থামাও মায়ের ক্রন্দন
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৬ আগস্ট, ২০১৫, ০২:৩৬:১২ দুপুর
এই সমাজে বাড়ছে কেন হত্যা-গুম-জিঘাংসা
নর পশুদের ইন্ধন দাতারা করে খুন পিপাসা
অস্থিরতা ভয়াবহ
ঘটছে শুধু অহরহ
অশিক্ষা, লোভ, অসহিষ্ণুতা পশুত্ব সর্বনাশা
মনুষ্যত্ববোধ বিলীন যেন, হারাই নিন্দার ভাষা!
কী নিষ্ঠুরতার শিকার, রাকিব-রবিউল-রাজন!
ওরা আমাদেরই ছেলে, গরীব বলে অভাজন?
এত কেন খুন উৎসব
চাই না আর নিন্দা রব
বন্ধ হোক, বন্ধ করো, পাশবিক শিশু নির্যাতন
খুনীদের বিচার করো, থামাও মায়ের ক্রন্দন।
খুনীদের কেবল হাতকড়া নয়, চাই দ্রুত বিচার
নয়তো আরো হতে পারে নিষ্ঠুরতার শিকার
ওরা যেন জঙ্গলের পশু
শত খুনের নায়ক রসু!
হঠাৎ কেন শুরু হলো রক্তচোষা খুন বিকার
খুনী তোরা যে-ই হইস না, জানাই শত ধিক্কার!
রচনা কাল: ৬ই আগষ্ট ২০১৫, ২০ শাওয়াল ১৪৩৬, ২২ শে শ্রাবণ ১৪২২
------
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশটা হয়ে যাচ্ছে খুনীদের অবাধ বিচরন
মন্তব্য করতে লগইন করুন