কবিতা-৬ : নীল দরিয়ায় লোহিত ধারা
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ মে, ২০১৫, ০৯:০১:৪০ রাত
রক্তপান তো স্বৈরাচারীর চিরাচরিত কুঅভ্যাস
পুরোপুরি কুক্ষিগত শয়তানেরই অনুগত দাস।
পবিত্রভুমি মিশরে আজ নব্য ফেরাউন আল্সিসি
সে তো মস্তখুনী, ছদ্মবেশী দখলদার ইয়াহুদী!
পাইকারী দরে ঘোষণা করে বিনাশী মৃত্যুদণ্ড
টিকিয়ে রাখতে অবৈধ গদি দেয় হুঙ্কার-দম্ভ!
আরব বসন্তের সিপাহ্সালার মুরসী বিজয়ী বীর
ষড়যন্ত্রের কাছে নোয়াবে না কখনো উচ্চশির।
আল্লাহর নবী মুসারে যেমন ফেরাউন রামেসিস,
মানসপুত্রদের রয়েছে গেছে তেমনি কিছু বীজ।
যুগে যুগে ফেরাউনদের হয় করুণ পরিণতি!
ইসলামের তারা করতে পারে না কোন ক্ষতি।
ফাঁসির নাটক আঙ্গুলের ইশারায় চলে আদালতে
আল্লাহর সৈনিকরা সদা শাহাদাতের পিয়ালা হাতে।
বিশ্ব মুসলিম কই গেলি আজ জানাও প্রতিবাদ,
নইলে প্রমাণ হবে তোরাও ফেরাউনের বশংবদ।
মুসলমানদের গর্ব-অহংকার ইখওয়ানুল মুসলেমীন
আল্লাহর জমিনে বিজয়ী করতে চায় ইকামতে দ্বীন,
নীল দরিয়ায় লোহিত ধারা, বইছে শহীদের নহর
মুক্তি পেতে মিশরবাসী গুণছে অপেক্ষার প্রহর।
তারিখ : ১৭/০৫/২০১৫
====
বিষয়: সাহিত্য
১১৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত্যুর চেয়ে জিবন বেশি প্রিয়!!
আমাদের সমস্ত লেখালেখি সত্যকে বিজয়ী করার জন্য। সত্যের জয় হবেই..
ঘুমন্ত মুজাহিদদের জাগানোর জন্য এই কবিতাই যথেষ্ট।
আল্লাহ আপনার প্রতিভা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন।
ঘুমন্ত মুজাহিদদের জাগানোর জন্য এই কবিতাই যথেষ্ট। একমত ।
আল্লাহ আপনার প্রতিভা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন। আমীন
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন