কবিতা-১১ : আমার প্রিয় চট্টগ্রাম

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জুলাই, ২০১৫, ০৫:২১:৪৮ বিকাল



প্রিয় নগর প্রিয় শহর, আমার প্রিয় চট্টগ্রাম

এককালে ইসলামাবাদ বলে ছিল যার নাম।

কেউ বলে রূপসী চট্টলা, কেউ প্রাচ্যের রানী

তোমার বুকে জন্ম নিয়েছে কত জ্ঞানী-গুণী।

তুমি বাণিজ্যিক রাজধানী, তুমি বন্দর নগরী

তোমায় নিয়ে দেশ-বিদেশে মোরা কত গর্ব করি।

বিধাতা তোমায় দিয়েছে রূপের ঐশ্বর্য ভরি,

তোমার সৌন্দর্যের সামনে ম্লান হবে হুর-পরী!




বীর চাঁটগা, বিদ্রোহ বিপ্লবের রক্তিম রূপকার

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সুতিকাগার।

তোমার বুক থেকে ঘোষিত হয়েছে, স্বাধীনতার ডাক

দামাল ছেলেদের প্রতিরোধে চালিয়েছে সেনা পাক।


তোমার বুক ছিঁড়ে চলে গেছে নদী কর্ণফুলী

ব্রীজ দিয়ে যেতে পর্যটকেরা তাকায় নয়ন মেলি।

বিদেশ থেকে মাল বোঝাই জাহাজ ভিড়ে বন্দরে

রঙিন সুতায় স্বপ্ন আঁিক মোরা, লালন করি অন্তরে।



হাজারো পাল তোলা নৌকা চলে নদীর বুকে

কবিরাও স্বপ্ন দেখে, কল্পনার রঙ তুলি এঁকে।

নৌ বিহারে বিকেল বেলা সদর ঘাটের কিনারায়

ঢেউয়ে ভেসে আকাশ দেখতে, কে যেন ডাকে ইশারায়?

ফয়'স লেকে বেড়াতে গেলে মন জুড়িয়ে যায়

সুউচ্চ পাহাড় থেকে আঁিখ যেন দিগন্তে হারায়।

তুমি অতি মনোহর রূপের ভুবন মোহিনী লীলাভুমি

শুধু তোমার পরিচয়ে পরিচিত হই, ধন্য আমি।




বিষয়: সাহিত্য

১৮৮৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328993
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫২
271238
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
328999
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো আপনার চাটগা নিয়ে লেখা কবিতাটা। প্রায় ৩ বছর আগে গেছিলাম। ভালো লেগেছে শহরটা। তবে বেশী জায়গা ঘুরতে পারিনি।
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৩
271239
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য..
329011
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : কোনদিন যাবার সুযোগ হয়নি৷ যা শোনালেন তাতে মনে লয় এখনই গিয়ে দেখে আসি৷ ধন্যবাদ৷
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৩০
271401
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। আসবেন বেড়াতে দেশে আসলে..সাথে থাকবো। ইনশাআল্লাহ.
329025
০৭ জুলাই ২০১৫ রাত ০৮:৪৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
পুরো দেশের সৌন্দর্য যাহা
অর্ধেক তার চট্টগ্রামে,
কেউ মানুক কিবা নামানুক
পরিচয় তার নামে ।
//////////////////////////////
ইফতারের আয়োজনে সাড়া দিচ্ছেন না কেন ?
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৩২
271402
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। কোন্ ইফতারের দাওয়াত ভাইজান বুঝি নাই..?
০৮ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৪
271429
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গ্রুপে আপনাকে কয়েকবার টেগ দেয়া হয়েছে
329044
০৭ জুলাই ২০১৫ রাত ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো
যদিও এই নগরি এখন কিছু অমানুষ এর দখলে!
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৪
271403
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিক বলেছেন, আর কিছু দিন পর চট্টগ্রামে বন্য হাতি উপদ্রব শুরু হবে। রেডি থাইকেন..
329052
০৮ জুলাই ২০১৫ রাত ১২:১২
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : চট্টগ্রামকে শিল্পীর অনবদ্য তুলিতে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে লোভনীয় করে তুলেছেন আপন দক্ষতায়। ধন্যবাদ মাছুম ভাই।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৯
271404
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ অধ্যাপক সাহেব। আপনার সুন্দর মন্তব্য লেখনিকে আরো এগোতে সাহায্য করবে।Good Luck Good Luck
329054
০৮ জুলাই ২০১৫ রাত ১২:৫১
তবুওআশাবা্দী লিখেছেন : আমার স্কুল বেলার অনেক স্মৃতি জড়ানো চিটাগাং|দ্বিতীয় ফটোটা দেখে মনে হলো আরে এই রাস্তাটা দিয়েইতো কত বার গেছি -একই রকম সবুজে ছাওয়া!ভালো লাগলে অনেকদিন পর চিটাগাঙের স্মৃতি ভেজা একটা ফটো দেখানোর জন্য|
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪১
271405
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, ২য় ছবিটা হলো টাইগার পাশের।
329079
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রাণ প্রিয় জম্ম স্থান নিয়ে অসাধারণ লিখা কবিতার ভাষায়। অসংখ্য ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪২
271406
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার উপস্থিতি কম দেখা যাচ্ছে আবদুর রহিম ভাই..
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৩
271436
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগের ব্যবস্থাপনা দেখে ব্লগের প্রতি বিরক্তি চলে এসেছে ভাই!!!

চিন্তা করেছিলাম লিখাই ছেড়ে দেব.... ফেসবুকে শাহীন ভাইয়ের প্রেম বিষয়ে একটি পোস্ট দেখে হূদয়টা জাগ্রত হলো....!

ঐ বিষয়টা ধারণ করে বিভেগের তাড়নায় একটি লেখা লিখলাম... তা নিয়েই ব্লগে আসা।
329126
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতা। ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৩
271407
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও..
১০
329164
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
271454
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
১১
329369
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৮
বার্তা কেন্দ্র লিখেছেন :

ভালো লাগলো,ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৫ দুপুর ০১:০০
272023
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ..
১২
329705
১২ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার নানাজান তার গোটা চাকরি জীবনটাই চট্টগ্রামে কাটিয়েছিলেন। আমার মা-খালা, মামারা সবাই সেখানেই মানুষ হয়েছেন, লেখাপড়া করেছেন। চাকরি থেকে অবসরের পর নানাজান খুলনায় চলে আসেন এবং এখানেই বসতি গাড়েন। আমার মা এখনো চিটাগাং এর গল্প সবসময় করেন। তার স্কুল, কলেজ অনেক গল্প। আমার অবশ্য মাত্র একবারই যাবার সৌভাগ্য হয়েছে।
১৩ জুলাই ২০১৫ দুপুর ০১:০৪
272024
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুযোগ পেলে আবার আসবেন বেড়াতে। অনেক সুন্দর মন্তব্য শেয়ারিং করার জন্য ধন্যবাদ।
১৩
333842
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৩
কথার_খই লিখেছেন : ইনবক্সে আসুন প্লিজ।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৮
275956
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওকে ধন্যবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File