্যই সাহিত্য সম্পৃক্ত হতে হবে)।
লেখা পাঠানোর শেষ তারিখ ৩ রা ডিসেম্বর ২০১৫।
যারা এখনও কলম পকেটে রেখেছেন। দ্রুত বের করে সেরা লেখাটি পাঠিয়ে দিন।
শুভেচ্ছান্তে-
সম্পাদক
ইদানীং লিটল ম্যাগ।
প্রকাশনায় :
ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম
e-mail :
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকুমুল্লাহু খাইরান!
মন্তব্য করতে লগইন করুন