"নজরুল নেই"

লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২৪ মে, ২০১৫, ০৩:২৯:১৫ দুপুর

নজরুল নেই,আছে তোষামোদকারী,

তোষামোদে টাকা আছে

আছে গাড়ী বাড়ি।

-

কবিতায় নেই আজ বিদ্রোহী সুর,

আছে শুধু মাদকতা, আর দুর দুর।

-

মানুষের কথা নেই

কোন আকুলতা নেই

নেই কোন শান্তি ও সম্প্রীতি আজ,

বিভেদ বাড়ানো যেন কবিদের কাজ।

-

নারীদের শাড়ী খুলে

সততার পথ ভুলে

ইনিয়ে বিনিয়ে আছে নোংরামিতা,

কেউ কেউ একে বলে বড় কবিতা।

সৎ কবি, কবিতাও আছে

তারাও ঠিক খায় ভাতে মাছে।

সততায় পুঁজি নেই

অবৈধ রুযী নেই

কোন পুজো পুজি নেই

তবু আছে সম্মান জানি,

নজরুল ছাড়া তা, কয়জনে মানি?

বিষয়: সাহিত্য

৯৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322202
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : নজরুল নেই; নজরুল থাকবেনা এটাই স্বাভাবিক। আপনার মত কিছু কবি আরও চমৎকারভাবে মানুষকে আশার বানী শুনিয়ে যাবেন-এটাই আমাদের প্রত্যাশা। Rose Rose Rose Praying Praying Praying

২৬ মে ২০১৫ সকাল ০৭:৫৯
263706
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : দোয়া চাই,ধন্যবাদ আপনাকে
322220
২৪ মে ২০১৫ বিকাল ০৫:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : উচিত কথাই বলেছেন ব্রাদার, নোংরামিতে ভরপুর কবিতা গুলো শ্রেষ্ঠ উতকৃষ্ট কবিতা বলে বিবেচিত। সম্মান নিয়ে বেঁচে থাকুন, এইতো ভালো অসৎ হওয়ার চেয়ে। এ লড়াইয়ে জিতে যাওয়ার মধ্যে তৃপ্তি আছে।
২৬ মে ২০১৫ সকাল ০৮:০০
263707
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : হুম,সততাই বড় পুঁজি, এতে আর কিছু লাগেনা,ধন্যবাদ আপনাকে।
322240
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
২৬ মে ২০১৫ সকাল ০৮:০১
263708
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে,আশা করি সাথেই থাকবেন।
322270
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নজরুল নাই।
তাই থেমে গেছে সুর বিদ্রোহের ।
কবিরা এখন লিথে কাব্য ক্রিতদাসের।
২৬ মে ২০১৫ সকাল ০৮:০১
263709
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : হুম ঠিক বলেছেন, কবিরা নয়, কিছু কিছু কবি।
322322
২৫ মে ২০১৫ রাত ০৪:২০
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ প্রিয় কবির কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নজরুল কে মাপ করুন,তাকে জান্নাত নসিব করুন। জাযাকাল্লাহু খাইর
২৬ মে ২০১৫ সকাল ০৮:০১
263711
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File