চারটি কৌতুক
লিখেছেন লিখেছেন বিবেক নাই ১৩ মে, ২০১৫, ০৩:১৫:৫৬ দুপুর
০১। মেয়ে : বাবা আমার স্বামী আমাকে শুধু মারে।
বাবা : এইনে তাবিজ। তোর স্বামী বাসায় থাকলে এই তাবিজটা তোর জিহ্বার নিচে দিয়ে রাখবি।
১৫ দিন পরে....
মেয়ে : বাবা এখন আর আমার স্বামী আমাকে মারে না। আপনার তাবিজে ভালো কাজ করেছে।
বাবা : এটা তাবিজের ফল নারে, এটা
.
.
.
.
.
তোর মুখ বন্ধ রাখার ফল।
০২। এক চরম কিপ্টা লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো। সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে,--“হে বিধাতা আমি যদি বেঁচে যাই, তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো।” তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো। সে তখন দাঁড়িয়ে বলল, “হুহ..!! কিসের বিরিয়ানি।” তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো। তখন সে বলতে লাগলো -
.
.
.
.
.
“আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী, নাকি কাচ্চি বিরিয়ানী।”
০৩। এক রোগী ডাক্তার এর কাছে এলো......
ডাঃ 'বলেন কি সমস্যা আপনার...??
রোগীঃ আমার পা নীল হয়ে গেছে।
ডাঃ সমস্যা তো সিরিয়াস..!! পায়ে বিষের সংক্রমণ হইছে, পা কেটে ফেলতে হবে।
এরপর আসল পা কেটে প্লাস্টিকের পা লাগানোর পরও দেখা গেল, সেটাও নীল হয়ে গেছে।
ডাঃ "এখন আপনার রোগ বুঝতে পারলাম। আপনার 'জিন্সের প্যান্টে'র রঙ ওঠে...!!
০৪। শিক্ষক : বলতো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন?
বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।
শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ?
আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন?
বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারন এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ।
সময়:-৩০মিনিট।
কিছুক্ষন পর বল্টু খাতা জমা দিল..... স্যার তো অবাক এত তাড়াতাড়ি বল্টুর রচনা লেখা হয়ে গেল।
শিক্ষক কৌতূহল সহকার পড়ল। বল্টু লিখেছে......
"খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব।
.
.
.
.
.
.
বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২. --
কিসের বিরিয়ানি বলতে যখন ওটা বুঝাতে চাইছিল তার মানে তীরে যখন সে পৌছেছিল প্রথম শ্রোতের ধাক্কায় তখন মনে হয় সেখানে ১০০০ জন এতিম ওয়েট করছিল ?
৩. পা কেটে ফেলার পরেও জিন্সের প্যান্টের মায়া ছাড়তে পারে নি !!
৪.
০ এখানে ক্রিকেটের রচনা লেখার কথা বলা আছে , ক্রিকেট খেলার নয় ।
ধন্যবাদ আপনাকে।
দমবদ্ধ বিদ্যমান বর্তমানে হাসির খোরাক নিয়ে উপস্হিত হওয়ায় অনেক ধন্যবাদ আপনাকে!!
মন্তব্য করতে লগইন করুন