বিবিধ-৩ : প্রতিযোগিতার বিষয়ে জনৈক ব্লগারের হীনউদ্দেশ্যমূলক পোস্ট প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২১ মে, ২০১৫, ০৩:১৮:৪০ দুপুর





টুডে ব্লগ সম্পাদক কর্তৃক প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। বিষয় : প্রিয় খাবার, প্রিয় দেশ, প্রিয় লেখক, প্রিয় কবি, প্রিয় বই। ডেট লাইন ১৫ জুন। ব্ল¬গারদের তা অনেক উৎসাহব্যঞ্জকও বটে। আশাকরি সবাই অংশগ্রহণ করবেন। জনৈক ব¬গার সম্পদক এবং সহব্ল¬গারদের বিরুদ্ধে কথিত অভিযোগ এনে বলেছেন ব্ল¬গে নাকি সব সৌদি ওহাবী পন্থী, জামায়াত-শিবির পন্থী। পুরষ্কার নাকি তারাই পাবে? গা ছুলকানি শুরু হয়ে গেছে।

দেখুন তিনি কি লিখেছেন? হুবহু তুলে ধরছি।

১। “কিছুক্ষণ আগে ব্ল¬গ প্রতিযোগিতার একটা নোটিশ ধরনের পোস্ট দেখলাম। পড়লাম । আমি দ্বিধাগ্রস্হ হলাম। কারণ আমি বিজয়ী হতে পারবো বলে মনে হচ্ছে না। কারণ আমি জামায়াত-শিবিরের লোক না। আমি ওহাবী-আহলে হাদিস বা মওদুদী মতবাদে বিশ্বাসীও না ।

এজন্য সবার কাছে জানতে চাচ্ছি -

আমাকে এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য জামায়াত-শিবিরের লোক বা তাদের পরিবারভুক্ত হতে হবে কি ?

যদি এই শর্ত থাকে, তাহলে জামায়াত-শিবিরের চারটা নিকাবী কন্যাকে বিয়ে করে তাদের দলভুক্ত হতে ইচ্ছুক। আমার একটা নিকাবী-হেজাবী-শাহবাগী কন্যা হলেও চলবে না । আমার চারটা লাগবে। কিন্তু সমস্যা হলো নিকাবী বোনরা আমাকে বিয়ে করবে কি না? কারণ নিকাবী বোনরা আল¬াহওয়ালা লোক পছন্দ করেন না। তারা অঢেল টাকা-পয়সাওয়ালা বখাটেদের পছন্দ করেন ।”

২। “আমি একটা প্রতিযোগিতার আয়োজন করছি । ১০ জনকে পুরস্কৃত করা হবে । পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা হতে ১ লক্ষ টাকা । আর বিজয়ীরা একটা ক্রেস্ট ও বিশেষ সম্মাননা পাবেন । অংশগ্রহণকারীরা সবাই বিশেষ সনদপত্র পাবেন ।

লেখার বিষয় :

১। ওহাবী সম্প্রদায় ও সৌদি আরব ।

২। ইসলাম ও বাংলাদেশের দুষমন জামায়াতে ইসলামী ।

৩। জামায়াতের ইসলামী যেভাবে বাংলাদেশে ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত হানে ।”

উনির আসলে পরিচয়ের সঙ্কট থাকতে পারে। ছদ্মবেশ ধারী কেউ। তার মুনাফেকী খাসলত। নির্দিষ্ট কতগুলো বিষয় ছাড়া উনার আর কোন পোস্ট চোখে পড়ে না। কেবল জামায়াত-শিবির ইসলাম নিয়ে গেল! গেল!! গেল!!! উনাদের চোখে নাস্তিকরা ঠিক আছে, তেমনি কমিউনিস্ট, দেওয়ানবাগী, ভন্ড বাবা, অন্যান্য ঈমান বিধ্বংসী মতবাদ সবই জায়েয-খালি জামায়াত নিয়ে কেন? নিশ্চয় কুমতলব আছে? এধরনের মানসিকতা সুস্থতার লক্ষণ নয় বরং অসৌজন্যমূলক। মত প্রকাশের ক্ষেত্রে মুর্খতা এবং জঙ্গীপনা কাম্য নয়।

ইসলামের নামে জোড়াতালি দিয়ে ইবাদতরূপী নতুন নতুন আবিষ্কারকে ওরা সঠিক ইসলাম বলে প্রকাশ করছে। অথচ রাসূল (সা), সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহীনদের জীবদ্দশায় এরকম নব্য ইবাদতের অস্তিত্ব ছিল না। রাসূল (সা) এবং খোলাফায়ে রাশেদীনের আমলই ইসলাম প্রকৃতরূপ। এর পরবর্তীতে অনেক বিকৃত ধারা ইসলামের নামে যুক্ত হয়ে গেছে। আমাদের অনেকে সেই বিকৃত ইসলাম নিয়েই আঁকড়ে আছি।

