আইসিস ক্রাইসিস (Isis Crisis) !

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৯ জুলাই, ২০১৫, ০১:০০:২৩ দুপুর



আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট বুশের ছেলে এবং ৪৩ তম প্রেসিডেন্ট জর্জ বুশের ভাই আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হবার জন্য মাঠে নেমেছেন। এ প্রেক্ষাপটে এই কিছুদিন আগে মাত্র ১৯ বছরের একটি মেয়ে প্রেসিডেন্ট প্রার্থী বুশকে প্রশ্ন করেছিলেন যে, আইসিস তো তোমার ভাই সৃষ্টি করেছে। বলা বাহুল্য, ছোট্র একটা মেয়ের এই সাহসী আক্রমনে মিঃ বুশ থতমত খেয়ে গিয়েছিলেন। লা জবাব, কোন জবাব নেই! এভাবে একবার রাশিয়ার প্রাভদার খবরে বলা হয়, আল কায়েদা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা বন্দুক। আসলে আল কায়েদা বলতে কিছুু নেই। সবই সাজানো। আমরা রাশিয়ার আফগান দখল, বিন লাদেনের আফগান জিহাদ, আমেরিকার সহযোগিতা, পরবর্তীতে লাদেনের ঘোষণা এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও নামতে হবে-তখন থেকেই আমেরিকা লাদেনের বিরুদ্ধে এবং আফগান আক্রমণ। লাদেনকে দমনের জন্য, তালেবান সৃষ্টি। ইতিহাস হলেও সব চোখের সামনে ঘটছে। ইরাকের সাদ্দামের সাথে ইরানকে ধ্বংস করার জন্য কি রকম গাঁটছড়া বেঁধেছিল, পরবর্তীতে সাদ্দামের ইরাক ধ্বংস এবং তাঁকেও বিনাশ করেছে।



চলছে তেলের জন্য যুদ্ধ ইরাকে। সিরিয়ার গৃহযুদ্ধ, সৌদি আরবের ইয়েমেনে বিমান হামলা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে বলা যাচ্ছে না। ইহুদী সমর্থন পুষ্ট আইসিস বা ইসলামিক স্টেট যে ইসরাইল ও আমেরিকা তৈরি করেছে তা আজ গোপন নেই। যুদ্ধবাজরা অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসার জন্য যুদ্ধ যুদ্ধ খেলা চালাচ্ছে মুসলিম দেশগুলোকে কেন্দ্র করে। সন্ত্রাসী গোষ্ঠী আইসিস আবার ছুন্নী রঙ ধারণ করেছে! ইতিমধ্যে ইরাকের কিছু অংশ দখলে নিয়েছে, সৌদি আরবে বোমা হামলা চালিয়েছে, মিসরে চালাচ্ছে, তুরস্কে চালিয়েছে-বিভিন্ন দেশে আইসিস জঙ্গী ধরা হচ্ছে। ফলে আইসিস এখন বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব শান্তির জন্য। ফিলিস্তিনীদের প্রাণের সংগঠন হামাসকেও হুমকি দিচ্ছে গাজা দখলের জন্য। সম্প্রতি এক ভিডিও বার্তায় আইএস সন্ত্রাসীরা একথা প্রকাশ করে।

আইএসআইএল’র সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চার করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র নেতা মাহমুদ আজ-জাহার। তিনি বলেন, সন্ত্রাসী এ গোষ্ঠীর যে কোনো হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে হামাস। হামাসের বিরুদ্ধে আইএসআইএল সন্ত্রাসীরা হামলার হুমকি দেয়ার পর হামাসও প্রস্তুত হয়ে আছে। মাহমুদ আজ-জাহার বলেছেন, সন্ত্রাসীদের এ হুমকিতে হামাস ভয় পায় না। হামাস কোনো হুমকির কাছে মাথা নত করবে না বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের নীতি বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবে। যারা আমাদের নিরাপত্তার ওপর আঘাত হানতে চায় আমরা তাদের সেভাবেই জবাব দেব। আর যদি কেউ বিশ্বাস ও মতবাদ নিয়ে বিতর্ক করতে চায় আমরা তা নিয়ে আলোচনা ও বিতর্ক করতে প্রস্তুত রয়েছি। গাজা উপত্যকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র যেকোনো তৎপরতার বিরুদ্ধে হামাস শক্ত পদক্ষেপ নিয়েছে। গত এপ্রিল মাসে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য গাজা থেকে সালাফিপন্থি এক ব্যক্তিকে আটক করে হামাস।



এদিকে গত ঈদে ইসলামিক স্টেট (আইএস) এবার ঈদ উল-ফিতর-এর নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। ইরাকের আইএস অধিকৃত মসুলের অধিবাসীদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে তারা। ঈদের নামাজ পড়া ইসলাম স্বীকৃত নয় এবং মহানবী নিজেই এই নামাজ আদায় করেননি জানিয়ে এই আদেশ জারি করেছে আইএস। কুর্দিস্তান ডেমোক্রিটিক পার্টির (কেডিপি) একজন মুখপাত্র এই নিষেধাজ্ঞার বিষয়টি জানা গেছে। গত বছর ইরাকের উত্তরাঞ্চলের মসুল দখলে নেয় আইএস। তারপর থেকেই অধিবাসীদের ওপর নিত্য নতুন বিধিনিষেধ চাপিয়ে দিয়ে আসছে তারা। আর তা না মানলে শারীরিক শাস্তি থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় আইএস। অতএব যারা মুলধারার ইসলাম সংগঠন হামাসকে হঠিয়ে গাজা দখল করবে তারা ইহুদীদের চর ছাড়া আর কেউ নয়। ঈদের সালাত উপর নিষেধাজ্ঞা মানে ইসলামের উপর থেকে নিজেদের প্রত্যাহার করা-এটা ইহুদীরাই করতে পারে। তাই আজ বিশ্ব মুসলিম নেতৃবন্দকে এ ব্যাপারে বলিষ্ঠ ঘোষণা দিতে হবে যে, আইসিস একটি শুধু জঙ্গী সংগঠন নয়, ইসলামের শত্র“ ইহুদীদের সৃষ্ট, ক্রীড়নক এবং তারা ইসরাইল আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছে।

তুরস্কে আইসিসের হামলার পর তুর্কী সরকারও কঠোর পদক্ষেপ নিচ্ছে, ফলে সেখানে নতুন ফ্রন্ট খুলছে যুদ্ধের। হতে পারে তা যুক্তরাষ্ট্রের আরেকটি চাল, যা তুর্কী সরকারকে বেকায়দায় ফেলতে পারে। জানা গেছে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র এখন আইএস বিরোধী অভিযান চালাবে। এটা শুধু লোক দেখানোর জন্য যে যুক্তরাষ্ট্রের সাথে আইএসের কোন সম্পর্ক নেই! তুর্কী পররাষ্ট্র বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চল থেকে আইএস জঙ্গিদের হটিয়ে, সিরিয়া সীমান্ত নিরাপদ করা এবং দেশটির শরণার্থীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র হামলায় অংশ নিতে চায়। উত্তর সিরিয়াতে তুরস্কের সাথে যৌথভাবে বিমান হামলা চালানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আইসিসের ষড়যন্ত্রেও কারণে তুর্কী, সৌদি আরব এবং মিসরও নতুন যুদ্ধক্ষেত্রে রূপ নেয়া অসম্ভব নয়। পরিস্থিতির মোড় কোন দিকে যায় ভবিষ্যতই বলে দেবে।

=====

বিষয়: আন্তর্জাতিক

১৭৫৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332434
২৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৯
বার্তা কেন্দ্র লিখেছেন : আইসিস ইয়াহুদীদের লালিত জারজ সন্ত্রাসী-এবিষয়ে কোন সন্দেহ নাই। ধন্যবাদ..
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
274754
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
332439
২৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৪০
আহমদ মুসা লিখেছেন : প্রথম দিকে আইসিসকে নিয়ে মুসলিম যুবকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গিয়েছিল। বর্তমানে দিন দিন তাদের উল্টাফাল্টা ও বিতর্কিত কার্মকান্ডের ফলে তাদের ব্যাপারে মারাত্মাক সন্দেহ সৃষ্টি হয়েছে। এই আইসিস তালেবানদেরকে পর্যন্ত তাদের প্রতিপক্ষ ভাবতে শুরু করে। তারা ইরাক এবং সিরিয়াতে তালেবানদের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে যারা জিহাদ করছে তাদের উপর প্রচন্ড ক্ষেপা! সব চেয়ে বেশী ক্ষতি করে তারা তালেবান প্রভাবিত মুজাহিদ গ্রুফ যারা ইস্রাইল এবং আমেরিকান স্বার্থের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের। এই গোষ্টীটি অতি সম্প্রতি হামাসের মতো একটি সর্বজন স্বীকৃত দেশপ্রেমিক সার্বজনিন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিয়েছে।
কাজেই এই গোষ্টীটি আসলে কারা এবং তাদের কিই বা উদ্দেশ্য এবং তাদেরকে পেছনের নাটের গুরু কারা তা আজ দিন দিন পরিস্কার হয়ে যাচ্ছে সচেতন মুসলমানদের নিকট।
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
274753
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই মূল্যবান মতামত দিয়েছেন জনাব মুসা সাহেব..মূল ধারা ইসলামী সংগঠনের অগ্রযাত্রা রুখতে, দেশে দেশে ফ্যাসাদ সৃষ্টি করতে, নাম ভেঙ্গে দোষ চাপানোর জন্য-এটাই ইহুদীদের কৌশল। সারা বিশ্বে যে পরিমাণ জাল হাদিস বিস্তৃত তার জন্যও এরাই দায়ী..Talk to the hand Talk to the hand Talk to the hand
332440
২৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
274752
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
332441
২৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৫২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কে হক্ব পন্থী আর কে বাতিল পন্থী নির্দিষ্ট করে বলা দায়।
আল্লাহই ভালো জানেন।
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৯
274750
বার্তা কেন্দ্র লিখেছেন : আইসিস এর ব্যাপারে আপনার মতামত কি?
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
274751
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্যের জন্য শোকরিয়া জানাচ্ছি..
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪২
274778
আকবার১ লিখেছেন : এক মত।
২৯ জুলাই ২০১৫ রাত ১০:১১
274803
আবু জান্নাত লিখেছেন : যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না, কেননা কর্ণ এবং চক্ষু ও অন্তরসমূহকে জিজ্ঞাসিত হতে হবে। (সূরা-ইসরা: ১৭)
আইসিসের ব্যপারে যেহেতু আমার বিস্তারীত জানা নেই, তাই আমি তাদেরকে ভালো বা মন্দ বলতে আমার ভয় করে, যদি আমার ধারনা বা আমার শুনা কথাগুলো ভূল হয়ে থাকে! (কেউ ভালো বলছেন, কেই খারাপ বলছেন)
আশা করি বুঝেছেন, ধন্যবাদ @বার্তাকেন্দ্র
332475
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৮
ইসলামী দুনিয়া লিখেছেন : আমর ব্লগে আমন্ত্রন রইল। ধন্যবাদ।
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:০২
274766
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দাওয়াত কবুল করলাম..ধন্যবাদ আপনাকেও..
332491
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৩
হতভাগা লিখেছেন : আইসিস এত অস্ত্রসস্ত্র পায় কোথায় ?
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
274795
রক্তলাল লিখেছেন : ইসরায়েল থেকে।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫১
275158
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যারা গাজা হামাসকে হঠিয়ে দিতে চায় তাদের থেকে জনাব..
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫২
275159
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যারা গাজা থেকে হামাসকে হঠিয়ে দিতে চায় তাদের থেকে জনাব..
332498
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হঠাতই মাটি ফুরে উদয় হয়েছে এই আইসিস এর। এর পিছনে কে আছে সেটা না জানা গেলেও প্রকৃত ইসলাম এর কেউ যে না্ই সেটা নিম্চিত।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫৩
275160
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সঠিক কথন..ধন্যবাদ..
332505
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এসব নামের সংগঠন গুলোর পিছনে রয়েছে অদৃশ্য কলকাঠি.....!

