শয়তান নামা..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ জুলাই, ২০১৫, ০৭:৫১:৩৯ সন্ধ্যা
আমি শক্তের ভক্ত, নরমের যম
আমি মহাপাপী, শয়তান অধম।
আমি নই সাধু, আমি ডাকাত-চোর,
আমি মতলববাজদের পা চাটা কুকুর।
আমার কাছে মুখের বুলি, সাম্য-স্বাধীনতা,
আমার কাছে সবই নস্যি, রাখি না কথা!
আমি বন্দুকের নল, আমি ক্রসফায়ার
আমি দুনিয়ার কাউরে করিনা কেয়ার।
আমি পেট্রোল বোমা, আমি দাহ্য পদার্থ
আমি সকল শুভ আয়োজন করে দেই ব্যর্থ।
আমি শক্তের ভক্ত, নরমের যম
আমি মহাপাপী, শয়তান অধম।
আমি ভয়ঙ্কর, আমি নির্মম-ডেঞ্জার,
আমার চাইতে কে আছে বিশ্ব বাটপার?
আমি ট্রিগার, চকচকে বেয়নেট-বুলেট,
আমি ভালর বুকে বিদ্ধ করি বুলেট।
কার জন্যে কিসের আবার মানবতা?
আমি নিমিষেই করি নিরীহ মানুষ হত্যা।
আমি নীতিহীন বিনাশী, লক্ষ্য ভ্রষ্ট
আমি সীমারের চেয়েও বেশি নিকৃষ্ট।
আমি শক্তের ভক্ত, নরমের যম
আমি মহাপাপী, শয়তান অধম।
আমি পাপিষ্ট, আমি অধার্মিক-ভন্ড
আমি মুহুর্তেই করি শুভ কিছু পন্ড।
আমি স্মাগলার, আমি নগ্নতা-পার্লার
আমি ছিনতাইকারী, করি চোরা কারবার।
আমি দুর্ভিক্ষ, আমি হাহাকার
আমি ঘৃণা ছড়ানোর করি কারবার।
আমি তথাকথিত বুদ্ধিজীবী, বুদ্ধি বেচে বেড়াই
আমি সবার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাই।
আমি শক্তের ভক্ত, নরমের যম
আমি মহাপাপী, শয়তান অধম।
আমি অশান্তি, আমি চির দাবানল
আমি মানুষের মাঝে লাগাই দ্বন্দ্ব-কোন্দল।
আমি ধ্বংস, চাই সাহসীকে ধিক্কারিতে
আমি মানুষের সুখ শান্তি পারি না দেখতে।
আমি চাই মহামারী এইডসের হোক বিস্তার
আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই হোক বিশ্ব সংসার।
আমি শক্তের ভক্ত, নরমের যম
আমি মহাপাপী, শয়তান অধম।
=====
বিষয়: সাহিত্য
১২৯৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শয়তান ই
মন্তব্য করতে লগইন করুন