বন্ধু নির্বাচন ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩১ অক্টোবর, ২০১৫, ১২:০৫:২০ দুপুর
বন্ধু গো! বিধাতার খেলা বুঝা সহজ না
যার ইশারা ছাড়া গাছের পাড়া নড়ে না।
আমি তো জানি না এর শেষ কোথায়?
কি আছে ললাটে আছি বড় ভাবনায়!
যিনি দিয়েছেন এত যে, মধুরতম বন্ধন
যতন করে রেখো গো তারে করে আপন।
হেলায় তারে দিও না গো দুরে ঠেলে
নতুন করে যদি কাউকে সাথে পেলে।
ধরার মাঝে বন্ধুত্বের কত রকমফের,
যায় না মাপা আপন-পর দিয়ে মণ-সের
বিশ্বাস করে সঁপে দিও না সব বন্ধুকে
গোপনীয়তা রক্ষা করো, বুঝো তাকে।
রাস্তা থেকে ধরে এনে করো না ভাব
বিপদে সে মারবে ছোবল যেমনি সাপ।
খাঁটি বন্ধু এই জগতে মেলা বড়ই ভার
মেলে যদি তার সাথে জনম করো পার।
তোমার বিপদে যে আসবে অগ্রে এগিয়ে
জোর কদমে তার পানে যেও হাত বাড়িয়ে
যে জন তোমার জন্য রাখবে জান বাজি
দৃঢ় বন্ধন তার সাথে হোক, শক্ত আজি
(১৩ কার্তিক ১৪২২, ২৯ অক্টোবর ২০১৫)
বিষয়: সাহিত্য
১১৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বন্ধু নির্বাচনের উপর কবিতাটি অত্যন্ত চমৎকার লাগলো।
নবী (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধু স্বভাবী হয়, তাই তাকে লক্ষ্য করা উচিৎ যে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ ( তিরমিযী)
নবী (সা.) বলেন, ‘সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে- আতর বিক্রয়কারী এবং কামারের হাপরের ন্যায়। আতরওয়ালা তোমাকে নীরাশ করবে না, হয় তুমি তার কাছ থেকে ক্রয় করবে কিংবা তার নিকট সুঘ্রাণ পাবে। আর কামারের হাপর, হয় তোমার বাড়ি জ্বালিয়ে দিবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দিবে আর নাহলে দুর্গন্ধ পাবে।’ (বুখারি, অধ্যায়, ক্রয়-বিক্রয়, হাদিস নং : ২১০১)
আলকামাহ (রহ.) বলেন, ‘বন্ধুত্ব কর তার সঙ্গে, যার সাহচর্য তোমাকে সুন্দর করে, তুমি অভাবগ্রস্থ হলে তোমাকে সাহায্য করে, ভুল বললে তোমার ভুল সংশোধন করে, যদি তোমার মধ্যে কোনো মঙ্গল দেখে, তো গুণে গুণে রাখে, যদি তোমার মধ্যে কোন ত্রুটি দেখে তো শুধরে দেয়, যদি তার কাছে চাও তো সে দেয়, কঠিন সময়ে তোমাকে সান্তনা দেয়, আর তাদের নিম্ন স্তরের সে, যে তোমার কোন অন্যায় করে না।’
জাযাকাল্লাহু খাইর।
আপনার মন্তব্যের উল্লেখিত হাদীসগুলো এ ব্যাপারে দিক-নির্দেশক হিসেবে সামনের দিনগুলোতে খুবই কাজে আসবে।
ধন্যবাদ আপনাকে..
ধন্যবাদ ভাইয়া ।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন