শিশির ভেজা শরৎ.....
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ আগস্ট, ২০১৫, ০৯:৪৯:৪১ রাত
শরৎকালে, কাশফুলে ভরা নদী-খাল-বিল
নীল আকাশে সাদা মেঘে করে ঝিল মিল।
শিউলি ফুলের মিষ্টি সুবাস রয় না ঘরে মন
শিশির ভেজা দুর্বাঘাসে ভরা ধরনী এখন।
পল্লী গাঁয়ে কৃষাণীদের অনেক দিনের আশা
কার্তিকেতে মাঠভরা ধান গোলায় তুলবে চাষা।
নদীর তীরে খেঁকশিয়ালের হুক্কা হুয়া ডাক,
ঘরের চালে কবুতরের বাক্ বাকুম বাক।
নীল ভোমরা দিনের বেলা করে মাতামাতি
ফুলে ফুলে মধুর খোঁজে সয় না দেরি অতি।
জোৎস্না রাতে দিঘীর পাড়ে জোনাকিদের মেলা
রাত্রি বেলা চাঁদের সাথে খোকন করে খেলা।
বিষয়: সাহিত্য
১২৯৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-কিন্তু আবু জান্নাত ভাইয়ের দারুণ পছন্দ হয়েছে। ছবি ভাল হয়নি? দেখি, অন্যান্য ভাই ও বোনেরা কি মতামত দেন?
-আপনার মতামতও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন