ইসলামের মূল বিষয় নিয়ে কটুক্তি,অথচ শুধুমাত্র "নয়া দিগন্ত" ছাড়া সব মিডিয়া তাদের ব্যবসা হারানোর ভয়ে কোন মন্তব্যই করলোনা???
লিখেছেন লিখেছেন বিবেক নাই ২৫ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৪:৪০ দুপুর
√ এযেন এযুগের নয়া তাসলিমা নাসরিন।
নামের সাথে হুবহু মিল।
আজ একটা কথা না বলে পারছিনা..!
√√ যারা নিজেদের ব্যবসা বন্ধ হওয়ার ভয়ে সত্য বলতে ভয় পায়,অথচ সরকারের মিথ্যাচারকে দিগুন লম্বা করে প্রচার করে মানুষকে ধোকা দেয়,
√√ যারা নিজেদের চাকরি হারানোর ভয়ে ইসলামের দুষমনদের ইসলাম বিদ্রোহি কথাগুলোকে সবার সামনে তুলে ধরে প্রতিবাদ না করে নিরব সমর্থনের আভাস দেয়,
√√ যারা নিজেদের মনুষ্যত্বকে নির্যাতন নিপীড়নের ভয়ে মাটিচাপা দিয়ে রাখে,অথচ মিথ্যাচারকে সহযোগিতা করে,
#তাদের দিয়ে আর যায় হোক,একটি দেশে শান্তি প্রতিষ্ঠা,ন্যায় প্রতিষ্ঠা,সুন্দর দেশ গঠন,আলোকিত ভবিষ্যৎ গঠন কখনোই সম্ভব নয়।
সরকারের পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী, কুখ্যাত নারী নেত্রী, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের ইসলাম বিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে “ইউনাইটেড উলামা কাউন্সিল ইউএসএ”। এক বিবৃতিতে তাসমিমাকে নব্য নাস্তিক হিসেবে উলে।রখ করে উলামা কাউন্সিল নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।
ইউনাইটেড উলামা কাউন্সিল ইউএসএ’র প্রেসিডেন্ট মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী ও সেক্রেটারী জেনারেল মাওলানা রশীদ আহমদ এক বিবৃতিতে গত শনিবার তাসমিমা হোসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে অনুষ্ঠিত এক সভায় আজান, তাবলীগ, ওয়াজ-মাহফিলের ব্যাপারে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথে ঈমানেৃর আভাব থাকলে যা হয় আর কি
আপন বাবা-মায়ের বিরুদ্ধে জনসমক্ষে কথা বলা উচিত নয়- এ বোধটি ঐসব মিডিয়ার এখনো বিলুপ্ত হয়নি!!
এটা একটা ভালো লক্ষণ!!!
মন্তব্য করতে লগইন করুন