কবিতা-১৫: শাওয়ালের ঐ বাঁকা চাঁদ
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ জুলাই, ২০১৫, ০৩:২৭:২৬ দুপুর
ঈদ এসেছে ঈদ, জানাই ঈদ মোবারক
ছড়িয়ে দিতে বিশ্ব মাঝে ভ্রাতৃত্ববোধ
মাসব্যাপী তাকওয়ার চলেছে অনুশীলন
ঈদুল ফিতর মু’মিনের উৎসব সমাপন।
শাওয়ালের ঐ প্রথম দিনের বাঁকা চাঁদ
ক্ষুধার জ্বালায় কেটেছে কারো দিবস রাত।
লুকিয়ে আছে কত অসীম আনন্দ রাশি
সবার ঘরে আসে না কেন ঈদের খুশী?
ঈদের জামাতে কাঁধে কাঁধ মিলাও সবে
বুকের মাঝ টেনে নাও আপন করে
ছড়িয়ে দিতে ঈদের শিক্ষা সাম্যবানী
ছুঁড়ে ফেলো যত ঘৃণা শয়তানের উস্কানী।
=====
বিষয়: সাহিত্য
১২৮৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ মোবারাক
বুঝি নাই, আবু জান্নাত ভাই। এক কেমনে হবে? ঈদ মোবারক..
"ছড়িয়ে দিতে ঈদের শিক্ষা সাম্যবানী
ছুঁড়ে ফেলো যত ঘৃণা শয়তানের উস্কানী।"
ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন