বিবিধ-১ : ক’দিনের ব্লগিং অভিজ্ঞতা এবং ধন্যবাদজ্ঞাপন (৭-১৯ মে, ২০১৫)

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ মে, ২০১৫, ০৭:৫৯:৫৫ সন্ধ্যা



৭ই মে প্রিয় ব্লগার চাটিগাঁ থেকে বাহার ভাই আমাকে জানিয়েছেন আমার জন্য ব্লগ আইডি খুলতে আবেদন করেছেন। তিনি আমাকে জানিয়েছেন সপ্তাহ খানেক লাগতে পারে। আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ৮ তারিখ বললেন, ব্লগ কতৃর্পক্ষ আমাকে ব্লগার হিসেবে একসেপ্ট করেছেন। উনি আমাকে কিছু টিপস্ দিয়ে উৎসাহিত করতে লাগলেন। আমি তার সাথে সাক্ষাৎ করে আরো তথ্য জেনে নিলাম। বাহার ভাই অনেকদিন থেকেই আমাকে ব্লগ আইডি খোলার জন্য বলেছিলেন। আমি কেমন জানি উৎসাহী ছিলাম না।

ব্লগারদের নিয়ে নেতিবাচক একটা ধারণা দেশ-জনতার মাঝে ছিল। নাস্তিক ব্লগারদের উৎপাত, বদনাম, ইসলাম বিরোধী স্ট্যাটাস-অবমাননা, শাহবাগের উলঙ্গ নৃত্য, আস্ফালন, টিটকারী ইত্যাদির কারণে বিরক্ত ছিলাম। এদিকে সোনার বাংলাদেশ ব্লগেও অনেক আদর্শবাদী ব্লগার ছিল। মাঝে মাঝে পড়লেও আইডি খুলি নাই, পোস্টও করি নাই। একসময় নাস্তিক্যবাদের রোষানলে পড়ে তা বন্ধ হয়ে যায়। ভাবি আমরা যতই গণতন্ত্রী বলে মুখে ফণা তুলি না কেন? আসলে আমরা এখন সে-ই বাকশালী। কথায় বলে-“বগল মে ইট মুখে শেখ ফরিদ।” কিন্তু “বিডি টুডে ব্লগে” এসে আমার ভুল ভাঙ্গল, ব্লগার মানেই নাস্তিক নয়। আল্হামদুলিল্লাহ একদল আদর্শবাদী লেখকগোষ্ঠী ইসলাম বিরোধীদের শত নগ্ন, নির্লজ্জ, রুচিহীন হামলার বুদ্ধিবৃত্তিক জবাব দিয়ে যাচ্ছেন। তাদের জন্য পরম করুণাময়ের কাছে দোয়া ভিক্ষা করি। আবার অনেকেই বিপরীত মতাদর্শের আছে, থাকুক কোন অসুবিধা নেই। কিন্তু অসুবিধা এখানেই আপনি মুসলমানের সকল সুবিধা ভোগ করে ইসলাম ও মুসলমানের ক্ষতি করছেন কেন? আপনার যদি মুসলমানিত্ব ভাল না লাগে তবে অন্য কোন আদর্শ গ্রহণ করুন-কেউ আপত্তি করবে না। কেউ আপনাকে ডির্স্টাব করবে না।

মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলিম নাম ধারণ করে কিভাবে নাস্তিক হয়? আল্লাহর এই পৃথিবীটার সৃষ্টি সৌন্দর্য, নভোমণ্ডল, নয়নাভিরাম প্রকৃতি, নিখুঁত পরিচালনা, বিনা অসঙ্গতি-মহাগ্রন্থ আল্ কুরআনের চ্যালেঞ্জ, মানব রচিত মদবাদেও অসারতা, মানুষের শারীরিক গঠন কাঠামো, মানুষের জন্ম, সন্তান লালন পদ্ধতি-ইত্যাদির কথা একটু চিন্তা করলেই তো আপনি আপনি মাথা নত হয়ে যায়। বিনা কারণে যেমন কিছু হতে পারে না। এই বিশাল জগৎটা এমনে এমনে চলতে পারে? নাস্তিকরা বলে যা দেখা যায় না, তা কেন বিশ্বাস করবো? না দেখে বিশ্বাস করা যুক্তিবিরুদ্ধ কথা। মানলাম তার কথা, কিন্তু তার কথানুযায়ী যদি বলি তার বাবা-মায়ের পবিত্র মিলনের ফসল, তখন কি সে তা দেখেছে? না দেখে কিভাবে বিশ্বাস করবে ঐ ব্যক্তি তার বাবা, সে তো দেখে নি। সেটাও না দেখে বিশ্বাস করার মত ব্যাপার। তাহলে জন্মদাতার বেলায় হলে না দেখে বিশ্বাস ঠিক আছে আর স্্রষ্টার বেলায় ভিন্ন কথা?

একটা বিষয়ে প্রশ্ন জাগে? ব্লগার বা লেখকরা কেন ছদ্মবেশ ধারণ করবে? এ ধরনের চাতুর্যপূর্ণ বা এক ধরনের প্রতারণা নয় কি? আসল পরিচয় লুকানোর মাধ্যমেই মানুষের বিরুদ্ধে অনেক অহিত কাজ করা যায়। আমার মনে হয়, পরিচয় ঠিক রাখা জরুরী। এ সিলসিলাটা নাস্তিক ব্লগার থেকে আসছে মনে হয়। অবশ্য অনেকেই বলতে পারেন ছদ্মনাম দিয়ে অতীতে অনেক লেখক-কবিরা লেখা লিখতেন। তাদের থেকেই এ ধারা। হোক, তবু আপন পরিচয়ে লিখা হওয়া উচিত। অবশ্য বর্তমানে ইসলামপন্থীরা সরকারের রোষানলে পড়া কারণে ভীত হয়েও তা করেন। এটা কৌশলগতভাবে ঠিক আছে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে দু’কলম লিখার জন্য ছদ্মবেশ ধারণ করেন আপত্তিটা এখানেই।

আমার প্রিয়তে এ পর্যন্ত যারা আছেন, নতুন হিসেবে আমি অনেককে চিনি না। যাদের চিনি মোটামুটি ভাবে তাদের মধ্যে চাটিঁগা থেকে বাহার, সালাম আযাদী, মোহাম্মদ লোকমান, আহমদ মুসা, আবদুল্লাহ রাসেল, বিদ্রোহী কবি, রিদওয়ানুল কবির সবুজ, রায়হান আজাদ, আমি আহমেদ মুসা বলছি, আহসান সাদী,নুর আয়েশা আবদুর রহিম ইত্যাদি। আশাকরি ধীরে ধীরে এর পরিধি আরো বাড়বে। যারা আমাকে প্রিয়তে রেখে ধন্য করেছেন সালাম আযাদী, মোহাম্মদ লোকমান, বদরের যুদ্ধ, লজিক ভাইছা, সত্যের, ঘুম ভাঙাতে চাই-আমি উনাদের প্রতি শ্রদ্ধাসহ ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনীয় পরামর্শ ও মূল্যবান মন্তব্য করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : হতভাগা, শেখের পোলা, আফরা, নুর আয়েশা আবদুর রহিম, আহসান সাদী, বাক প্রবাস, বাজলবী, কুশ পুতুল, মো.মাসুম সরকার আযহারী, দিল মোহাম্মদ মামুন, মাহবুবা সুলতানা লায়লা, তোমার হৃদয় জুড়ে আমি, আবু জান্নাত, সাদাচোখে, নিরব পড়–য়া প্রমুখআমি নতুন বলেই হয়ত ব্লগার ভাই-বোনেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি কী ভাবে তাদের ঋণ শোধ করব জানি না? উপায় থাকলে বাতলে দেবেন।

আমার চিন্তা-চেতনা এবং লেখায় ভুল হলে পরামর্শ দিন, ভুল সংশোধন করতে কোন দ্বিধা করব না-এ প্রত্যাশা সবার কাছে। আমি যা বিশ্বাস করি তা প্রচার করব। অনেকের মধ্যে এ প্রবণতা রয়েছে কেবল আমার মত, আদর্শটাই ঠিক-অন্যেরটা ভুল এমন ধারণার ব্লগার এখানে আছে। আমি ইসলামী আদর্শের প্রচার করি এবং বর্তমান বিশ্বের সর্বশেষ গ্রহণযোগ্য আদর্শ একমাত্র ইসলাম। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ, ইসলাম, কুরআন, নবী-রাসুল-সাহাবাগণ, ইসলামী আদর্শ, মজলুম ইসলামী আন্দোলন-এর ব্যাপারে কোন আপোষ নেই। কেউ যদি এর বিরুদ্ধে অসত্য কথা, কুৎসা, অবমাননা, বিদ্বেষ পোষণ করেন তাহলে আমার এ কলম গর্জে উঠবে। গঠনমূলক সমালোচনা অবশ্যই স্বাগত জানানো হবে। অন্তত: আমি বিবেক বন্ধক রেখে কোন কথা লিখব না। ব্লগ সম্পাদকসহ ব্লগ পরিবারের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞা জানাচ্ছি। আর কারো ধৈর্য্যচ্যুতি ঘটাতে চাই না। সবাই একান্ত সহযোগিতার হাত উদার মনে বাড়িয়ে দেবেন। এই প্রত্যাশায়-

“কারো প্রিয় হতে না পারি

অপ্রিয়ও হতে চাই না,

মিথ্যার সাথে আপোষ করে

অভাজন হতে পারি না।

---

সত্য-মিথ্যার এই লড়াইয়ে

ন্যায়ের পথে আছি,

আদর্শচ্যুত হবোনা কোনদিন

যতদিন পৃথিবীতে বাঁিচ।”

(১৯.০৫.২০১৫)

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321064
১৯ মে ২০১৫ রাত ০৮:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগার শব্দটাকে কিছু মিডিয়া নাস্তিক এর সমার্থক বানিয়ে ফেলেছে। কিন্তু ব্লগ এর পরিসংখ্যান নিলে দেখা যাবে এদের চেয়ে বিশ্বাসি ব্লগার এর সংখ্যা অনেক বেশি।
অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৯ মে ২০১৫ রাত ০৮:৩১
262188
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ চিরসবুজ ভাই। আসলে বিরাট নিয়ামত থেকে এতদিন দূরে ছিলাম। দোয়া করবেন।
“কলম যেন বন্ধ না হয়, আরো যেন শাণিত হয়।”
321067
১৯ মে ২০১৫ রাত ০৮:৩৬
সালাম আজাদী লিখেছেন : মাসুম ভাই, অনেক ভালো লাগছে আপনাদের মত বিদগ্ধ মানুষ এই জগতে আসতেছেন। আপনার লেখায় মৌলিকত্ব আছে, গভীরতাও কম না, আলহামদুলিল্লাহ। বেশি বেশি আপনার লেখা পড়ে পুলকিত হবো, আপনার চিন্তার সাথে ইলমের সাগরে সাঁতরে বেড়াবো এই আশা করি।
ব্লগের জগতে স্বাগত, বাহার ভাই ও আমাদের রতন, কাজেই রতনে রতন চেনে এইটাই প্রমানিত হলো।
১৯ মে ২০১৫ রাত ০৮:৪৮
262190
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ স্যার। এই ১২/১৩ দিনে ব্লগ জগতে আমার অনেক অর্জন। বিশেষ করে আপনার মত জ্ঞানীর সাথে ব্লগ সূত্রে পরিচয়। খুবই ভাল লাগছে এবং এনজয় করছি।
বাহার ভাইকে আমি বলি “ব্লগার লিডার”, সত্যিই উনার তুলনা হয় না।
আমার লেখাগুলো পড়ার জন্য আপনাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনার উত্তম প্রতিদান কামনা করছি। ইনশাল্লাহ, সামনের দিন গুলোতে আরো অনেক অনেক জ্ঞানগর্ভ আলোচনা শেয়ার হবে। এই আশা রাখি এবং সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহর কাছে।
321081
১৯ মে ২০১৫ রাত ০৯:৪৪
আফরা লিখেছেন : অনেক অনেক শুভ কামনা ও শুভেচ্ছা রইল । বেশি বেশি লিখুন সত্য ও সঠিক পথের কথা ।
২০ মে ২০১৫ সকাল ১১:৩৮
262298
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ নতুন ভাইকে ব্লগ পরিবারে সাদরে বরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
321103
১৯ মে ২০১৫ রাত ১১:১৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
আমি সেই দিন হব শান্ত
যেদিন দেশ প্রেমিক সকল
ব্লগার ও অনলাইন এক্টিভিস্টরা
একই কাতারে হবেন শামিল
হবেনা ক্লান্ত।
----_----------------
উপরের ষ্ট্যাটাসটি আমি ১৩ই সেপটেম্বর'২০১৩ইংরেজীতে দিয়েছিলাম যা এখনও আমার টাইম লাইনে আছে।
--_-------_-----------_--_---
ব্লগার আমি অনেককে করেছি। যে কয়েকজন ব্লগের মজা বুঝেছে তার মধ্যে আপনি একজন।
ফেসবুকে অনেক বন্ধু আছে যাদের লেখার মান ভাল। কিন্তু তারা ব্লগ কি জিনিষ তা বুঝেনা অথবা ব্লগার শব্দটিকে নেতীবাচক মনে করার কারণে আগ্রহ দেখায় না।
ব্লগ থেকে আমি অফুরন্ত কিছু পেয়েছি। আমরা প্রত্যেকেই যদি কয়েকজন করে ব্লগার তৈরী করি তাহলে ব্লগপাড়া রত্নের ভান্ডারে পরিনত হবে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
২০ মে ২০১৫ সকাল ১১:৪৪
262301
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ লিডার। আসলে দারুণ এনজয় করছি ব্লগিং। তবে অন্য কোথাও বরাদ্দ সময় কমে গেছে। আশাকরি আপনার প্রত্যাশা পূরণ হবে। তবে এক কাতারে সবাই শামিল হবে না। না হওয়াটাই স্বাভাবিক। মাত্র ১টা বই বের করে থেমে গেলে চলবে না। “স্বপ্ন নিয়ে বোনা-এরপর কি আর বের হবে না? নতুন উদ্যোগ চাই। আপনি নতুনভাবে আবার ডাক দিন, ব্লগ পাড়া জেগে উঠবে। আমরা আপনার সাথে আছি।..অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
২০ মে ২০১৫ দুপুর ১২:৪৭
262315
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখকের সাথে সহমত জানাচ্ছি।
321109
২০ মে ২০১৫ রাত ১২:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার অভিঙ্গতা ও অনুভূতি অসাধারণ লাগলো। আশা বেশি জ্বলে তারাতারি শেষ হয়ে যাবেনা....!

ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ব্লগিংয়ের মজা...! আশা করি ধৈর্য্যর পরিচয় দিয়ে ব্লগিং উপভোগ্য করে তুলবেন। ধন্যবাদ।
২০ মে ২০১৫ সকাল ১১:৫০
262303
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আশা করি ভাল আছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি বলেছেন, “আশাকরি তাড়া জ্বলে শেষ যাবে না, ব্লগিংএর মজা এবং ধৈর্য্যধারণ করা”-তা আমার হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমার ব্লগিং লাইফে আলোর মিনার হয়ে কাজ করবে। এ নতুন ভাইকে ব্লগ পরিবারে সাদরে বরণ করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। দোয়া অব্যাহত রাখবেন। আপনার মূল্যবান পরামর্শের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট আবেদন জানাচ্ছি।
321145
২০ মে ২০১৫ সকাল ০৫:২০
কাহাফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
কিছু মানুষ স্বীয় যোগ্যতা আর বিদগ্ধতায় সময়ের চেয়েও আগে চলে সাফল্যের সাক্ষরতা রেখে যান! অল্প কয়েক দিন ব্লগিংয়েও আপনি তেমন সফলবানদের কাতারে!
মহান আল্লাহ আপনার এই পথচলা অব্যাহত রাখুন,আমাদের কে আপনার থেকে কল্যাণকর বিষয় জানার-শেখার তৌফিক দান করুন!আমিন!
জাযাকাল্লাহু খাইরাল জাযাই.....
২০ মে ২০১৫ সকাল ১১:৫৬
262304
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার অণুপ্রেরণা এবং দিকনির্দেশনামূলক মন্তব্য আমার জন্য সামনের দিনগুলোতে পাথেয় হিসেবে কাজ করবে। আমার শুভকামনা এবং সাফল্যের যে প্রত্যাশা করেছেন, এটা মহৎ হৃদয়ের অধিকারীদের কাজ। মহান আল্লাহ আপনাকে আরো বেশি যোগ্যতা দান করুন এবং তাঁর কাছে আপনার উত্তম প্রতিদান কামনা করছি। আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ..
321184
২০ মে ২০১৫ দুপুর ১২:১৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ব্লগ এবং ব্লগারদের নিয়ে আপনার সুন্দর মূল্যায়ন খুবই ভালো লাগলো। আপনাদের মতো বিদগ্ধ জনেরা ব্লগে থাকলে ব্লগের ময়লা আবর্জনা দূর হতে খুব সময় লাগবে না।

ছদ্ম নাম আমাও পছন্দ নয়, তবে কিছু কিছু সরকারী কর্মচারী আছেন, তাদের নিরাপত্তার জন্য ছদ্ম নাম জরুরী। আর যারা ইসলামকে অবমাননা করার জন্য ছদ্ম নাম ব্যবহার করছে তাদের উপর আল্লাহর লা’নত বর্ষিত হোক।

২০ মে ২০১৫ দুপুর ১২:৩৪
262311
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই সুন্দর অনুভুতি শেয়ারের জন্য। ভাল থাকবেন। ধন্যবাদ।
321207
২০ মে ২০১৫ দুপুর ০১:১৮
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
২০ মে ২০১৫ দুপুর ০১:২১
262324
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অলরেডি ঘুরে এসেছি। ধন্যবাদ ।
321427
২০ মে ২০১৫ রাত ১১:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : আপনাকে স্বাগতম Good Luck Good Luck Big Hug Big Hug Rose Rose
২১ মে ২০১৫ রাত ১২:২৯
262485
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File