★ভুমিকম্প সংঘটিত হওয়ার কারণ★
লিখেছেন লিখেছেন বিবেক নাই ০৪ জানুয়ারি, ২০১৬, ১০:২৭:৫৩ সকাল
০১.“যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে,
০২. কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না),
০৩. যাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে,
০৪. ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে,
০৫. একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে,
০৬. বন্ধুকে কাছে টেনে নি...বে আর পিতাকে দূরে সরিয়ে দিবে,
০৭. মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে,
০৮. জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে,
০৯. সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে,
১০. একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে,
১১. বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে,
১২.মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে),
১৩. শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে,
১৪. এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)। [তিরমিযি কতৃক বর্ণিত, হাদিস নং – ১৪৪
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বউয়ের কাছে উত্তম হলেই তো তাকে প্রকৃত উত্তম বলা যাবে ।
আর সংসারে শান্তি আনতে এবং তা ধরে রাখতে হলে বউয়ের প্রতি আনুগত্যের কোনই বিকল্প নেই ।
আপনার এই নারী বিদ্বেষী পোস্টের জন্য ব্লগের আপুরা পোস্টটি এড়িয়ে যাবে।
মা যে কিনা স্বর্ন, রৌপ্য ও ব্রোন্জ পদক - সবগুলো পাবার দাবীদার সেই বেইল পায় না সেখানে পিতাকে নিয়ে কাব যাব ?
মন্তব্য করতে লগইন করুন