কবিতা-১০ : সেই বিধানের নাম
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৪ জুলাই, ২০১৫, ০১:১০:৪৩ দুপুর
রহমত মাগফিরাত নাজাতের রমজান
যে মাসে নাজিল করল আল্লাহ মহান
মানব জাতির জন্য চলার বিধান,
সেই বিধানের নাম আল্ কুরআন।
মানবতার মুক্তির একমাত্র সমাধান
যদি সমাজে চালু হয় এই বিধান
কুরআন নিশ্চয়ই খোদায়ী ফরমান
রমজানে দান করো হও পূণ্যবান।
রোজাদারের পুরষ্কার জান্নাত রাইয়ান
দেখা দিবেন বান্দাকে আল্লাহ সোবহান
রোজাদারের মুখের গন্ধ, মেশকের সুঘ্রাণ
আরো আছে পুরষ্কার হুর ও গেলমান।
শৃঙ্খলিত রমজানে তাগুত শয়তান,
সঠিক সময়ে সেহরী ইফতারী খান।
কিয়ামুল লাইল আর এতেকাফে যান
যদি আপনি মহান প্রভুর সন্তুষ্টি চান।
সকল মাসের সর্দার মাহে রমজান
আসমান থেকে ঝরে রহমত অফুরান
তবেই সকল জুলুমের হবে অবসান
চাহিয়া দেখ, আজ শত মজলুম প্রাণ।
হোক সবখানে মানবতার জয়গান
শপথ নিন কায়েমের আল্লাহর বিধান।
সেই বিধানের নাম আল্ কুরআন
মানবতার মুক্তির একমাত্র সমাধান।
বদরের প্রান্তরে আর মক্কা অভিযান
বিজয় মুকুট পরাতে সত্যের নিশান।
উদ্ধত আবু জাহেলদের যায় গর্দান
শঙ্কিত হয় কাফের নেতা আবু সুফিয়ান।
এই রমজানে ধূলিস্ম্যাৎ মিথ্যার পতন
রোজা করে রিপুর দমন, চরিত্রবান।
রমজানের শপথ বিজয় আল্লাহর দ্বীন
তাঁরই রঙে হও মু’মিন, সকলে রঙিন।
====
বিষয়: সাহিত্য
১৪০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন