চারটি কৌতুক

লিখেছেন লিখেছেন বিবেক নাই ১৩ মে, ২০১৫, ০৩:১৫:৫৬ দুপুর

০১। মেয়ে : বাবা আমার স্বামী আমাকে শুধু মারে।

বাবা : এইনে তাবিজ। তোর স্বামী বাসায় থাকলে এই তাবিজটা তোর জিহ্বার নিচে দিয়ে রাখবি।

১৫ দিন পরে....

মেয়ে : বাবা এখন আর আমার স্বামী আমাকে মারে না। আপনার তাবিজে ভালো কাজ করেছে।

বাবা : এটা তাবিজের ফল নারে, এটা

.

.

.

.

.

তোর মুখ বন্ধ রাখার ফল। Cheer Cheer

০২। এক চরম কিপ্টা লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো। সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে,--“হে বিধাতা আমি যদি বেঁচে যাই, তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো।” তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো। সে তখন দাঁড়িয়ে বলল, “হুহ..!! কিসের বিরিয়ানি।” তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো। তখন সে বলতে লাগলো -

.

.

.

.

.

“আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী, নাকি কাচ্চি বিরিয়ানী।” Cook Cook

০৩। এক রোগী ডাক্তার এর কাছে এলো......

ডাঃ 'বলেন কি সমস্যা আপনার...??

রোগীঃ আমার পা নীল হয়ে গেছে।

ডাঃ সমস্যা তো সিরিয়াস..!! পায়ে বিষের সংক্রমণ হইছে, পা কেটে ফেলতে হবে।

এরপর আসল পা কেটে প্লাস্টিকের পা লাগানোর পরও দেখা গেল, সেটাও নীল হয়ে গেছে।

ডাঃ "এখন আপনার রোগ বুঝতে পারলাম। আপনার 'জিন্সের প্যান্টে'র রঙ ওঠে...!!

Crying Crying Crying

০৪। শিক্ষক : বলতো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন?

বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।

শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ?

আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন?

বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারন এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।

শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ।

সময়:-৩০মিনিট।

কিছুক্ষন পর বল্টু খাতা জমা দিল..... স্যার তো অবাক এত তাড়াতাড়ি বল্টুর রচনা লেখা হয়ে গেল।

শিক্ষক কৌতূহল সহকার পড়ল। বল্টু লিখেছে......

"খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব।

.

.

.

.

.

.

বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।

Time Out Time Out Time Out Time Out Cheer Cheer Cheer Happy Cheer

বিষয়: বিবিধ

১৬৪৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319793
১৩ মে ২০১৫ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : ১. স্বামীর সাথে যখন এক খাটে ঘুমায় তখন তাবিজটা কি জিহবার নিচেই রাখে ?

২.
“আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী, নাকি কাচ্চি বিরিয়ানী।”
--

কিসের বিরিয়ানি বলতে যখন ওটা বুঝাতে চাইছিল তার মানে তীরে যখন সে পৌছেছিল প্রথম শ্রোতের ধাক্কায় তখন মনে হয় সেখানে ১০০০ জন এতিম ওয়েট করছিল ?

৩. পা কেটে ফেলার পরেও জিন্সের প্যান্টের মায়া ছাড়তে পারে নি !!

৪.
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ।


০ এখানে ক্রিকেটের রচনা লেখার কথা বলা আছে , ক্রিকেট খেলার নয় ।
319794
১৩ মে ২০১৫ দুপুর ০৩:৫৭
কুশপুতুল লিখেছেন : ফাইন!
319798
১৩ মে ২০১৫ বিকাল ০৪:০৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
319801
১৩ মে ২০১৫ বিকাল ০৪:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হে শ্রদ্ধেয় ভাইয়া! ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে!
১৩ মে ২০১৫ বিকাল ০৪:৩২
260888
বিবেক নাই লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম,আপনাকে ধন্যবাদ
319807
১৩ মে ২০১৫ বিকাল ০৪:৪২
egypt12 লিখেছেন : সুন্দর সংগ্রহ Happy
১৩ মে ২০১৫ বিকাল ০৪:৪৯
260892
বিবেক নাই লিখেছেন : ধন্যবাদGood Luck
319810
১৩ মে ২০১৫ বিকাল ০৫:০০
319817
১৩ মে ২০১৫ বিকাল ০৫:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : মজারা কৌতুক তো!
ধন্যবাদ আপনাকে।
১৪ মে ২০১৫ সকাল ১০:০৯
261028
বিবেক নাই লিখেছেন : ধন্যবাদGood Luck
319824
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০০
আফরা লিখেছেন : দারুন মজা পেয়েছি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ আপনাকে ।
319827
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
শেখের পোলা লিখেছেন : দারুন হয়েছে৷
১০
319832
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
অনেক পথ বাকি লিখেছেন : কেউ একজন লিখেছেন : দারুন মজা পেয়েছি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ আপনাকে ।
১১
319952
১৪ মে ২০১৫ রাত ০৪:৪৩
কাহাফ লিখেছেন :
দমবদ্ধ বিদ্যমান বর্তমানে হাসির খোরাক নিয়ে উপস্হিত হওয়ায় অনেক ধন্যবাদ আপনাকে!!
১৪ মে ২০১৫ সকাল ১০:১০
261029
বিবেক নাই লিখেছেন : Good Luck ধন্যবাদGood Luck
১২
320990
১৯ মে ২০১৫ দুপুর ০১:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মন খুলে অনেক্ষণ হাসলাম..হা হা হা..ধন্যবাদ আরো চাই, আরো চাই..
১৯ মে ২০১৫ দুপুর ০৩:০৮
262129
বিবেক নাই লিখেছেন : পাবেন।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File