ছড়া-২ : বেগুন..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২০ জুন, ২০১৫, ০১:৫৪:৫৫ দুপুর
নাম তার বেগুন
আছে কত গুণ!
এই যে দেখুন
বাজারে আগুন
রমজান এলে হয় দাম কয়েকগুণ।[/b]
ক্রেতার ইচ্ছে যেমন
বিক্রেতার বারণ,
হঠাৎ দেন বাধা
তা হবে না দাদা
বাড়াবাড়ি করলে মাথায় চাপতে পারে খুন!
সঠিক মূল্য নির্ধারণ
করবে কোন্ জন?
সংযমের মাসে
অপশক্তি হাসে!
বাজারের উপর কর্তৃপক্ষের নেই নিয়ন্ত্রণ?
(২০ জুন।। ৬ আষাঢ়।। ১৪২২ বঙ্গাব্দ)
======
বিষয়: সাহিত্য
১১৪২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনের দুঃখে তাই বলি বেগুনের নাই কোন গুন!!
তাই তো এত দাম
যার কোন গুণ নেই
তার নাম বেগুন,
রমজান এলে তার
দাম হয় তিনগুণ !
!
বেগুনের কাজ টা আলু দিয়ে সেরে পেলুন,
বোশেখের সময় ইলিশ যেমন ৪-৫ হাজার টাকা জোড়া কিনতে মানুষ কার্পন্য করে না , তেমনি রোজার সময়ও ১০০ টাকা/কেজি বেগুন মানুষ দেদারসে কেনে ।
মন্তব্য করতে লগইন করুন