নিচে আমি কিছু বিষয় নির্ধারণ করছি। প্রতিযোগিতার বিষয় না হলেও অন্য সময় লেখার উপাদান হতে পারে:

১। ওরশ, গরম মাজার ও কবরপূজা

২। শিরক ও বিদআত-ধর্মের নামে ক্যান্সার ও এইড্স

৩। কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজ

৪। ইসলামী শরীয়ত প্রদত্ত দু’টি ঈদ

৫। নতুন মাযহাব হিসেবে ছিরিকোটি-তৈয়বী-তাহেরী মাযহাব

আসলে আল্ল¬াহর প্রকৃত ওলীরা আমাদের শ্র্রদ্ধার পাত্র। কাউকে হেয় করার জন্য এ পোস্ট নয়। মুনাফেক এবং ইসলামের দুশমনদের তা খারাপ লাগতে পারে। বরং কাদা ছুড়াছুড়ি বন্ধের নিমিত্তই এর একমাত্র উদ্দেশ্য।

====

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321592
২১ মে ২০১৫ দুপুর ০৩:২৮
নন্টে ফন্টের মামু লিখেছেন : আপনি তো দেখছি ফখরু মিয়ারে নিয়া মাথা ঘামাইতেছেন। ব্লগে নতুন অইলেই পাঠক হিসেবে পুরাতন হওয়ায় ফখরু মিয়ার ফখরগিরি সম্পর্কে ওয়াকেবহাল ছিলাম। জানা মতে, ব্লগের জনপ্রিয় ব্লগারগণ ওনাকে নিয়ে আর মাথা ঘামান না। মনে করেন- পাগলে কি না বলে, আর ছাগলে কি না খায়!!
২২ মে ২০১৫ বিকাল ০৫:৫২
262894
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মামু, জানতাম না। এক ফখর ছিল বাংলাদেশের অভিশাপ, এখন নতুন ফখর,,আর ঘামাব না।..
321596
২১ মে ২০১৫ বিকাল ০৪:১২
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সুন্দর একটি লিখা পোস্ট করার জন্য ধন্যবাদ, তবে লিখার সাথে ছবির কোন মিল খুঁজে পেলাম না।
২২ মে ২০১৫ বিকাল ০৫:৫৪
262896
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পুরো পড়লেই মিল পেতেন ভাই। ধন্যবাদ আপনাকে।
321598
২১ মে ২০১৫ বিকাল ০৪:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধুর মিয়া! ঐ গর্দভডারে নিয়ে অনেকেই লিখেছে। হেতার আক্কেল-শুরুম বলতে কিচ্ছু বাকী নেই। বিখ্যাত ব্লগার বেআক্কেল মামু, চাচা বুড়াময়িা, ইমরান ভাই, সঠিক ইসলাম, গাবাচৌ তত্তের আবিস্কারক, দ্য স্লেভ, আহমদ মুসা প্রমূক। এর পরেও হেতার আক্কেলজ্ঞান ফিরে আসেনি।
২২ মে ২০১৫ বিকাল ০৫:৫৬
262898
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ,জানতাম না। গ্যাঞ্জাম ভাই। এক ফখর ছিল বাংলাদেশের অভিশাপ, এখন নতুন ফখর,,আর ঘামাব না।..
321599
২১ মে ২০১৫ বিকাল ০৪:২১
সালাম আজাদী লিখেছেন : নষ্ট করার মত সময় আপনার হাতে তো থাকার কথা না, শাইখ!
২২ মে ২০১৫ বিকাল ০৫:৫৯
262899
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্যার, ধন্যবাদ আপনাকে। কিছু না লিখলে যে মনটা শান্তি হয় না। এক ফখর ছিল বাংলাদেশের অভিশাপ, এখন নতুন ফখর..??
২৩ মে ২০১৫ রাত ১২:২৫
263003
সালাম আজাদী লিখেছেন : হাহাহাহা Rolling on the Floor
321600
২১ মে ২০১৫ বিকাল ০৪:৪২
দুষ্টু পোলা লিখেছেন : সালাম আজাদী লিখেছেন : নষ্ট করার মত সময় আপনার হাতে তো থাকার কথা না, শাইখ!
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০১
262900
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। কিছু না লিখলে যে মনটা শান্তি হয় না।
321601
২১ মে ২০১৫ বিকাল ০৪:৪৭
জেদ্দাবাসী লিখেছেন : ওনি ব্লগ সম্পাদকের বিরুদ্ধে ক্ষেপেছেন কেন বুঝলাম না, নাকি বুশের মত নিজের পক্ষে না হলে সবাই কে বিপক্ষ ভাবাতে শুরু করেছেন।
লোকটার সুমতি কামনা করছি।

তার মন্তব্যর জবাব আমি দিয়েছি এইভাবে;
১। ওহাবী হচ্ছে যারা বাস্তব জীবনে কোরআন সুন্নাহকে মেনে চলে। আর সৌদি আরব সেই দেশ যেই আজান হলো সাথে সাথে দোখানপাট ব্যবসা-বানিজ্য কাজ-কাম বন্দ করে নামাজের জন্য লোকেরা কাতারে কাতার দাড়িয়ে যাই।
২। ইসলাম ও বাংলাদেশের দুষমন যারা তাদেরই দুষমন জামায়াতে ইসলামী ।

৩। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বাংলাদেশে ধর্ম ও সংস্কৃতির উপর আসা আঘাত রুখে দিয়েছে নিজেদের বুককে ঢাল বানিয়ে । শহিদী রক্তের বন্যায় রুখে দিয়েছে অন্যায়। মওদুদী হচ্ছে সেই বিরল ব্যাক্তিত্ত যিনি কোরান শরিফকে লাল কাপড়ের বন্দি থেকে মুক্ত করে আমাদের সামনে মেলে দরেছেন, ইকরা বিছমি রাব্বিকাললাজি খালাক পড় প্রভুর নামে........

জাযাকাল্লাহ খায়ের
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০১
262901
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
321634
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন :

তার জবাব হলো এইটা....
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০২
262902
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্যার, ধন্যবাদ আপনাকে।
321641
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
শেখের পোলা লিখেছেন : চুলকানী বড় খারাপ অসুখ৷ সহজে যায়না,আর যদি তা দাউদে রূপ নেয়৷ বেশ কদিন চুলকানী বন্ধ আছে৷ ধন্যবাদ৷
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০২
262903
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। এক ফখর ছিল বাংলাদেশের অভিশাপ, এখন নতুন ফখর..??
321646
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফখরুল সহেব জনগনকে সাথে নিয়ে ওনার অপছন্দের লোকজনের সাথে যুদ্ধের কথা বললেন তখন ওনার রাজনৈতিক আদর্শ জানতে আমার প্রতি মন্তব্য......
কিন্তু তিনি জবাব দিননি!!!
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
262906
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভন্ডামি যাদের পেশা কি জবাব দেবে। ধন্যবাদ আপনাকে।
১০
321647
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার মাথায় সম্ভবত রিফ্লেক্টর বসান আছে!!
যতই বুঝান উনি উল্টা বুঝেন!
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
262907
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১১
321659
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! এতকিছুর পরেও যেন লোকটার শুভ-বুদ্ধির উদয় হয়।
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
262908
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১২
321703
২১ মে ২০১৫ রাত ১০:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই অথর্ব অনেককাল ধরেই এখানে খেউ খেউ করে যাচ্ছে, তার মত নির্লজ্জ বেহায়া পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বলে মনে হয় না। ও একটা চরম বায়াজড লোক! আল্লাহ্‌ নিশ্চয় ভন্ডদের উপযুক্ত দন্ডদানে দন্ডিত করবেন!

আপনি সম্ভবত নতুন এসেছেন তাই খারাপ লাগছে, আমাদের গা সওয়া হয়ে গেছে। জামাত শিবির নামক খাজলি ব্যামো তার আছে, তাই সবকিছুতেই, জামাত শিবিরের প্রাসংগিকতা না থাকলেও তার মুখে জামাত শিবিরের বদনাম আপনি শুনেই থাকবেন!

অতএব আপনার প্রতি পরামর্শ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তা নিয়ে একদম মাথা ঘামাবেন না।
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
262909
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১৩
321748
২২ মে ২০১৫ সকাল ০৫:১৮
কাহাফ লিখেছেন :
ঐ দেড় বেটারী কে নিয়ে কিছু লেখাও সময়ের অপচয় শুধু! 'ওর' সম্পর্কে সবারই ধারণা হয়েগেছে! নিজে জাহির করার নিরন্তর প্রচেষ্টা ওর!
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
262910
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। কিছু না লিখলে যে মনটা শান্তি হয় না। এক ফখর ছিল বাংলাদেশের অভিশাপ, এখন নতুন ফখর..??
১৪
322019
২৩ মে ২০১৫ দুপুর ০২:৩২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ, মাসুম ভাই।
আমরা ঐ পাগলটাকে মাইনাস করে রেখেছি, মানে তাকে পাত্তা দেই না।
২৩ মে ২০১৫ দুপুর ০২:৫৩
263128
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, এখন থেকে আমিও তা-ই করব লোকমান ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File