যা অমুসলিমের দ্বারা পরিচালিত। ধিক্কার এসব কুকর্মীদের....।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫৪
275161
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার কথা সঠিক জনাব..আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন..
332519
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
এ,এস,ওসমান লিখেছেন : আইসিস কখনই ইসলামী সংগঠন নয়। কারণ যুগে যুগে যত ইসলামী সংগঠন তৈরী হয়েছে তার সাথে আইসিস এর মিল পড়ে না।
Anonymous হ্যাকাররা একবার ইসরাইলের ওয়েব সাইট হ্যাক করে বলেছিল,আইসিস এর সাথে সৌদি আরব বা আরব দেশগুলোর জড়িত থাকার বিষয়ে যতটা প্রমাণ পাওয়া যায় তার চেয়ে বেশি প্রমাণ পাওয়া যায় আমেরিকা এবং ইসরাইলের জড়িত থাকার বিষয়।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
275163
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যারা ঈদের সালাত পড়তে দেয় না তারা ইসলামী সংগঠন হতে পারে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য..
১০
332533
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
রক্তলাল লিখেছেন : ISIS = Israeli Secret Intelligence Service
৩০ জুলাই ২০১৫ রাত ০১:১৯
274835
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : WOW! NICE IDEA..Good Luck Good Luck Good Luck
১১
332572
৩০ জুলাই ২০১৫ রাত ১২:৫৪
শেখের পোলা লিখেছেন : এমন কতকিছুই হচ্ছে৷ কে যে কি উদ্দেশ্য বা কারে খুশী করতে তা আল্লাহই জানেন৷ ধন্যবাদ৷
৩০ জুলাই ২০১৫ রাত ০১:২০
274836
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার কমেন্ট বুঝি নাই জনাব..Good Luck Good Luck Good Luck
১২
332878
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৩
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : এ সংগঠন যে ইহুদীদের এতে কোন সন্দেহ নেই। এদের নিয়ে আরো লিখে এদের প্রকৃত চেহারা উন্মোচন করতে হবে।
০১ আগস্ট ২০১৫ রাত ১২:৫০
275157
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লিখুন..আপনার থেকে কিছু শেয়ার করুন..ধন্যবাদ..
১৩
337776
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বিষয়টি খুবই স্পর্শকাতর তাই আপনার লেখাটাকে ভাল মানে ফেলতে পারছিনা কারণ সবই কেমন জানি ভাসা ভাসা জ্ঞানের ভিত্তিতে লেখা। খবরগুলোও মূলত বিবিসি, সিএনএন, আল জাজিরার মত মিডিয়াগুলো থেকে নেয়া অথচ এরা কোন বিশ্বাসযোগ্য সূত্র না। ইরানকে কেন জানি খুব মহান করে দেখানোর প্রচেষ্টা করা হয়েছে অথচ ইরান ও তার সেনাবাহিনী সিরিয়া ও ইরাকে লাখ লাখ সুন্নী গণহত্যা ও ধর্ষণের সাথে সরাসরি জড়িত। অস্ত্রধারী হামাসকে একদম সত্যের মানদন্ডে দাড় করানোর প্রচেষ্টা কারণ তারাও সম মতাদর্শের গণতন্ত্রে বিশ্বাসি। অথচ একইভাবে অস্ত্রধারণকারী তালেবান বা আলকায়েদাকে অনেকখানি ভিলেন সাজানোর চেষ্টা। দাওলাহ বা ইসলামিক স্টেট একটি বড়সর ধোঁকা। আসলে লিবিয়া থেকে শুরু হয়েছিল এর বিষ বপন অতপর মিশর ছাড়িয়ে ইরাক। আপনি কখনোই প্রচলিত বিশ্ব রাজনীতি,মিডিয়া, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদির আলোকে বর্তমান বিশ্ব পরিস্তিতির বাস্তব অবস্হা বুঝতে পারবেননা। বারবার হোচট খাবেন, সত্য থেকে দূরে অবস্হান করবেন। আসতে হবে কোরান ও হাদিসের দিকে। প্রত্যেকটি হাদিসের গ্রন্হেই ফিৎনা ও কিয়ামতের আলামত নামক অধ্যায়টি আছে। অন্তত বুখারী, মুসলিম, তীরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ এর ফিৎনা ও কিয়ামতের নিদর্শন অধ্যায়গুলো পড়ুন। আর সুরা বনী ইজরাইল, সুরা কাহাফ, সুরা মারিয়াম আর সুরা রূম পড়ুন বাস্তবতাকে নিজের চোখে দেখতে পারবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File