আজিমপুরে শবে বরাতের মহড়া ?
লিখেছেন লিখেছেন ইবনে ইলিয়াস ০৩ জুন, ২০১৫, ১২:৩২:০৫ রাত
রাতে একবার আজিমপুর কবর স্থান এলাকা দর্শন করলাম । আজিমপুর বাস স্টান্ড থেকে কবরের মোড় পর্যন্ত হাজার হাজার মানুষ । তারা তাদের বাপ- মা ও আত্মিয় স্বজনের কবর জিয়ারতে আসছে । অবশ্য অনেকে আমার মত কেবল খামাখা মজা লইতেও গেছে । এই দ্বীর্ঘ রাস্তার দুই অংশ জুড়েই হাজার হাজার ভিক্ষুকের ব্যবসা চলছে । কারো হাত নেই, কারো পা নেই , কারো শরীরের একাংশ নেই এমনকি অনেকে তার অস্বাভাবিক শরীর প্রদর্শন করে ভিক্ষা নিচ্ছে । কাউকে দেখলাম কুরআন সামনে নিয়ে ভিক্ষা চাইছে । পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইয়াতিম খানার নামেও চলছে ব্যাপক দান গ্রহন । বেশ কয়েকটা মাজার আছে আশে পাশে, সবগুলোই বেশ জাকজমকভাবে সাজানো ।
সব কিছু দেখে বুঝতে পারছিনা, শবে বারায়াত আসলে কি, আর আমরা আসলে কি করছি । ভাগ্য কি আসলে বদলাবে ? আল্রাহু আ’লাম -
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ দেখছি কোরআন নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন