হেমন্তের জোৎস্না ধারা
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৩৫:১৮ রাত
চাই সেথা যেতে আমার মন
যেথা গেলে শোনা যাবে এখন
পাখির কন্ঠে হেমন্তের গান।
অপেক্ষারত যেথা পাখির দল
দিগন্ত জুড়ে আবির মেখে
ঠাঁই দাঁড়িয়ে নীল আসমান।
প্রকৃতিতে শীতের আগমন ধ্বনি
সন্ধাতারার মিতালী সুর শুনি,
এ যে হেমন্তেরই শীতল আহ্বান।
শিশির সিক্ত রাঙা প্রভাতে
গাঁেয়র বধু, কৃষাণের কন্যা
ফুলেল শুভেচ্ছার ডালি হাতে।
তুমিও বন্ধু আসতে পার সাথে
নীল প্রজাপতির ছুটাছুটি দেখতে
হলদে রঙের পাকা ধান ক্ষেতে।
কাব্য গানে সেথায় মাতোয়ারা
নবান্ন উৎসবে সবাই পাগলপারা
ঝরে হেমন্তের জোৎস্না ধারা প্রাতে।
(বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪২২; ০৫ নভেম্বর ২০১৫)
----
বিষয়: সাহিত্য
১০৬৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
"তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই,
অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই,
পাখ-পাখালির গানে তসবিহ কলরব।"
-কবি তোফাজ্জল হোসেন খান
আরো আছে..বাংলা হামদগুলো দেখতে পারেন..ধন্যবাদ..
ধন্যবাদ।
কবিতার পরতে পরতে সবুজ দেশটির মায়া লুকোচুরি খেলছে- চমৎকার অভিব্যাক্তি!
শুকরিয়া
মন্তব্য করতে লগইন করুন