বিবিধ-৮ : ইদানীংময় একটি সন্ধ্যা এবং কিছু কথা..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ জুলাই, ২০১৫, ০২:৪৫:০৫ দুপুর
সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহরাব্বুল আলামীনের জন্য। গত ৩০শে জুন ১২ রমজান আমার সম্পাদিত ও সদ্য প্রকাশিত লিটল ম্যাগ “ইদানীং”এর মোড়ক উন্মোচিত হয়ে গেলো। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক, বিশিষ্ট কবি অধ্যাপক কমরুদ্দিন আহমদ, বিশিষ অতিথি ছিলেন দৈনিক কর্ণফুলীর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোহাম্মদ ইসমাইল, লেখক ও কলামিস্ট রায়হান আজাদ, সাতকানিয়ার আল্ হেলাল ডিগ্রী কলেজের অধ্যাপক সেলিম উদ্দিন, আরটিএমনিউজ২৪এর সম্পাদক আরাফাত হোসেন বিপ্লব, কবি বাদশা আতাউর রহমান এবং বাংলাদেশ কবি পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নাছির বিন ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন লেখক ও সমাজ সেবক জনাব আহমদ রশীদ বাহাদুর বাহার।
আসলে এ অনুষ্ঠান করতে পেরে সবার প্রতি কৃতজ্ঞ। আমি মুগ্ধ, অবিভুত! এ অনুষ্ঠান সত্যিই খুবই আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রোগামটি হঠাৎ করেই আয়োজন। আমার এ পর্যন্ত লিখিত ও সম্পাদিত ১২টি বই-ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। কিন্তু নানা ব্যস্ততার কারণে কোন অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি। বাহার ভাই এবং নাছির ভাইকে বললাম এই পরিকল্পনা। উনারা সানন্দে রাজী হলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইদানীংএর নির্বাহী সম্পাদক আলমগীর ইমন এবং সহ সম্পাদকত্রয় মোহাম্মদ এমরান, মামুনুর রহমান, মশিউর রহমান-অনুষ্ঠানকে এগিয়ে নিতে অনেক কষ্ট করলেন। যদিও সীমিত পরিসরে এই আয়োজন, তবুও উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। ভবিষ্যতে আরো বড় আকারের প্রোগ্রাম আয়োজনে সবার দোয়া কামনা করছি। আমন্ত্রিতদের অনেকেই নানা ব্যস্ততার কারণে আসতে পারবেন বলে আগেই জানিয়েছেন। আবার অনেক কাছের বন্ধুদেরকে দাওয়াত করতে পারিনি। পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে ইদানীংএর যাত্রাতে শামিল করা হবে।
অনুষ্ঠানে শুরুতে চমতকৃত হলাম দুই প্রবাসীকে পেয়ে। তারা হলেন মোহাম্মদ লোকমান এবং জামাল উদ্দিন ভাই। তারা গতকাল সকালে এসেই বাহার ভাইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে এলেন। সবাইকে অনুষ্ঠানে এসে সুন্দর এবং সার্থক করার জন্য ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে। অনুষ্ঠানে কিছু কথা উঠে এসেছে যা খুবই প্রয়োজনীয়। যারা আসতে পারেন নি তাদের হয়ত এ লেখা চোখে পড়লে ভাল লাগতে পারে। সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক বিদগ্ধ বক্তাকে সুযোগ দিতে পারিনি। এজন্য ইদানীংএর পক্ষ থেকে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।
মূল আলোচনা থেকে কিছু কথা পেশ করা হলো :
১) সবাই ইদানীং এর ভুয়সী প্রশংসা করেছেন এবং প্রকাশনা নিয়মিত করার আহ্বান জানান। ২) সুস্থ, নৈতিকতা সম্পন্ন এবং পরিশীলিত সাহিত্য-সংস্কৃতির উপর জোর দেয়ার তাগিদ জানান।
৩) কবি, লেখক-সাহিত্যিক তথা কলম সৈনিকদের মধ্যে পারস্পরিক সর্ম্পক এবং সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান।
৪) মাহে রমজানের বরকতময় দিনে তাকওয়া ভিত্তিক সমাজ বা শাশ্বত বিধান প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেন।
৫) এ ধরনের অনুষ্ঠান যাতে আরো বেশি হয় তার উপর জোর দেন।
অনুষ্ঠানে আরো যারা ছিলেন বন্ধুবর আজিজুল হক আরশেদ, রিদওয়ান কবির সবুজ, সালাউদ্দিন মাহমুদ, কামাল উদ্দিন, এমরুল কায়েস ভুট্টো, হাসান বিন নজরুল, ইমরান হোসেন প্রমুখ।
আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতেও ইদানীংএর পথ চলা অব্যাহত থাকবে। ইনশাল্লাহ। কিন্তু সবাইকে সাথে পেতে চাই। কারণ এই কঠিন সময়ে একটি প্রকাশনা নিয়মিত বের করা সুকঠিনও বটে। সবাইকে আগামীতে ইদানীং এ লেখার এবং সাথে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
https://www.facebook.com/groups/457149721082905/
====
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই এক অবিস্মরনিয় সন্ধ্যা!
আগামিতে আরো ভাল করতে পারবেন ইনশাআল্লাহ
http://globetodaybd.com/?p=33296
মন্তব্য করতে লগইন করুন