কবিতা-১৪ : ঈদ মানে
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ জুলাই, ২০১৫, ০৬:১০:৪২ সন্ধ্যা
ঈদ মানে খুশীর গীত, ঈদ মানে মহাআনন্দ
ঈদ মানে সারাদিন কোর্মা-পায়েসের সুগন্ধ।
ঈদ মানে খোকা-খুকুর অসীম আনন্দ
ঈদ মানে ছোট-বড় নেই কোন দ্বন্দ্ব।
ঈদ মানে সাম্য-মৈত্রী, ঈদ মানে ভ্রাতৃত্ব
ঈদ মানে ধনী-নির্ধন, নেই কারো কর্তৃত্ব।
ঈদের দিন কোথাও নেই অন্নহীনের কান্না
প্রাণের উৎসব ঘিরে ফিরনী পোলাও রান্না।
ঈদ মানে নতুন জামা লাল-নীলচে স্বপ্নপরী
খুশীতে মাতোয়ারা আলিঙ্গন সবে করি।
ঈদ মানে দুনিয়া জুড়ে সার্বজনীন উৎসব,
প্রিয়জন দুরে থাকে করি তারে অনুভব।
ঈদের এই খুশীতে উৎসব মুখর সবাই
এসো সবে মিলে মিশে সাম্যের গান গাই।
ঈদের মহান শিক্ষা যাতে ভুলে না যাই
সারাক্ষণ চলুক অনন্ত খুশীর রোশনাই।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকলে মিলে মিশে সাম্যের গান গাই।"
সুবিধা বঞ্চিত মানুে যেন ভুলিয়া না যাই৷
ধন্যবাদ৷
EID MUBARAK...
ঈদ মানে সবার তরে সার্বজনীন উৎসব,
বুঝিয়ে বলেন
উপবাসি সেই কৃষক এর ঘরে এসেছে কি আজ ঈদ।
খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন