কবিতা-৭ : সূরা ইনফিতার (কাব্যানুবাদ)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ মে, ২০১৫, ০২:৪৭:০৩ দুপুর
শুরু করছি লয়ে আল্ল¬াহপাকের নাম
যার করুণা অপার সমগ্র দুনিয়া-জাহান।
আসমানসমূহ হবে যখন হবে বিদীর্ণ
ছড়িয়ে থাকা নক্ষত্রসমূহ যখন হবে চুর্ণ বিচূর্ণ,
মহাসমুদ্রগুলো যখন হবে ভয়াবহ বিষ্ফোরণ
কবরগুলোর যখন হবে সম্পূর্ণ উৎপাটন।
প্রত্যেকেই জানতে পারবে তার কৃতকর্ম সকল
দয়াময়ের প্রশ্ন? হে মানব! কিসে ধোঁকায় ছিলি বল?
তোমাদেরকে যিনি সুন্দরতমভাবে করেছেন সৃজন
অতি সুবিন্যস্তভাবে তিনি করেছিলেন গড়ন,
না, না! শেষ বিচারকে তোমরা করছ মিথ্যা সাব্যস্ত?
তোমাদের উপর নিশ্চয়ই আছে পাহারাদার ন্যস্ত।
লেখকগণ অতীব সম্মণিত
তোমরা যা করছো আছে লিখিত।
মহাসুখের জান্নাতে যাবে যারা করেছে সৎকাজ
দু:খের জাহান্নামে যাবে নিশ্চয় যারা করেছে মন্দকাজ।
সেদিন তারা প্রবেশ করবে তথায়
সেখান থেকে সবই তো দেখা যায়।
আপনি কি জানেন? সেই দিবস-যা প্রতিদানের,
আপনি এও জানেন কি? তা রোজ হাশরের।
সেদিন করতে পারবে না কেউ কারো উপকার
নির্দেশ চলবে কেবলমাত্র মহান আল্লাহ্তায়ালার।
=====
বিষয়: সাহিত্য
১২৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান ।
জাজাকাল্লাহ খাইরান ।
কিয়ামতের সেই ভয়াবহ অবস্থাকে কাব্যানুবাদে স্মরন করিয়ে দেয়ার জন্য শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!
মন্তব্য করতে লগইন করুন