সূরা আল্ আলাকের কাব্যানুবাদ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ আগস্ট, ২০১৫, ০৭:৫০:২০ সন্ধ্যা
শুরু করছি মহান আল্লাহর নিয়ে নাম
যার দয়া, অশেষ কৃপা, জগতে অফুরান।
পাঠ করুন, সৃষ্টিকর্তা যিনি মহান প্রতিপালক
মানুষকে করেছেন সৃজন, তিনি বিশ্বনিয়ন্ত্রক।
পাঠ করুন, পালনকর্তা, দয়ালু দাতার নামে
যিনি শিখিয়েছেন মানুষকে, হাতে-কলমে।
শিক্ষা দিয়েছেন এমন কিছু যা সে জানত না,
নিশ্চয়ই হে মানব! কখনো সীমাতিক্রম করো না।
তিনি নিজেই অভাবমুক্ত, তাঁর দিকে হবো প্রত্যাবর্তন
আপনি কি দেখেছেন, যে করে কেবল বারণ?
এমনি এক বান্দা, সালাত আদায় করে যখন
আপনি কি দেখেছেন? সে হেদায়েতে থাকে তখন।
কাজেই সে আল্লাহকে ভয় করার নির্দেশ দেয়
আপনি কি দেখেছেন, মিথ্যার আশ্রয় এবং সে মুখ ফিরিয়ে নেয়?
জানে সে অবশ্যই, আল্লাহতায়ালা সবই দেখছেন
যদি সে কখনো বা বিরত না হন?
তাকে অবশ্যই টেনে আনা হবে মাথার চুল ধরে
মিথ্যাবাদীর মাথার চুল, পাপিষ্ঠকে অপমানিত করে।
সে নিজের মজলিসে ডেকে আনুক বন্ধুদেরই
আমি ডাকব জাহান্নামের প্রহরীদের শীঘ্রই।
কখনো করবেন না আপনি তাকে অনুসরণ,
আপনার কাজ সিজদা করা এবং নৈকট্য অর্জন।
বিষয়: সাহিত্য
১২২২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কাজ সিজদা করা এবং নৈকট্য অর্জন
জাযাকাল্লাহ খাইর
কিন্তু বাংলায় পড়লে কি সিজদা করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন