কবিতা -১ : অপবাদ

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ মে, ২০১৫, ০১:০৪:৪৩ দুপুর

১.

(১ম ব্যক্তি ২য় ব্যক্তিকে)

: আস্‌সালামু আলাইকুম

-ওয়ালাইকুম সালাম।

: ভাই, ভাল আছেন?

-আছি, কি ব্যাপার বলুন।

: একটা ইনফরমেনশন জানতে চাচ্ছি

-আমি আপনাকে নিষেধ করেছি?

: না, অনুমতি নিচ্ছি আর কি?

-ঝটপট বলুন, কিছু করতে পারি কিনা দেখি।

: দিতে পারবেন কি অমুকের সেল নম্বর,

-দেখি নিয়ে খোঁজ খবর।

: পাইছেন কোন হদিস তার ?

-ওরে বাপরে! ওনি তো লিস্টে ক্রসফায়ার।

: আপনি জানলেন কিভাবে?

-সেটা তো ছড়িয়েছে লোকমুখে।

২.

(২য় ব্যক্তি ১ম ব্যক্তিকে)

: ভাই, তার সম্পর্কে আপনার কেন এত আগ্রহ?

-আমি তো জড়াতে চাই না কোন বিগ্রহ।

: বলুন না, কি দরকার তাকে ভাই,

-তার কাছ থেকে প্রস্তাব ছিল তাই।

: ওহো! মেয়ে বিয়ে দিবার লাগি

-প্লীজ, দাঁড়ান যাবেন না ভাগি?

: আমার জরুরী কাজ আছে।

-আপনি কি ভাবছেন আমি লোক বাজে?

: তবু আমি নিষেধ করছি বারবার

-ছেলেটা কি দুই নন্বরীর এক নম্বর?

: না, উপরে ভালো বেশভুষা, চমৎকার

-তাহলে এত বদনাম করছেন কেন তার?

: তবে শুনেছি ছেলেটা বেশ চরিত্রবান!

-ওই, ছেলেকেই করব আমি কন্যাদান।

====

বিষয়: সাহিত্য

১১৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319006
০৯ মে ২০১৫ দুপুর ০১:১৪
০৯ মে ২০১৫ রাত ১০:০৭
260227
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ
319013
০৯ মে ২০১৫ দুপুর ০১:৫২
বাজলবী লিখেছেন : স্বাগতম Rose Rose Rose
০৯ মে ২০১৫ রাত ১০:০৬
260226
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Bajlobi bhai..অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File